নভেম্বর ২১, ২০২১ ১৫:৪৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না হলে পদত্যাগের হুমকি বিএনপি সাংসদদের-প্রথম আলো
  • খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ রাজনৈতিক দলের সাক্ষাৎ -মানবজমিন
  • ডলার সংকটে প্রতিদিন কমছে টাকার মান-ইত্তেফাক
  • ‘ইউপি নির্বাচনে অরাজকতার দায় কার-যুগান্তর
  • দেশের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়: প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • এতই নির্লজ্জ বিপ্লব দেব যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না! টুইট অভিষেকের -আনন্দবাজার পত্রিকা
  • কৃষি আইন প্রত্যাহারের আশ্বাসেও গলল না বরফ! একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন কৃষকরা-সংবাদ প্রতিদিন
  • আগামিকাল দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা–আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির জন্য তারা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন। কীভাবে বিশ্লেষণ করবেন দৈনিক প্রথম আলোর এই খবর? 

২. ইরানের বিরুদ্ধে সব পথ খোলা- এই হুমকি দিয়েছে আমেরিকা। আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না হলে পদত্যাগের হুমকি বিএনপি সাংসদদের-প্রথম আলো

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সাংসদেরা। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির জন্য তাঁরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে আজ রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপির সাংসদেরা। মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, ‘আমাদের সংসদ থেকে বেরিয়ে যেতে বাধ্য করবেন না।’ তিনি বলেন, তাঁদের দাবি ন্যায়সংগত। এ দাবি মানা না হলে তাঁরা জাতীয় সংসদে থাকবেন কি না, সেটি চিন্তাভাবনা করবেন। হারুন বলেন , খালেদা জিয়া মুক্তি পেলে সারা দেশের মানুষ উজ্জীবিত হবে, এটি জেনে সরকার তাঁকে মুক্তি দিচ্ছে না। জাতীয় সংসদে আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী যেভাবে পেছন ফিরে ‘ডিকটেড’ করেছেন, তা লজ্জাকর। আর আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন, তা হাস্যকর।

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ রাজনৈতিক দলের সাক্ষাৎ-মানবজমিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রোববার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক এর নেতৃত্বে পাঁচটি রাজনৈতিক দলের নেতা সচিবালয়ে যান। সেখানে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আধা ঘন্টা সময় অতিবাহিত করেন। এ সময় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেন।

জানতে চাইলে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম মানবজমিনকে বলেন, আমরা পাঁচটি দল নিজ উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছি। আমাদের আবেদন ছিল, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক। সরকার রাজনৈতিক কারণে হোক বা অরাজনৈতিক কারণে হোক বেগম জিয়াকে কারাগার থেকে মুক্তি দেয়ায় আমরা কৃতজ্ঞ। কিন্তু তিনি এখন গুরুতর অসুস্থ। তাই রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানবিক কারণে হলেও তাকে বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি।

দেশের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়: প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আজ রবিবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারগণকে দেওয়া সংবর্ধনা এবং ২০২০-২০২১ সালের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক প্রাপ্ত সদস্যদের পদকে ভূষিতকরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণভবন থেকে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

ডলার সংকটে প্রতিদিন কমছে টাকার মান-ইত্তেফাক

হু হু করে বাড়ছে ডলারের দাম। ফলে প্রতিদিনই কমে যাচ্ছে টাকার মান। দাম-উঠা নামার এ খেলায় আমদানিকারদের গুণতে হচ্ছে বাড়তি অর্থ। আর আমদানি ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব পড়ছে গ্রাহক পর্যায়েও। অন্যদিকে চিকিৎসাসহ বিভিন্নকাজে বিদেশে গমনেচ্ছুরা পড়ছেন নানা ভোগান্তিতে। পরিস্থিতি উত্তরণে ডলারের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এজন্য বাংলাদেশ ব্যাংক বাজারে প্রচুর পরিমাণে ডলার ছাড়তে শুরু করেছে। গত বছরে উল্টো পরিস্থিতি ছিল। সেসময় বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনে নিয়েছিল।

মূলত, করোনার পর আমদানি-রপ্তানি বাণিজ্য উন্মুক্ত হয়েছে। একইসঙ্গে চিকিৎসা, ভ্রমণ ও পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় অনেকেই এখন বিদেশে যাচ্ছেন। এ কারণে নগদ ডলারের চাহিদা অনেক বেড়েছে। চাহিদা বাড়ার কারণে দামও বেড়েছে। একইসঙ্গে টাকার তুলনায় অন্যান্য দেশের মুদ্রার মানও বাড়ছে। ডলারের দাম আরও বাড়তে পারে- এমন আশায় অনেকে ডলার আটকে রেখেছেন বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এতে সমস্যা আরও বাড়ছে।

গত কয়েকদিনে খোলা বাজারে (কার্ব মার্কেট) ডলারের দাম আকাশ ছোঁয়া। বর্তমানে এক ডলার কিনতে ব্যয় করতে ৯৩ টাকার বেশি ব্যয় করা লাগছে বিদেশগামীদের। অবশ্য আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম কিছুটা কম। তবে ব্যাংকে চাহিদামত ডলার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ আছে।

ইউপি নির্বাচনে অরাজকতার দায় কার-যুগান্তর

নির্বাচন কমিশন দেশের সবকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার জন্য চার ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সে মোতাবেক গত ১১ নভেম্বর হয়ে গেল দ্বিতীয় ধাপের নির্বাচন। তৃতীয় ধাপের নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর। চার ধাপে নির্বাচন সম্পন্ন করার উদ্দেশ্য ছিল মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কিন্তু গত দুই ধাপের ভোট গ্রহণে এর কোনো লক্ষণ দেখা যায়নি। বরং প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতা বেড়েছে অনেকগুণ বেশি। শত শত সমর্থকের আহত হওয়ার কথা বাদ দিলেও নিহত হওয়ার চিত্রটি খুবই উদ্বেগজনক। প্রথম ধাপে সহিংসতায় নিহত হয়েছেন ৫ জন আর দ্বিতীয় ধাপে নিহতের সংখ্যা ২৮। এ ধারাবাহিকতায় তৃতীয় ধাপের নির্বাচনের কথা মনে করতেই বিচলিত হওয়ার কথা। কারণ দ্বিতীয় দফায় নির্বাচন হয় ৮৩৪টি ইউনিয়নে আর তৃতীয় ধাপে নির্বাচন হবে ১ হাজার ৭টি ইউনিয়নে। তাই সহিংসতা রোধে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে কমিশনের কার্যকলাপ বিতর্কিত হয়ে পড়বে। তবে আশা কম। কারণ সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি এমন ভয়াবহ হানাহানিকে স্রেফ ‘ঝগড়াঝাঁটি’ বলে আখ্যায়িত করেছেন। সেক্ষেত্রে এর পরিণতি কী হতে পারে তা সহজেই অনুমেয়।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

সংবাদ প্রতিদিনের খবর-প্রধানমন্ত্রীর আশ্বাসেও শেষমেশ গলল না বরফ। কৃষকরা জানিয়ে দিল এখনই আন্দোলনের পথ থেকে সরবে না তারা। যতদিন না কৃষি আইন আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে তাদের অন্যান্য দাবিদাওয়া মেনে নেওয়া হচ্ছে, তারা আন্দোলন চালিয়ে যাবে। সিঙ্ঘু সীমান্তে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল।এদিন তিনি আন্দোলনের রূপরেখা সম্পর্কেও জানিয়েছেন। তাঁর কথায়, ”আমরা কৃষি আইন প্রত্যাহার নিয়ে আলোচনা করেছি। আর তারপর কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংযুক্ত কিষান মোর্চা আগামী ২২ নভেম্বর কিষান পঞ্চায়েত রয়েছে লখনউয়ে। ২৬ তারিখ সমস্ত সীমান্তে জমায়েত করব আমরা। এরপর ২৯ তারিখ আমরা সংসদের উদ্দেশে মিছিল করব।”

আর আনন্দবাজার পত্রিকা লিখেছে, বুধবারই কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাবে ছাড়পত্র দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা! দাবি সূত্রের।

এতই নির্লজ্জ বিপ্লব দেব যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না! টুইট অভিষেকের-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক ২৪ ঘণ্টা আগে আগরতলা পূর্ব মহিলা থানা ঘিরে বিজেপি-র তাণ্ডবের অভিযোগ করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হয়েছেন একাধিক তৃণমূল কর্মী এবং নেতা। এই প্রেক্ষিতে টুইট করে বিপ্লব দেবকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দৈনিক আজকালের একটি খবরে লেখা হয়েছে, ফের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার দুপুর ৩টে নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। চার দিনের এই রাজধানী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর এলাকা বৃদ্ধির প্রসঙ্গ উঠে আসতে পারে এই বৈঠকে। সরাসরি এই বিষয়ে আপত্তির বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে পারেন মমতা ব্যানার্জি। এছাড়াও ওই বৈঠকে রাজ্যের আর্থিক পাওনা নিয়ে আলোচনা হতে পারে।এরই সঙ্গে দিল্লি সফরে বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা ব্যানার্জি। সম্প্রতি কৃষি আইন বাতিল করেছে কেন্দ্র। সেই ইস্যু নিয়েও কথা হতে পারে বিরোধী নেতাদের সঙ্গে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯