মে ১৫, ২০১৭ ১৭:০৫ Asia/Dhaka
  • জেমস ক্ল্যাপার
    জেমস ক্ল্যাপার

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জেমস ক্ল্যাপার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আমেরিকার গোয়েন্দা সম্প্রদায় হামলার মুখে রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই’র সাবেক প্রধান জেমস কোমিকে বরখাস্ত করার পর ক্ল্যাপার এ কথা বললেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএ-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, গত সপ্তাহে বরখাস্তের ঘটনা ছিল খুবই বিরক্তিকর যার মাঝদিয়ে গোয়েন্দা সম্প্রদায়ের সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্টের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। ক্ল্যাপার বলেন, “আমি মনে করি নানাভাবে আমাদের সংস্থা হামলার মুখে। আমাদের প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ও বহির্শক্তির হামলার শিকার। তবে এখানে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে- আমাদের নির্বাচনী ব্যবস্থায় রাশিয়ার হস্তক্ষেপ।” এবিসি টেলিভিশনকে দেয়া আলাদা সাক্ষাৎকারে জেমস ক্ল্যাপার বলেন, জেমস কোমির বরখাস্ত হওয়ার ঘটনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য আরেকটি বিজয়। #  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫

 

ট্যাগ