ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ
https://parstoday.ir/bn/news/world-i78856-ইরান_বিরোধী_মার্কিন_নিষেধাজ্ঞার_সমালোচনা_করেছে_হিউম্যান_রাইটস_ওয়াচ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপর থেকে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অস্বীকার করার পর কঠোর সমালোচনা করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০২০ ১৭:১৪ Asia/Dhaka
  • ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপর থেকে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অস্বীকার করার পর কঠোর সমালোচনা করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ।

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে যখন সারা বিশ্ব বিপর্যস্ত অবস্থায় রয়েছে তখন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তেহরানসহ আন্তর্জাতিক অঙ্গন থেকে আমেরিকার কাছে দাবি জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সমস্ত দাবি উপেক্ষা করে এই করোনাভাইরাসের মধ্যেই ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঘটনাটি মানবাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করছে হিউম্যান রাইটস ওয়াচ।

করোনা রোগীর চিকিৎসা চলছে

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, কোনো দেশের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করতে গেলে নিষেধাজ্ঞা আরোপকারী দেশের বিবেচনায় নেয়া উচিত- সেই দেশের মানবাধিকারের ওপরে বিশেষ করে ওষুধ ও চিকিৎসা সামগ্রীসহ জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রবেশের ক্ষেত্রে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

মানবাধিকার সংস্থাটি বলছে, আমেরিকার পক্ষ থেকে চাপানো বিস্তৃত নিষেধাজ্ঞার কারণে ইরানের সরকার দেশটির জনগণের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে পরিপূর্ণভাবে সক্ষমতা প্রদর্শন করতে পারছে না। এ অবস্থায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা বা শিথিল করার জন্য ওয়াশিংটনের উচিত জরুরিভিত্তিতে পদক্ষেপ নেয়া।#

পার্সটুডে/এসআইবি/৬