যুক্তরাষ্ট্রে সশস্ত্র কৃষ্ণাঙ্গ মিলিশিয়া বাহিনীর শক্তির মহড়া (ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i83622-যুক্তরাষ্ট্রে_সশস্ত্র_কৃষ্ণাঙ্গ_মিলিশিয়া_বাহিনীর_শক্তির_মহড়া_(ভিডিও)
মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার লাফায়েট শহরে পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সশস্ত্র মহড়া দিয়েছে একদল কৃষ্ণাঙ্গ নাগরিক। এতে অংশ নেয় অ্যাসাল্ট রাইফেলধারী শত শত যুবক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৫, ২০২০ ২১:২১ Asia/Dhaka

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার লাফায়েট শহরে পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সশস্ত্র মহড়া দিয়েছে একদল কৃষ্ণাঙ্গ নাগরিক। এতে অংশ নেয় অ্যাসাল্ট রাইফেলধারী শত শত যুবক।

এরা সবাই এনএফএসি নামে কৃষ্ণাঙ্গ মিলিশিয়া বাহিনীর সদস্য। কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম্য ও নির্যাতনের প্রতিবাদে এই বাহিনী গড়ে উঠেছে কয়েক মাস আগে। শনিবার নতুন করে তারা অস্ত্র হাতে রাস্তায় নেমেছিলেন ট্রেইফোর্ড পেলারিন নামের ৩১ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ হত্যার বিচার চাইতে।

গত আগস্টে পুলিশের হাতে ওই যুবক নিহত হয়। কৃষ্ণাঙ্গদের এই সশস্ত্র মিলিশিয়া বাহিনীর প্রতি সমর্থন জানাতে লাফায়েট শহরে জড়ো হয়েছিলেন আরও শত শত মানুষ। তারা বিভিন্ন স্লোগান দিয়ে এই বাহিনীর প্রতি সমর্থন ঘোষণা করেন।

আমেরিকার মিনিয়াপোলিসে পুলিশের নির্মমতায় প্রাণ হারানো কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে দেশজুড়েই বহু দিন ধরে প্রতিবাদ বিক্ষোভ চলছে।

এ বিক্ষোভের সময়ও পুলিশি নির্মমতা ও হত্যার বেশ কিছু ভিডিও মানুষকে স্তম্ভিত করেছে। এর ফলে কৃষ্ণাঙ্গদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।