বিক্ষোভের মুখে শেইখ জাকজাকিকে ভারতে যাওয়ার অনুমতি দিল নাইজেরিয়ার আদালত
(last modified Mon, 05 Aug 2019 12:26:53 GMT )
আগস্ট ০৫, ২০১৯ ১৮:২৬ Asia/Dhaka
  • শেইখ ইব্রাহিম জাকজাকি
    শেইখ ইব্রাহিম জাকজাকি

নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকিকে জামিনে মুক্তির অনুমতি দিয়েছে দেশটির একটি আদালত। এর ফলে তিনি সুচিকিৎসার জন্য ভারতে যেতে পারবেন। জাকজাকির আইনজীবী ফেমি ফালানা আজ (সোমবার) ফরাসি বার্তাসংস্থা এএফপিকে এসব কথা বলেছেন।

তিনি বলেন, আদালতের বিচারক জাকজাকিকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছেন।

অবশ্য ২০১৬ সালেও একবার নাইজেরিয়ার একটি আদালত জাকজাকিকে মুক্তির নির্দেশ দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ওই নির্দেশ বাস্তবায়ন করে নি দেশটির সরকার।

গত কয়েক বছর ধরে জাকজাকির মুক্তি ও চিকিৎসার দাবিতে বিক্ষোভ করে আসছে নাইজেরিযার জনগণ।

২০১৫ সালে নাইজেরিয়ার জারিয়া শহরে শেখ জাকজাকির সমর্থকদের এক সমাবেশে সেনাবাহিনী হামলা চালায়। এ সময় জাকজাকির ছেলেসহ প্রায় এক হাজার সমর্থক প্রাণ হারান। সেনাবাহিনী আহত জাকজাকিকেও কারাগারে নিক্ষেপ করে।

এরপর কারাগারে তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। এর ফলে বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জাকজাকির বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ডান চোখে এখন মাত্র ৪০ শতাংশ দৃষ্টিশক্তি রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ