ইরানে হস্তক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: রুশ বিশ্লেষক
-
নিকোলাই স্টারিকভ
পার্সটুডে- রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক নিকোলাই স্টারিকভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ ইরানের মতো বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
রুশ রাজনৈতিক বিশ্লেষক ও লেখক নিকোলাই স্টারিকভ তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য পশ্চিমা দেশ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এ সংক্রান্ত ঘোষণা ১৯৭০ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, স্টারিকভ জানিয়েছেন, এই ঘোষণার ধারাগুলো পড়লেই স্পষ্ট বোঝা যায় যে- ইরান, ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড ও ইউক্রেনের বিষয়ে পশ্চিমা হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। ঘোষণায় এ বিষয়ে স্পষ্ট বক্তব্য রয়েছে।
‘অরাজকতা ও বিপ্লব – ডলার অস্ত্র’ বইয়ের লেখক বলেন, বর্তমানে পশ্চিমা দেশগুলো জাতিসংঘ সনদের সেই মূল নীতিকে প্রকাশ্যে লঙ্ঘন করছে, যেখানে বলা হয়েছে—কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। কোনো দেশের অধিকার নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য দেশের অভ্যন্তরীণ কিংবা বৈদেশিক বিষয়ে হস্তক্ষেপ করার।#
পার্সটুডে/এসএ/১৯