দক্ষিণ আফ্রিকায় গির্জার দেয়াল ধসে ১৩ ব্যক্তি নিহত, আহত ২৯
https://parstoday.ir/bn/news/world-i69696-দক্ষিণ_আফ্রিকায়_গির্জার_দেয়াল_ধসে_১৩_ব্যক্তি_নিহত_আহত_২৯
দক্ষিণ আফ্রিকায় একটি গির্জার দেয়াল ধসে অন্তত ২৯ জন আহত হয়েছে। ওই এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের ফলেই দেয়াল ধসে পড়েছে বলে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৯, ২০১৯ ১৬:৫৬ Asia/Dhaka
  • দক্ষিণ আফ্রিকায় গির্জার দেয়াল ধসে ১৩ ব্যক্তি নিহত, আহত ২৯

দক্ষিণ আফ্রিকায় একটি গির্জার দেয়াল ধসে অন্তত ২৯ জন আহত হয়েছে। ওই এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের ফলেই দেয়াল ধসে পড়েছে বলে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানিয়েছেন।

পেনটেকোস্টাল হোলিনেস নামের গির্জাটি কাওয়াজুলু নাটাল প্রদেশের ইমপানগেনি শহরে অবস্থিত। সপ্তাহান্তে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে প্রার্থনার সময়ে গির্জার সামনের দেয়াল ধসে পড়ে। প্রাদেশিক সরকার বলেছে, এ ঘটনার তদন্ত করা হবে।  

Image Caption

 

পার্সটুডে/মূসা রেজা/১৯