নভেম্বর ০৮, ২০২০ ১৯:১০ Asia/Dhaka

যুক্তরাষ্ট্রের অবর্তমান অবস্থা এবং নির্বাচনের ব্যাপারে দেশটির কর্মকর্তারা যা বলে থাকেন তা আসলে লোক দেখানো মাত্র।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় এবং জো বাইডেনের বিজয় ও নির্বাচনকে ঘিরে সৃষ্ট অস্থির ও উত্তেজনাকর পরিস্থিতির ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার টুইটবার্তায় বলা হয়েছে, এটা হচ্ছে মার্কিন লিবারেল ডেমোক্রেসির কুৎসিত চেহারার একটি দৃষ্টান্ত। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন সে বিষয়টি বাদ দিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি নৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে চূড়ান্ত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এতে কোনো সন্দেহ নেই যে, এবারের নির্বাচন পরিস্থিতি থেকে মার্কিন সাম্রাজ্যবাদী চরিত্রের বিষয়টি ভালোভাবে উন্মোচিত হয়েছে। প্রধান দুই দলের মধ্যে ক্ষমতার পালাবদল এক হাত থেকে আরেক হাতে হস্তান্তরের মাধ্যমে তাদের মূল নীতিতে কোনো পরিবর্তন হবে না।

অতীত এবং বর্তমান ঘটনাবলীর দিকে লক্ষ্য করলে দেখা যাবে ক্ষমতার পালাবদলের মাধ্যমে মার্কিন নীতিতে পরিবর্তনের যে গুঞ্জন শোনা যাচ্ছে তা আসলে লোক দেখানো মাত্র এবং তাদের মূল নীতিতে কোনো পরিবর্তন আসবে না। কেননা এর আগেও বহু সরকার এসেছে গেছে কিন্তু মার্কিন স্বেচ্ছাচারী নীতির কারণে সৃষ্ট অধিকাংশ আন্তর্জাতিক নানা সংকট নিরসনে কোনো সরকারই ভূমিকা রাখতে পারেনি এবং তারা পারবে এমনটি আশা করারও কোনো কারণ নেই।

ইরানের সর্বোচ্চ নেতা প্রায় তিন সপ্তাহ আগেও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)এর জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে মার্কিন নির্বাচনকে ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির কথা উল্লেখ করে বলেছিলেন, এ অবস্থা লিবারেল ডেমোক্রেসির কুৎসিত চেহারার একটি দৃষ্টান্ত। তিনি আরো বলেন, 'মার্কিন নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে সে বিবেচনায় না গিয়ে বলা যায় সেদেশের বর্তমান অবস্থা থেকে রাজনৈতিক ও নৈতিক ক্ষেত্রে অধঃ:পতনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এটা এমন একটা বিষয় যা যুক্তরাষ্ট্রের চিন্তাবিদরাও স্বীকার করতে বাধ্য হচ্ছেন।'

এ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে চুরমার করে দেবে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এমন কেউ আছে যারা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের ধ্বংসকে তরান্বিত করবে আবার এমন কেউ আছে যারা ক্ষমতায় এলে ধীরে হলেও ধ্বংসের দিকে তারা এগিয়ে যাবে।

মার্কিন কর্মকর্তারা বহুবার এটা প্রমাণ করেছেন যে, নিজেদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য মানবতা বিরোধী যেকোনো অপরাধ করতে তারা পিছ পা হবে না। এমনকি প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও তারা প্রস্তুত। মোটকথা ইরানের সর্বোচ্চ নেতা তার টুইটবার্তায় এটাই তুলে ধরতে চেয়েছেন যে, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যেই আসুক না কেন তাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮    

 

ট্যাগ