ডিসেম্বর ২০, ২০২১ ১৬:৪০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যাচ্ছি: শেখ হাসিনা-দৈনিক কালেরকণ্ঠ
  • চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে অনুমতির পদক্ষেপ চেয়ে রিট-প্রথম আলো
  • আফগানিস্তানে ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ- দৈনিক মানবজমিন
  • স্ত্রী-শাশুড়িসহ জামিন পেলেন ক্রিকেটার নাসির’-দৈনিক ইত্তেফাক
  • সংলাপের নামে ভেল্কিবাজি হচ্ছে: রিজভী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

  • মধ্যপ্রাচ্যের সব রুটে যাত্রীরা জিম্মি-আকাশপথের ভাড়া নিয়েও অরাজকতা- যুগান্তর

ভারতের শিরোনাম:

  • প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, পঞ্জাবে ‘ধর্মীয় অবমাননা’ নিয়ে এ বার বিতর্কিত মন্তব্য নভজ্যোৎ সিংহ সিধুর -আনন্দবাজার পত্রিকা
  • পেট্রোপণ্যের শুল্কে বিপুল আয় কেন্দ্রের, সংসদে অভিষেকের প্রশ্নের উত্তরে স্বীকারোক্তি অর্থমন্ত্রকের- প্রতিদিন
  • পুনর্নির্বাচনের প্রশ্নই নেই, বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন  ​​​​​​ –আজকাল

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে অনুমতির পদক্ষেপ চেয়ে রিট-প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে অনুমতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। পরে ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য রিটটি আগামীকাল মঙ্গলবার উপস্থাপন করা হবে।

আইনজীবীর পাঠানো রিটের প্রার্থনায় দেখা যায়, ফৌজদারি কার্যবিধির ৪০১(১), সংবিধানের ১১, ৩২ ও ৪৯ অনুচ্ছেদের পাশাপাশি জাতিসংঘের সর্বজনীন ঘোষণার আর্টিকেল ৩, ৫, ১১ ও ১৩(২)-এর অধীনে উন্নত চিকিৎসার জন্য দণ্ডিত খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে অনুমতির জন্য বিবাদীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যাচ্ছি: শেখ হাসিনা-দৈনিক কালেরকণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সরকারের আমলে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রেখে যাচ্ছি।’ আজ সোমবার (২০ ডিসেম্বর) ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে এই অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শে ‘শান্তির সংস্কৃতি’ প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীসহ সকল বহুপাক্ষিক ফোরামে আমরা কার্যকরভাবে অংশগ্রহণ করছি। এ মাসেই ঢাকায় বিশ্বের শান্তিকামী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ সফলভাবে আয়োজন করেছি। সেখানে আমরা সুদূরপ্রসারী ‘ঢাকা ঘোষণা’ গ্রহণ করেছি।

মধ্যপ্রাচ্যের সব রুটে যাত্রীরা জিম্মি-আকাশপথের ভাড়া নিয়েও অরাজকতা- যুগান্তর

মধ্যপ্রাচ্যের সব রুটে আকাশপথের ভাড়া নিয়ে চলছে অরাজকতা। কোনো কারণ ছাড়া বিমান সংস্থাগুলো হঠাৎ এসব রুটে ভাড়া হাকাচ্ছে দ্বিগুণের বেশি। কোথাও ৩-৪ গুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। মার্চ পর্যন্ত সৌদি আরবের টিকিট নেই ট্রাভেল এজেন্টগুলোর কাছে। সরাসরি এয়ারলাইন্সগুলোতে এ রুটের ভাড়া দিতে হয় ২-৩ গুণ বেশি। ৪০ হাজার টাকা ঢাকা-রিয়াদ রুটে বিমান ভাড়া এখন ৬৫ হাজার থেকে ১ লাখ টাকা। তাও মিলছে না। ৪৫ হাজার টাকার ঢাকা দুবাইয়ের রিটার্ন ভাড়া এখন ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা। বাহরাইন, কুয়েত, কাতার ও আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সব রুটের ভাড়া নিয়ে এভাবে চলছে অরাজকতা।

ভাড়া কমানোর জন্য সম্প্রতি আটাব (অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ) ও বায়রা (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি) নেতারা বসেছেন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো ফল পায়নি। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

স্ত্রী-শাশুড়িসহ জামিন পেলেন ক্রিকেটার নাসির’-দৈনিক ইত্তেফাক

ডিভোর্স ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তারসহ জামিন পেলেন ক্রিকেটার নাসির হোসেন।সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে  জামিন বাড়ানোর আবেদন করেন আসামিরা। বেলা পৌনে ১২টার দিকে আবেদনের ওপর শুনানি শেষে জামিন বহাল রাখেন বিচারক। এর আগে ৩১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন পান আসামিরা।

ইসলামি শরিয়াহ অনুযায়ী ক্রিকেটার নাসির ও এয়ার হোস্টেজ তামিমার বিয়ে বৈধ উপায়ে হয়নি বলে গত ৩০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

সংলাপের নামে ভেল্কিবাজি হচ্ছে: রিজভী-দৈনিক বাংলাদেশ প্রতিদি

নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে ভেল্কিবাজি বাইস্কোপ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকারের রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন, সুতরাং সরকারের কথার বাইরে তো এক ধাপও তিনি এগুতে পারবেন না। 

সোমবার রাজধানীর শেরে-ই বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও তার রুহের মাগফেরাত কামনা করে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

আফগানিস্তানে ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ- দৈনিক মানবজমি

আফগানিস্তানে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দেশটিতে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও খাবার পাঠানোরও ঘোষণা দিয়েছে বাংলাদেশ। রোববার ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ওআইসির এই বিশেষ বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক মহাপরিচালকসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। শীতে আফগানিস্তানের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মোমেন। তিনি বলেন, আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশীদার হতে চায়। ওআইসি নেতৃবৃন্দকে এ দুঃসময়ে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, পঞ্জাবে ‘ধর্মীয় অবমাননা’ নিয়ে এ বার বিতর্কিত মন্তব্য নভজ্যোৎ সিংহ সিধুর -আনন্দবাজার পত্রিকা

ধর্মীয় অবমাননার অভিযোগে পঞ্জাবে দুই ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় সামগ্রিক পরিস্থিতি থমথমে। এর মধ্যেই তা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিংহ সিধু। এক জনসভায় তিনি মন্তব্য করেন, যাঁরা ধর্মের অবমাননা করেন তাঁদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো উচিত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওই অবমাননার তীব্র নিন্দা করেছেন এর আগে। কিন্তু সকলেই গণপ্রহারের বিষয়টি সযত্নে এড়িয়ে গিয়েছিলেন।

মালেরকোটলায় রবিবার এক জনসভায় সিধু এই ধরনের ঘটনাকে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, মৌলবাদী শক্তি পঞ্জাবের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। অপরাধীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝালানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী রবিবার স্বর্ণমন্দিরে যান। পরিদর্শন করেন ঘটনাস্থল। ধর্মীয় অবমাননার ঘটনার তীব্র নিন্দাও করেন। পরে টুইটে ওই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের কথাও জানান। অপরাধীদের খুঁজে বার করা হবে বলে আশ্বাস দেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, গত বিধানসভা নির্বাচনের মতোই পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টি ইস্যু হয়ে উঠতে পারে।

পুনর্নির্বাচনের প্রশ্নই নেই, বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন  ​​​​​​ –আজকাল

গতকাল ছিল কলকাতা পুরভোট। আদৌ শান্তিতে হয়নি ভোটগ্রহণ। বেশ কিছু জায়গায় অশান্তি, রক্তপাত, বোমাবাজির ঘটনা ঘটেছে। ভোটে কারচুপির অভিযোগ জানিয়ে মহানগরীর ১৪৪টি বুথেই পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধী দল বিজেপি। এ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনেও অভিযোগ জানান শুভেন্দু অধিকারীরা। কিন্তু কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে পুনর্নির্বাচনের প্রশ্নই নেই। কোনও বুথেই তা করা হবে না। 

রবিবার নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে বিরোধী দল। ছাপ্পাভোট এবং বোমাবাজি নিয়ে সোচ্চার হয় তারা। প্রথমে রাজ্যপালের কাছে অভিযোগ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর রাজ্য নির্বাচন কমিশনের কাছে গিয়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানান। কমিশনের অফিস থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘আমরা কমিশনকে বলেছি, দম থাকলে ভোট বাতিল করে পুনর্নির্বাচন করুন। সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছেন।’ কেন্দ্রীয় সরকারের কোনও ল্যাবে ৬ হাজার বুথের সিসিটিভি ক্যামেরার ফরেন্সিক অডিট করার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিএম ও বিজেপি। সোমবার কলকাতা হাইকোর্ট এ বিষয়ে মামলার অনুমতিও দিয়েছে। পুরভোটে সন্ত্রাস এবং কারচুপির অভিযোগ তুলে সোমবার হাইকোর্টের কাছে এ বিষয়ে মামলা করার অনুমতি চান ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। পৃথকভাবে আবেদন জানানো হয় বিজেপি–র নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের তরফেও। দু’টি আবেদনই মঞ্জুর করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। 

পেট্রোপণ্যের শুল্কে বিপুল আয় কেন্দ্রের, সংসদে অভিষেকের প্রশ্নের উত্তরে স্বীকারোক্তি অর্থমন্ত্রকের- প্রতিদিন

তৃণমূল-সহ বিরোধী শিবির এতদিন যা দাবি করছিল, সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) করা প্রশ্নের জবাবে কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে কার্যত সেটাই প্রমাণিত হল। সংসদে অর্থমন্ত্রক জানাল, পেট্রল-ডিজেলে (Petrol-Diesel) শুল্ক বাবদ কেন্দ্রের রোজগার ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় দেড়গুণেরও বেশি বেড়েছে ২০২০-২১ অর্থবর্ষে।

সংসদে লিখিতভাবে প্রশ্ন করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন ২০২০-২১ অর্থবর্ষে পেট্রোপণ্যের রাজস্ব বাবদ কত টাকা আয় করেছে কেন্দ্র? একই সঙ্গে তাঁর প্রশ্ন ছিল, চলতি অর্থবর্ষে পেট্রোপণ্যে কত টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা রেখেছে সরকার? অভিষেকের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছে কেন্দ্রকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Ministry of Finance) জানিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে পেট্রোপণ্যের কর বাবদ কেন্দ্র আদায় করেছে ৩ লক্ষ ৭২ হাজার ৯৭০ কোটি টাকা। আগের বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষে এই করের অঙ্ক ছিল ২ লক্ষ ২৩ হাজার ৫৭ কোটি টাকা। অর্থাৎ, যে বছর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছিল, সে বছরই কেন্দ্র পেট্রোপণ্যের শুল্ক বাবদ প্রায় দেড় লক্ষ কোটি টাকা বাড়তি আয় করেছে।

 পার্সটুডে/বাবুল আখতার/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ