ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: ওয়াশিংটনকে বার্নি স্যান্ডার্স
(last modified Thu, 19 Mar 2020 01:51:27 GMT )
মার্চ ১৯, ২০২০ ০৭:৫১ Asia/Dhaka
  • বার্নি স্যান্ডার্স
    বার্নি স্যান্ডার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের সিনেটর ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী বার্নি স্যান্ডার্স অবিলম্বে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলা করার স্বার্থে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

স্যান্ডার্স বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, যেসব নিষেধাজ্ঞার কারণে ইরানের করোনাভাইরাস মোকাবিলার কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি আরো লিখেছেন, আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে দেয়া যাবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে করোনাভাইরাস মোকাবিলার জন্য তার দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান। বিশ্বের সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে ওই চিঠির অনুলিপি পাঠানো হয়।

ইরানের ওপর আমেরিকার আরোপিত একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে খাদ্য ও ওষুধের মতো অতি জরুরি পণ্য আমদানির ক্ষেত্রেও ইরানকে বেগ পেতে হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলার জন্য তেহরান সর্বশক্তি নিয়োগ করলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই জনহিতকর কাজটিও ব্যাহত হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ