রাতারাতি আফগান সংকটের সমাধান হবে না: আব্দুল্লাহ আব্দুল্লাহ
https://parstoday.ir/bn/news/world-i83052-রাতারাতি_আফগান_সংকটের_সমাধান_হবে_না_আব্দুল্লাহ_আব্দুল্লাহ
আফগানিস্তানের সর্বোচ্চ জাতীয় শান্তি পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, অচিরেই তার দেশের সমস্যার সমাধান বা শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অবকাশে এ মন্তব্য করেছেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২০ ০৬:৪২ Asia/Dhaka
  • শনিবার থেকে দোহায় শুরু হওয়া শান্তি আলোচনায় বক্তব্য রাখছেন আব্দুল্লাহ আব্দুলাহ
    শনিবার থেকে দোহায় শুরু হওয়া শান্তি আলোচনায় বক্তব্য রাখছেন আব্দুল্লাহ আব্দুলাহ

আফগানিস্তানের সর্বোচ্চ জাতীয় শান্তি পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, অচিরেই তার দেশের সমস্যার সমাধান বা শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অবকাশে এ মন্তব্য করেছেন তিনি।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তালেবানের সঙ্গে আফগান সরকারের সরাসরি আলোচনা শুরু হওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করেন আব্দুল্লাহ। তিনি বলেন, এই আলোচনাার মাধ্যমে দেশে যুদ্ধ ও সহিংসতা বন্ধ হবে বলে জনগণ প্রবলভাবে আশা করছে। কিন্তু রাতারাতি আফগানিস্তানে সহিংসতা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

আব্দুল্লাহ আব্দুলাহ বলেন, দোহা শান্তি আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তালেবানরা তার বিরোধিতা করে জানায়, আফগান-আফগান আলোচনায় কোনো বিদেশির উপস্থিত থাকার প্রয়োজন নেই।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার

এদিকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার তালেবানের সঙ্গে আফগান সরকারের চলমান দোহা শান্তি আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি রোববার বলেছেন, এই আলোচনা ভেঙে গেলে তা শুধু আফগানিস্তান নয় গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বহন করবে। আতমার বলেন, এ আলোচনার ফলাফল সম্পর্কে কোনো কিছুই বলা সম্ভব নয় এবং আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে।

গত শনিবার কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে প্রথমবারের মতো তালেবানের সরাসরি আলোচনা শুরু হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।