63
সুন্দর জীবন-পর্ব ৬৩ (দাওয়াতের শিষ্টাচার)
সাধারণত ছোটবেলা থেকেই আমাদেরকে দাওয়াতে যাওয়ার আদব বা শিষ্টাচার শেখানো হয়। আমাদেরকে শেখানো হয়, আমরা যাতে দাওয়াতে গিয়ে ভদ্র আচরণ করি। সঠিক কায়দায় বসা, ভদ্রভাবে খাওয়া, উচ্চস্বরে কথা না বলা, হৈ চৈ না করা এবং অন্য শিশুদের সঙ্গে শান্তভাবে খেলার উপদেশ দেওয়া হয়।