ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১৪:৫৫ Asia/Dhaka
  • নিউ ইয়র্ক শেয়ারবাজারে দরপতন
    নিউ ইয়র্ক শেয়ারবাজারে দরপতন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আশঙ্কায় মার্কিন শেয়ারবাজারে দরপতন ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরইমধ্যে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন এবং ব্যবসায়ীদের মধ্যে এক রকমের উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গতকাল (মঙ্গলবার) মার্কিন কাউন্টার্স ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি করোনাভাইরাস মোকাবেলার জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার ব্যাপারে সতর্ক করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ দুই ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প তার সহযোগীদেরকে করোনাভাইরাসরে সম্ভাব্য পরিণতি নিয়ে কোনো রকমের পূর্বাভাস বা আলোচনা করতে নিষেধ করেছেন যাতে শেয়ারবাজারে আরো পতন না ঘটে। গতকাল পর্যন্ত টানা দু দিন নিউ ইয়র্ক শেয়ারবাজার ও ডাউ জোন্সে দরপতন ঘটেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়াশিংটন পোস্ট বলছে, ভারতে দু দিনব্যাপী সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প নিবিঢড়ভাবে মার্কিন শেয়ারবাজারের দরপতনের বিষয়ে নজর রেখেছেন।

এদিকে, মার্কিন নাগরিক সেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার করোনাভাইরাসের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছেন তাতে হোয়াইট হাউজের কোনো কোনো কর্মকর্তা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। অ্যালেক্স বলেছেন, যদিও আমেরিকায় করোনাভাইরাসের তেমন কোনো প্রভাব পড়ে নি তবে বিভিন্ন দেশের কমিউনিটির মাধ্যমে বিশেষ করে এশিয়ার জনগণের মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।#

পার্সটুডে/এসআইবি/২৬

ট্যাগ