কয়েকদিনের মধ্যেই ইরানের সঙ্গে এসপিভি চালু করতে যাচ্ছে ইউরোপ
https://parstoday.ir/bn/news/world-i67588-কয়েকদিনের_মধ্যেই_ইরানের_সঙ্গে_এসপিভি_চালু_করতে_যাচ্ছে_ইউরোপ
মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে বহির্বিশ্বের সঙ্গে ইরানের আর্থিক লেনদেন চালু করতে ইউরোপীয় ইউনিয়ন শিগগিরই বিশেষ আর্থিক লেনদেন ব্যবস্থা ‘এসপিভি’ চালু করতে যাচ্ছে।কোনো কোনো ইউরোপীয় সূত্র বৃহস্পতিবার বলেছে, আগামী সোমবার থেকে এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৯ ০৭:৫৭ Asia/Dhaka
  • কয়েকদিনের মধ্যেই ইরানের সঙ্গে এসপিভি চালু করতে যাচ্ছে ইউরোপ

মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে বহির্বিশ্বের সঙ্গে ইরানের আর্থিক লেনদেন চালু করতে ইউরোপীয় ইউনিয়ন শিগগিরই বিশেষ আর্থিক লেনদেন ব্যবস্থা ‘এসপিভি’ চালু করতে যাচ্ছে।কোনো কোনো ইউরোপীয় সূত্র বৃহস্পতিবার বলেছে, আগামী সোমবার থেকে এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির একজন মুখপাত্র ব্রাসেলসে বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের জন্য বিশেষ আর্থিক ব্যবস্থা চালুর বিষয়টি অনেকদূর এগিয়েছে এবং তা শিগগিরই চালু হবে।


নাম প্রকাশে অনিচ্ছুক তিন ইউরোপীয় কূটনীতিকের বরাত দিয়ে ব্লুমবার্গ টেলিভিশন জানিয়েছে, আগামী ২৮ জানুয়ারি সোমবার ‘এসপিভি’ চালু করার সিদ্ধান্ত নেয়া হলেও কিছু খুঁটিনাটি বিষয় বাকি থাকায় এটি চালু করার দিনক্ষণ শেষ মুহূর্তে পিছিয়ে যেতে পারে। 

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ

এর আগে গতকাল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের সঙ্গে বহির্বিশ্বের অর্থনৈতিক লেনদেন চালু রাখার বিশেষ ব্যবস্থা- এসপিভি শিগগিরই চালু হতে যাচ্ছে।


এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসপিভি চালু করতে দেরি হলে এর যেকোনো পরিণতির জন্য ইউরোপকে দায়ী থাকতে হবে।


২০১৮ সালের মাঝামাঝি সময়েই ইউরোপ বহির্বিশ্বের সঙ্গে আর্থিক লেনদেনের জন্য স্পেশাল ভেহিকেল সিস্টেম বা এসপিভি চালু করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সে প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। অবিলম্বে ওই ব্যবস্থা চালু না হলে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫