বাণিজ্য উন্নয়নে ইরানের রেল ও সড়ক পথের ব্যবহার বাড়াতে হবে: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i92504-বাণিজ্য_উন্নয়নে_ইরানের_রেল_ও_সড়ক_পথের_ব্যবহার_বাড়াতে_হবে_পাকিস্তান
আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করার জন্য ইকো জোটভুক্ত দেশগুলোর অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দিয়েছে পাকিস্তান। দেশটি বলছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের চবাহার এবং পাকিস্তানের গোয়াদার বন্দরের মধ্যে রেল এবং সড়ক যোগাযোগ উন্নত করা জরুরি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০১, ২০২১ ২১:৩৯ Asia/Dhaka
  • সম্মেলনে বক্তব্য রাখছেন আসাদ কায়সার
    সম্মেলনে বক্তব্য রাখছেন আসাদ কায়সার

আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করার জন্য ইকো জোটভুক্ত দেশগুলোর অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দিয়েছে পাকিস্তান। দেশটি বলছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের চবাহার এবং পাকিস্তানের গোয়াদার বন্দরের মধ্যে রেল এবং সড়ক যোগাযোগ উন্নত করা জরুরি।

পাশাপাশি মধ্য এশিয়ার দেশগুলোতে যাওয়ার জন্য ইরানের রুট ব্যবহার করতে হবে যাতে আঞ্চলিক অর্থনীতি শক্তিশালী হয়।

অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর সদস্য দেশগুলোর দুদিনব্যাপী সংসদীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় পাকিস্তানের জাতীয় পরিষদে স্পিকার আসাদ কায়সার এসব কথা বলেন।

তিনি বলেন, ইকোর সদস্য দেশগুলো মধ্য-এশিয়া ও ইউরোপের দেশগুলোতে সহজ প্রবেশাধিকার পেতে ইচ্ছুক। এক্ষেত্রে ইরানের সড়ক ক্ষমতা ব্যবহারের বিষয়টি বিবেচনা করা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

আসাদ কায়সার বলেন, চবাহার ও গোয়াদার বন্দরের মধ্যকার রেলওয়ে সংযোগ আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এবং দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।#

পার্সটুডে/এসআইবি/১