নভেম্বর ২৫, ২০১৭ ০৯:৫৪ Asia/Dhaka
  • জর্জিয়ার হোটেলে আগুন লেগে ১২ জনের মর্মান্তিক মৃত্যু

জর্জিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী শহর বাতুমি’র একটি বিলাসবহুল হোটেলে আগুন লেগে অন্তত ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুনে আহত হয়ে ভর্তি হয়েছেন আরো অন্তত এক ডজন মানুষ।

আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী জাল মাইকলেজ জানিয়েছেন, ২২ তলাবিশিষ্ট হোটেলটিতে আগুন লাগার ফলে কার্বন মনোক্সাইড গ্যাস ফুসফুসে প্রবেশ করে ১২ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে জর্জিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরটিতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিষাক্ত গ্যাস গ্রহণের ফলে আহত আরো অন্তত ১০ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। এসব মানুষের সবার অবস্থা স্থিতিশীল বলে জানান আঞ্চলিক স্বাস্থ্যসন্ত্রী মাইকলেজ। তিনি বলেন, হোটেলটিতে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগুন লাগার পর ১৬টি ফায়ার ইঞ্জিন এবং ১০০ জন অগ্নিনির্বাপক কর্মীর নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলটির স্পা সেন্টারে আগুনের সূত্রপাত হয় বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে। জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫

 

ট্যাগ