অক্টোবর ০৬, ২০১৬ ১৪:৪২ Asia/Dhaka
  • ইনসেটে হ্যারল্ড থমাস মার্টিন
    ইনসেটে হ্যারল্ড থমাস মার্টিন

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ’র সাইবার হামলা চালানো সংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগে হ্যারল্ড থমাস মার্টিন নামের এক ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই গত মাসে তাকে আটক করলেও গতকাল এ তথ্য প্রকাশ করা হয়। মার্কিন সংবাদমাধ্যম আটক মার্টিনকে ‘দ্বিতীয় স্নোডেন’ হিসেবে উল্লেখ করছে।

মার্কিন সরকারের সাইবার যুদ্ধের অংশ হিসেবে বিদেশি সরকারি সংস্থাগুলোর ওপর সাইবার হামলা চালানোর লক্ষ্যে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছে এনএসএ। স্বাভাবিকভাবেই এগুলোকে অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হয়। মার্টিন এসব প্রোগ্রামের 'সোর্স কোড' হাতিয়ে নিয়েছেন বলে মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে। গত মাসের ২৭ তারিখে মার্টিনের বাড়ি এবং গাড়িতে তল্লাসি চালিয়ে এফবিআই ছয়টি অতি গোপন দলিল উদ্ধার করেছে।

কনসাল্টিং ফার্ম বুজ অ্যালেন হ্যামিলটন পক্ষে এনএসএ-তে কাজ করতেন মার্টিন। একই সংস্থার পক্ষে কাজ করেছেন এনএসএ’র সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। এ কারণে মার্টিনকে কোনো কোনো সংবাদমাধ্যম এরইমধ্যে ‘দ্বিতীয় স্নোডেন’ হিসেবে উল্লেখ করতে শুরু করেছে।

অবশ্য, আসামি পক্ষের এক আইনজীবী দাবি করেছেন, আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কোনো ইচ্ছা তার মক্কেল মার্টিনের ছিল না।

এদিকে, টুইট বার্তায় মার্টিন আটকের বিষয়কে ‘বিশাল ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন স্নোডেন। মার্টিন আটকের বিষয়টিকে দেশে-বিদেশ মার্কিন নিরাপত্তা সম্প্রদায়ের জন্য গভীর লজ্জাকর ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এ নিয়ে দ্বিতীয় দফা এনএসএ’র অতি গোপন তথ্য হাতিয়ে নেয়ার ঘটনা ঘটল।#

পার্সটুডে/মূসা রেজা/৬

 

ট্যাগ