চিকিৎসার জন্য দেশ ছাড়লেন বাহরাইনের শীর্ষ আলেম
https://parstoday.ir/bn/news/world-i59938
বাহরাইনের শীর্ষ আলেম আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেছেন। তিনি আজ (সোমবার) সকালে লন্ডনের উদ্দেশ্যে মানামা ত্যাগ করেন। এক বছরেরও বেশি সময় ধরে গৃহবন্দি থাকার কারণে ক্রমেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। এ অবস্থায় তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দেন মেডিকেল বোর্ড।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ০৯, ২০১৮ ১৯:১৮ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম
    আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম

বাহরাইনের শীর্ষ আলেম আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেছেন। তিনি আজ (সোমবার) সকালে লন্ডনের উদ্দেশ্যে মানামা ত্যাগ করেন। এক বছরেরও বেশি সময় ধরে গৃহবন্দি থাকার কারণে ক্রমেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। এ অবস্থায় তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দেন মেডিকেল বোর্ড।

লন্ডনের একটি সূত্র জানিয়েছে, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে তার ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে তার বয়স ৮১ বছর।

বাহরাইনের রাজতান্ত্রিক আদালত ২০১৬ সালে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ এনে এই শীর্ষ শিয়া আলেমের নাগরিকত্ব হরণ করেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজার নির্দেশে তাকে সাময়িক একটি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। পাসপোর্টটির মেয়াদ মাত্র এক বছর।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল খালিফা টুইটারে লিখেছেন, রাজার নির্দেশে আয়াতুল্লাহ ইসা কাসেমকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯