অক্টোবর ৩১, ২০১৮ ১৫:৪১ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভের সুযোগ বন্ধ করার ব্যবস্থা করবেন তিনি। গতকাল (মঙ্গলবার) এইচবিও টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আমেরিকার নাগরিকত্ব নেই এমন অধিবাসীদের সন্তানরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভের যে সুবিধা ভোগ করে আসছিল ডোনাল্ড ট্রাম্পের এ পরিকল্পনা সফল হলে সেই সুযোগ বন্ধ হবে। ১৯৬৮ সাল থেকে কার্যকর এই আইন বন্ধে ট্রাম্প বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন। এ আইন অনুসারে, যেসব শিশু মার্কিন ভূ-খণ্ডে জন্মগ্রহণ করে, তাদের সবাইকে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব দেয়া হয়।

এ বিষয়ে ট্রাম্প বলেন, আমরাই বিশ্বের একমাত্র দেশ যেখানে একজন ব্যক্তি আগমন করবে, শিশুর জন্ম দেবে এবং ওই শিশু অবধারিতভাবে আমেরিকার নাগরিক হবে। আমেরিকা তাকে সব ধরণের সুযোগ-সুবিধা দেয়া হবে- এটা হাস্যকর। এর সমাপ্তি টানা দরকার। এরইমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে; একটি নির্বাহী আদেশে তা বাস্তবায়ন করা হবে।# 

পার্সটুডে/এসআইবি/৩১

 

ট্যাগ