অক্টোবর ১৯, ২০২০ ১৮:০৯ Asia/Dhaka
  • কাশ প্যাটেল
    কাশ প্যাটেল

সিরিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্ত করার মিশন নিয়ে আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সিরিয়া সফর করেছেন। চলতি বছরের প্রথম দিকে কাশ প্যাটেল নামে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা সিরিয়া সফর করেন।

সে সময় তিনি সিরিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টি নিয়ে দেন-দরবার করেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল (রোববার) এক রিপোর্টে এই তথ্য দিয়েছে। এসব কর্মকর্তার কয়েকজন আলোচনা প্রক্রিয়ায় জড়িত ছিলেন। তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, কাশ প্যাটেল ও সিরিয়ার কর্মকর্তাদের মধ্যে রাজধানী দামেস্কে গোপন আলোচনা হয়।

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে আমেরিকার এমন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার এটিই প্রথম সিরিয়া সফর। পত্রিকাটি বলছে, এই আলোচনার মাধ্যমে অস্টিন টাইস ও মাজ্‌দ কামালমাজ নামে দুই মার্কিন নাগরিকের মুক্তির পথ খুলে যাবে।

ওয়াল স্ট্রিট জার্নালের দাবি মতে-  টাইস হচ্ছেন একজন ফ্রিল্যান্স সাংবাদিক যিনি আগে মার্কিন মেরিন সেনা ছিলেন। আর সিরিয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কামালমাজ হচ্ছেন একজন থেরাপিস্ট। তবে পর্যবেক্ষরা বলছেন, সিরিয়ায় আটক এসব ব্যক্তি আমেরিকার পক্ষে গুপ্তচরবৃত্তি করতে সিরিয়ার উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে হাজির হয়েছিলেন।#

পার্সটুডে/এসআইবি/১৯

ট্যাগ