আঙ্কারা এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকবে: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i156146-আঙ্কারা_এই_অঞ্চলে_স্থিতিশীলতা_ও_নিরাপত্তা_প্রতিষ্ঠার_জন্য_সচেষ্ট_থাকবে_তুরস্ক
পার্সটুডে- ইরানের অভ্যন্তরীণ ঘটনাবলী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকারের হুমকির কথা উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলি অবশ্যই ভেতর থেকেই সমাধান করতে হবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৬ ১৭:৪২ Asia/Dhaka
  • • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
    • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

পার্সটুডে- ইরানের অভ্যন্তরীণ ঘটনাবলী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকারের হুমকির কথা উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলি অবশ্যই ভেতর থেকেই সমাধান করতে হবে।

ইরানের ঘটনাবলীর কথা উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন: আঙ্কারা ইরানের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলি ভেতর থেকেই সমাধান করতে হবে উল্লেখ করে ফিদান ঘোষণা করেছেন যে ইরানের জন্য আঙ্কারার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সমস্যাগুলি অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তুরস্কের কূটনৈতিক পরিষেবার প্রধান জোর দিয়ে বলেছেন: আঙ্কারা এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকবে। ফিদান আরও বলেন: ইরানের প্রতি বৈরী কিছু দেশ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির অপব্যবহার করে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

ইরানের অর্থনৈতিক অংশীদারদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন: ইরান সম্পর্কিত এই ঘোষণাটি পর্যালোচনা করা দরকার।

তুর্কি কূটনৈতিক বিভাগের প্রধান জোর দিয়ে বলেন যে আঙ্কারা ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের বিরোধিতা করে এবং এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ করবে।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের সর্বশেষ ঘটনাবলী নিয়ে ফোনে কথা বলেছেন।

গত কয়েক দিনের ঘটনাবলী এবং সহিংসতা ও সন্ত্রাসবাদের সাথে জড়িত ব্যক্তিদের শান্তিপূর্ণ বিক্ষোভের সহিংস বিস্তার, যার ফলে বেশ কয়েকজন ইরানির মৃত্যু হয়েছে, তা ব্যাখ্যা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিদেশী হস্তক্ষেপ এবং বর্তমান অস্থিরতার বিবরণ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভাগ করে নিয়েছেন।

তুর্কি কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলিতে ইরান সরকার এবং জনগণকে সমর্থন করেছেন, সাম্প্রতিক অস্থিরতাকে আমেরিকান-ইসরায়েলি পরিকল্পনা বলে অভিহিত করেছেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।