হামলার হুমকির মধ্যে ইরানি উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাশার আসাদ যা বললেন
https://parstoday.ir/bn/news/world-i55706-হামলার_হুমকির_মধ্যে_ইরানি_উপদেষ্টার_সঙ্গে_বৈঠকে_বাশার_আসাদ_যা_বললেন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, আমরা যখনি কোনো বিজয় অর্জন করি তখনি পাশ্চাত্যের দেশগুলো চিল্লাচিল্লি শুরু করে। আজ (বৃহস্পতিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০১৮ ১৭:৪৪ Asia/Dhaka
  • বৈঠকের পর হাস্যোজ্জ্বল বাশার আসাদ ও আলী আকবর বেলায়েতি
    বৈঠকের পর হাস্যোজ্জ্বল বাশার আসাদ ও আলী আকবর বেলায়েতি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, আমরা যখনি কোনো বিজয় অর্জন করি তখনি পাশ্চাত্যের দেশগুলো চিল্লাচিল্লি শুরু করে। আজ (বৃহস্পতিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সিরিয়ায় পাশ্চাত্যের সম্ভাব্য হামলার প্রতি ইঙ্গিত করে বাশার আসাদ আরও বলেছেন, পাশ্চাত্য এ ধরনের কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়বে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিপদের মুখে পড়বে।

তিনি আরও বলেছেন, সিরিয়ায় যুদ্ধের ময়দানে সন্ত্রাসীদের স্বার্থ রক্ষায় পাশ্চাত্য সন্দেহজনক তৎপরতা চালাচ্ছে। তারা সব হিসাব-নিকাশ পাল্টে দিতে চাচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, পূর্ব-গৌতা মুক্ত হওয়ার পর পাশ্চাত্যের কোনো কোনো দেশ মিথ্যাচারের মাধ্যমে হামলার কথা বলছে। এর মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে, তারা সিরিয়ার সঙ্গে যুদ্ধের বিষয়ে আবারও যে পরিকল্পনা করেছিল তা ব্যর্থ হয়ে গেছে। 

এ সময় ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, প্রায় সাত বছর ধরে সিরিয়ার জনগণ ও সরকারের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে বেশ কয়েকটি দেশ। আর এ যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। এর ফলে সাত বছর আগের তুলনায় সিরিয়া দুর্বল হয় নি এবং সাত বছর আগের তুলনায় আমেরিকাও শক্তিশালী হয় নি। 

আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশ যখন রাসায়নিক হামলার মিথ্যা অভিযোগে সিরিয়ায় সর্বাত্মক হামলা চালানোর হুমকি দিচ্ছে তখন আসাদ ও বেলায়েতির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। 

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বর্তমানে সিরিয়া সফর করছেন। # 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২