নভেম্বর ১৫, ২০১৬ ১৮:০৮ Asia/Dhaka
  • আমেরিকায় মুসলিম বিদ্বেষী অপরাধ ৬৭ ভাগ বেড়েছে: এফবিআই

আমেরিকায় মুসলমানদের ওপর বিদ্বেষমূলক অপরাধ গত বছর অনেক বেড়েছে বলে দেশটির ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বাগাড়ম্বর এ ধরণের অপরাধ বেড়ে যাওয়ার পেছনে আংশিক দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

'বিদ্বেষমূলক অপরাধ পরিসংখ্যান' শীর্ষক এক প্রতিবেদনে এফবিআই গতকাল (সোমবার) জানিয়েছে, ২০১৫ সালে মার্কিন সমাজে মুসলিম-বিদ্বেষী অপরাধ তার আগের বছরের তুলনায় ৬৭ ভাগ বেড়েছে। যেখানে ২০১৫ সালে মুসলমানদের বিরুদ্ধে ২৫৭টি অপরাধমূলক ঘটনা সংঘঠিত হয়েছিল সেখানে এর আগের বছর একই ধরনের মাত্র ১৫৪টি ঘটনা ঘটেছে।

বিদ্বেষমূলক অপরাধ তদন্তে নিয়োজিত বেসামরিক মানবাধিকার সংস্থা 'সাউদার্ন পোভার্টি ল' সেন্টার'র কর্মকর্তা মার্ক পোতোক জানিয়েছেন, ২০০১ সালের পর থেকে এটি ছিল সর্বোচ্চ সংখ্যা। আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদা ২০০১ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারে ভয়াবহ হামলা চালানোর পর দেশটির মুসলমানদের ওপর ৪৮১টি বিদ্বেষমূলক অপরাধ সংঘঠিত হয়েছিল। আমেরিকায় মুসলমানদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত মন্তব্য করেছিলেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫

 

ট্যাগ