শত্রুকে কাবু করতে রাশিয়া নিয়ে এল জোড়া রোবট
রাশিয়া জোড়া ঘাতক রোবট তৈরি করেছে। এই রোবট অন্তত ৬ কিলোমিটার দূর থেকে মানুষের গতিবিধি শনাক্ত করে তার বিরুদ্ধে আঘাত হানতে পারবে। এ ছাড়া, রুশ সীমান্তের কাছাকাছি আসার অনেক আগেই যে কোনো আশংকাজনক হুমকিকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে দিতে পারবে এ জোড়া রোবট।
রুশ সীমান্ত প্রহরায় এ রোবট মোতায়েন করা হবে। এগুলো আকাশেও নজরদারি করতে পারবে। রুশ সীমান্তে ঢোকার অনেক আগেই স্থল বা আকাশ পথের যে কোনো হুমকি নিশ্চিহ্ন করার সক্ষমতা আছে এ দু’টি রোবটের।
ফ্লাইট নামের এ জোড়া রোবটে যে সব গুরুত্বপূর্ণ প্রযুক্তি বসানো রয়েছে তার মধ্যে রাডার, এইচডি এবং থার্মাল ভিডিও ইমেজিং ও একাধিক দূরপাল্লার গ্রেনেড লাঞ্চার।
নীচু দিয়ে উড়ে আসা ড্রোনসহ অন্যান্য যানবাহন শনাক্ত করতে এ রোবটে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা থাকবে। এগুলো দিয়ে দূরপাল্লার কামানের লক্ষ্যবস্তু নির্ধারণ করা যাবে বলে জানিয়েছেন রুশ প্রকৌশলীরা।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যখন রুশ আকাশসীমায় গোয়েন্দা ও নজরদারি বিমান পাঠাচ্ছে তখন এ রোবট তৈরির ঘোষণা দিল রাশিয়া। অনাকাঙ্ক্ষিত আগন্তুকদের বিরুদ্ধে পাহারা ব্যবস্থা জোরদার করতে এটি রুশ কর্তৃপক্ষকে জোরালোভাবে সহায়তা করবে।#
পার্সটুডে/মূসা রেজা/১৪