অক্টোবর ০৮, ২০১৮ ১৬:৫২ Asia/Dhaka
  • সাংবাদিক জামাল খাশোগি
    সাংবাদিক জামাল খাশোগি

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়া এবং মৃত্যুর খবরের বিষয়ে সৌদি সরকারের কাছে মার্কিন প্রশাসনকে জবাব চাওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে দৈনিক ওয়াশিংটন পোস্ট। পত্রিকার সম্পাদকীয়তে আজ এ নিয়ে জোরালো দাবি তোলা হয়েছে। জামাল খাশোগি এ পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

ওয়াশিংটন পোস্ট বলেছে, যদি সৌদি সরকার এ বিষয়ে সহযোগিতা না করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিত। তবে পত্রিকাটি এও বলেছে, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের মিত্র এবং এ নিয়ে খুব বেশি কিছু হবে না। তারপরও পত্রিকাটি বলেছে, বিন সালমান যদি খাশোগির বিষয়ে তথ্য দিতে না চান তাহলে কংগ্রেসের উচিত হবে প্রথম পদক্ষেপ হিসেবে সমস্ত সামরিক সম্পর্ক ছিন্ন করা।   

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

জামাল খাশোগি ছিলেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের কঠোর সমালোচক। গত মঙ্গলবার তিনি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে তুরস্কের ইস্তাম্বুল কন্স্যুলেটে যান এবং এরপর তিনি আর ফিরে আসেন নি। প্রথমে তার নিখোঁজের সংবাদ বের হলেও গতকাল (রোববার) থেকে খাশোগির নিহত হওয়ার খবর বের হয়েছে। বলা হচ্ছে- জামাল খাশোগিকে সৌদি কন্স্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে। তুর্কি পুলিশও এমনটিই ধারণা করছে তবে রিয়াদ সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

জামাল খাশোগি সৌদি সরকারের সাবেক উপদেষ্টা তবে বিন সালমানের অনেক নীতিরই তিনি সমালোচক। এছাড়া, ইয়েমেন যুদ্ধের বিরুদ্ধে জামাল খাশোগির অবস্থান ছিল সুস্পষ্ট। এসব কারণে তিনি গত বছর থেকে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন।#

পার্সটুডে/এসআইবি/৮

ট্যাগ