ভেনিজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i77307-ভেনিজুয়েলার_ওপর_মার্কিন_নিষেধাজ্ঞার_প্রতিবাদ_করলেন_রুশ_পররাষ্ট্রমন্ত্রী
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ওপর মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আরোপ করা নিষেধাজ্ঞা অবৈধ এবং বেআইনি।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ২০:০৫ Asia/Dhaka
  • ল্যাভরভ (বামে) ও আরিয়াজা
    ল্যাভরভ (বামে) ও আরিয়াজা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ওপর মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আরোপ করা নিষেধাজ্ঞা অবৈধ এবং বেআইনি।

ল্যাভরভ বলেন, মার্কিন এই নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণভাবে অবৈধ এবং এগুলোর কারণেই ভেনিজুয়েলার অর্থনীতিতে সংকট তৈরি হয়েছে। গতকাল (শুক্রবার) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, রাশিয়া এসব নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে মনে করে কারণ সব দেশের জন্য আইন সমান।

এর একদিন আগে ল্যাভরভ অভিযোগ করেছিলেন যে, আমেরিকা ভেনিজুয়েলার সরকার পরিবর্তনের চেষ্টা করছে। তারা ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন দিচ্ছে এবং দেশটিতে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা করছে।#

পার্সটুডে/এসআইবি/৮