পূর্ব চীন সাগরে চীনের ‘সামরিক’ রাডার : প্রতিবাদে জাপান
(last modified Sun, 07 Aug 2016 17:11:59 GMT )
আগস্ট ০৭, ২০১৬ ২৩:১১ Asia/Dhaka
  • পূর্ব চীন সাগরে চীনের ‘সামরিক’ রাডার : প্রতিবাদে জাপান

বিতর্কিত পূর্ব চীন সাগরে গ্যাস ড্রিলিং’এ নিয়োজিত চীনের একটি রিগে ‘সামরিক’ রাডার বসানো হয়েছে বলে জাপান জানতে পেরেছে। এ নিয়ে বেইজিং’এর কাছে অভিযোগও করেছে টোকিও।

 ড্রিলিং এ নিয়োজিত রিগে রাডার বসানোর প্রচলন রয়েছে। তবে প্রচলিত রাডার না বসিয়ে টহল জাহাজের রাডার ওই রিগে বসানো হয়েছে বলে টোকিও ধারণা করছে। জুন মানের শেষের দিকে এটি টোকিওর কাছে ধরা পড়ে।  জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ(রোববার) বলেন, দুদিন আগে এ নিয়ে চীনের কাছে প্রতিবাদ পত্র দেয়া হয়েছে। এতেরাডার বসানোর বিষয়টি ব্যাখ্যা করার জন্য বেইজিংএর প্রতি আহ্বান জানানো হয়।

জাপানের সংবাদ মাধ্যম বলছে, ড্রিলিং রিগকে চীন হয়ত সামরিক কাজে ব্যবহার করছে।  টোকিও আশংকা করছে, চীন এ এলাকা সামরিক ভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে তারই ইঙ্গিত রাডার বসানোর মাধ্যমে দেয়া হয়েছে ।#

পার্সটুডে/মূসা রেজা/৭

ট্যাগ