রাসূল (সা.)-এর অবমাননা: ফরাসি দূতাবাস বন্ধের দাবিতে পাকিস্তানে বিক্ষোভ
(last modified Sat, 12 Sep 2020 07:19:30 GMT )
সেপ্টেম্বর ১২, ২০২০ ১৩:১৯ Asia/Dhaka

ফ্রান্সের বিতর্কিত শার্লি এবদো ম্যাগাজিনে বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রকাশের প্রতিবাদে পাকিস্তানের নিকটবর্তী রাওয়ালপিন্ডি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী।

বিক্ষোভকারীরা ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাস বন্ধ করে পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

সম্প্রতি সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মাদ (স.)-কে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ২০১৫ সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করেছে তারা। এ নিয়ে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, শার্লি এবদোতে ফের মহানবী মুহাম্মদের (সা.)  কার্টুন প্রকাশে বাধাদানের কোনো সুযোগ নেই। তাছাড়া ফ্রান্স মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ