পরোক্ষভাবে আবারও ইসলাম অবমাননার পক্ষেই কথা বললেন ফরাসি প্রেসিডেন্ট
(last modified Mon, 16 Nov 2020 13:12:39 GMT )
নভেম্বর ১৬, ২০২০ ১৯:১২ Asia/Dhaka
  • ইমানুয়েল ম্যাক্রন
    ইমানুয়েল ম্যাক্রন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বাকস্বাধীনতার নামে আবারও মহানবী (সা.)-কে অবমাননার পক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন, বিদেশে সংকট তৈরি হচ্ছে এ কারণে ফ্রান্স বাকস্বাধীনতার নীতিতে পরিবর্তন আনবে না।

মহানবী (সা.)-কে অবমাননার কারণে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

স্কুলের ক্লাসে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)'র ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের পর এক শিক্ষক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ম্যাক্রন বলেছিলেন, ফ্রান্সে ইসলাম অবমাননার ঘটনা থামবে না। এরপর গোটা মুসলিম বিশ্বেই ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এখনও বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। এর মধ্যেই ম্যাক্রন তার আগের বক্তব্য পুনর্ব্যক্ত করলেন।

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে অবমাননা করে এ পর্যন্ত কয়েকবার ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে শার্লি এবদো ম্যাগাজিন। তারা এটাকে বাকস্বাধীনতা বলে দাবি করছে।

অবশ্য হলোকাস্টের বিরুদ্ধে কথা বললে তখন সেটা আর বাকস্বাধীনতা থাকে না। আইনি পদক্ষেপ নেয়া হয়।

 তবে বিশ্বের মুসলমানেরা স্পষ্টভাবে জানিয়েছে, বিশ্বের পবিত্রতম ব্যক্তি হজরত মুহাম্মাদ (সা.)'র অবমাননা সহ্য করা হবে না।#

  পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ