নভেম্বর ০৯, ২০২০ ১৬:৩৯ Asia/Dhaka
  • আসাদ কায়সার
    আসাদ কায়সার

পাকিস্তানের জাতীয় সংসদ স্পিকার আসাদ কায়সার বলেছেন, মহানবী হজরত মুহাম্মাদ (স)-কে অবমাননার প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

পাকিস্তানের বিভিন্ন শহরে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে তিনি আজ (সোমবার) এ কথা বললেন।

তিনি আরো বলেন, পাকিস্তানের জনগণ কখনোই পবিত্র ইসলাম ধর্ম এবং মহানবী (স)'র অবমাননা সহ্য করবে না। এ কারণে পাকিস্তানের জাতীয় সংসদ ফ্রান্সের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করার দাবি বিবেচনা করে দেখবে।

ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিনে মানবতার মুক্তিদূত মহানবী (সে)-কে অবমাননা করে কার্টুন ছাপানোর পর কিছুদিন আগে এ ধরনের অবমাননাকর পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

করাচিতে বিক্ষোভ

ম্যাক্রনের এ সংক্রান্ত বক্তব্যের পর বিশ্বের অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি পাকিস্তান সরকারও এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। ঘটনার পর অনেক দিন পার হলেও সেখানে ফ্রান্সের    বিরুদ্ধে বিক্ষোভ এখনো চলছে।

বিক্ষোভকারীরা ফ্রান্সের পতাকা এবং ম্যাক্রনের ছবিতে আগুন দিচ্ছে। তারা অবিলম্বে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ