মার্চ ২৯, ২০২২ ১৬:২০ Asia/Dhaka
  • ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

শ্রোতা/পাঠকবন্ধুরা!কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আজ ২৯ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার কয়েকটি খবরের শিরোনাম

  • রুশ নিষেধাজ্ঞা প্রত্যাহার, আলু রপ্তানিতে বাধা নেই-প্রথম আলো
  • স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ-কালের কণ্ঠ 
  • স্বাধীনতার ৫০ বছরের প্রাপ্তি ভোট চুরি বাকস্বাধীনতা হরণ: ফখরুল-যুগান্তর
  • আলোচনার ফল দিতে হবে: রুশ-ইউক্রেনের প্রতিনিধিদের এরদোয়ান-ইত্তেফাক
  • রাশিয়া ও চীনকে মোকাবেলায় প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির প্রস্তাব বাইডেন প্রশাসনের-মানবজমিন
  • শিগগিরই পতন হবে মারিউপোলের, এরপরই ডোনবাস ঘিরে ফেলবে রুশ বাহিনী: ব্রিটিশ থিঙ্ক ট্যাংক-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • বিচারব্যবস্থা, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার!’ বিরোধীদের বৈঠক চেয়ে চিঠি মমতার-দৈনিক আনন্দবাজার পত্রিকা

  • ইউক্রেন যুদ্ধের আবহে ভারতে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী! তুঙ্গে জল্পনা-সংবাদ প্রতিদিন
  • ইডিকে জানালেন, ‘‌ব্যক্তিগত কারণ’‌,‌ কয়লা পাচার-‌কাণ্ডে হাজিরা এড়ালেন অভিষেক-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবারে বিশ্লেষণে যাচ্ছি। 

বিশ্লেষণের বিষয়:

১কথাবার্তার প্রশ্ন (২৯ মার্চ)
১. মতিঝিল থানা আ. লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় বেরিয়ে আসছে রাঘববোয়ালদের নাম। এমন শিরোনাম করেছে দৈনক বাংলাদেশ প্রতিদিন। কী বলবেন আপনি?
২. ইউেক্রন ইস্যুতে তেল উৎপাদন বাড়ানোর কথা বলেছিল পশ্চিমা দেশগুলো। কিন্তু আরব আমিরাত তা আমলে নেয় নি। ঘটনাটিকে কীভাবে দেখছেন?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ।

বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর:

রুশ নিষেধাজ্ঞা প্রত্যাহার, আলু রপ্তানিতে বাধা নেই-প্রথম আলো

প্রায় সাত বছর ঝুলিয়ে রেখে ইউক্রেনে হামলার ১০ দিন পর ৫ মার্চ বাংলাদেশি আলু রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। এমন একসময় রাশিয়া নিষেধাজ্ঞাটি তুলে দিয়েছে, যখন শুধু বাংলাদেশ কেন রাশিয়ার সঙ্গে কোনো দেশই স্বাভাবিক লেনদেন করতে পারছে না। ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহার আপাতত কাগুজে সুবিধা হয়েই থাকছে।

বাংলাদেশের রপ্তানিকারকেরা এখন আশা করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর রুশ আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ করলে ইতিবাচক ফল আসতে পারে।

‘ব্রাউন ড্রাউট’ নামক ক্ষতিকর ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ার কথা বলে ২০১৫ সালের ৬ মে বাংলাদেশি আলু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিল্যান্স। অ্যাগ্রি কনসার্ন নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আলুতে ওই ব্যাকটেরিয়া ধরা পড়ে। রপ্তানিকারকেরা জানান, রাশিয়া তখন যেসব শর্ত দেয়, সেগুলো বাংলাদেশ বহু আগেই পূরণ করলেও এত দিন নিষেধাজ্ঞা তুলে নেয়নি।

আলু রপ্তানির আগে পরীক্ষা-নিরীক্ষা এবং উৎপাদনপ্রক্রিয়া যাচাইয়ের তথ্যও তখন জানতে চায় রাশিয়া। কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের উদ্বৃত্ত আলু রপ্তানির জন্য যখন রাশিয়াকে সম্ভাবনাময় বাজার হিসেবে ভাবছিল, তখনই দেশটি নিষেধাজ্ঞা দেয়।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ-কালের কণ্ঠ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। কিন্তু যদি কোনো বহিঃশত্রু হামলা করে তাহলে আমরা যথাযথভাবে মোকাবেলা করবো। ’ আজ মঙ্গলবার শরিয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূলনীতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ আমরা এই নীতিতে বিশ্বাসী। ’ তিনি আরো বলেন, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যকে প্রস্তুত থাকতে হবে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, শিক্ষিত ও সমৃদ্ধশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি সদস্য তাদের নিজ নিজ বুদ্ধি, পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে ক্রমান্বয়ে তাদের সুনাম বৃদ্ধি করবে। ’ তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জাতীয় প্রতিরক্ষা নীতি-১৯৭৪’ গঠন করেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি ও কম্বাইন্ড আর্মস স্কুলসহ সেনাবহিনীর জন্য একশ’রও বেশি ইউনিট ও ইনস্টিটিউশন স্থাপন করেন।

স্বাধীনতার ৫০ বছরের প্রাপ্তি ভোট চুরি বাকস্বাধীনতা হরণ: ফখরুল-যুগান্তর

যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে প্রাপ্তি হলো; গণতন্ত্র, ভোটের অধিকার, বাকস্বাধীনতা হরণ। মঙ্গলবার সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মেগা উন্নয়নের নামে প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির টাকা কানাডায় বেগমপাড়ায় পাচার হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশের আইজি রাজনৈতিক নেতার মতো কথা বলছেন। পুলিশ কমিশনার শিষ্টাচার জানেন না। খালেদা জিয়া সম্পর্কে তিনি যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, এজন্য তার বিচার হওয়া দরকার। বিএনপি মহাসচিব বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন নয়। আইন মন্ত্রণালয়, ডিসি, এসপির নির্দেশে চলে বিচার বিভাগ।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।তিনি আরও বলেন, বাহাত্তরের সংবিধানকে আওয়ামী লীগই ছিন্নভিন্ন করেছে, নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। এর পর আবার একদলীয় বাকশাল সৃষ্টি করেছে।

আলোচনার ফল দিতে হবে: রুশ-ইউক্রেনের প্রতিনিধিদের এরদোয়ান-ইত্তেফাক

মাসব্যাপী যুদ্ধের অবসানের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৯ মার্চ) বৈঠক বসবেন রাশিয়া ও ইউক্রেনের আলোচকরা। ইতোমধ্যেই দুই দেশের কর্মকর্তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী দেশ দুটির মধ্যে মুখোমুখি আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে কখন বা কোথায় এই বৈঠক হবে তা জানায়নি কেউ। এই বৈঠক প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, রাশিয়া ও ইউক্রেন উভয় রাষ্ট্রই তুরস্কের মূল্যবান বন্ধু। আমার আশা আমাদের আয়োজন নেতাদের আলোচনায় অগ্রগতি আনবে। তিনি বলেন, উভয় পক্ষেই উদ্বেগ আছে। কিন্তু রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনার ফলাফল বের করে আনতে হবে।

রাশিয়া ও চীনকে মোকাবেলায় প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির প্রস্তাব বাইডেন প্রশাসনের-মানবজমিন   

রাশিয়া ও চীনকে মোকাবেলায় সামরিক বাজেট বৃদ্ধির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ২০২৩ অর্থবছরে সামরিক খাতে ৮১৩ বিলিয়ন ডলারের রেকর্ড পরিমাণ বিনিয়োগের প্রস্তাব দেয়া হয়েছে। এ মাসের প্রথমে যে প্যাকেজে স্বাক্ষর করা হয়েছিল তার থেকে এই সংখ্যা ৪ শতাংশ বেশি। এ খবর দিয়েছে সিএনএন।

খবরে জানানো হয়, চীনকে সবথেকে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে এই প্রতিরক্ষা বাজেট নির্ধারণ করেছে বাইডেন প্রশাসন। একইসঙ্গে রাশিয়া ইউক্রেনে যেভাবে আগ্রাসন চালিয়েছে তাতে ইউরোপের নিরাপত্তা নিয়ে হুমকি সৃষ্টি হয়েছে। সেটি মোকাবেলায়ও প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের কাছে এক উর্ধতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আপনি যদি দেশগুলোর সক্ষমতা এবং তাদের অর্থনীতির দিকে তাকান তাহলে দেখবেন, চীন এখনো যুক্তরাষ্ট্রের জন্য সবথেকে বড় কৌশলগত হুমকি। আমাদের কৌশল ও বাজেটেও তাই বলা হচ্ছে। বাইডেন প্রশাসন যে প্রস্তাব তুলেছে তারমধ্যে ৭৭৩ বিলিয়ন ডলার ব্যবহৃত হবে পেন্টাগনের ব্যবহারের জন্য। তবে তার আগে কংগ্রেসে এই প্রস্তাব অনুমোদিত হতে হবে। ধারণা করা হচ্ছে, সেখানে পেন্টাগনের জন্য বরাদ্দ বাড়ানো হতে পারে। ২০২২ সালের প্যাকেজ অনুমোদনের সময়ও এটি করা হয়েছিল। 

শিগগিরই পতন হবে মারিউপোলের, এরপরই ডোনবাস ঘিরে ফেলবে রুশ বাহিনী: ব্রিটিশ থিঙ্ক ট্যাংক-বাংলাদেশ প্রতিদিন

রুশ বাহিনীর কাছে খুব শিগগিরই পতন ঘটতে যাচ্ছে ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের- এমন ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের গবেষক জ্যাক ওয়াটলিং।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানটির এই গবেষক আরও জানান, কিয়েভের উত্তরের ইরপিন শহর আরও একবার ইউক্রেনের নিয়ন্ত্রণে চলে এসেছে। সেই সঙ্গে এখানে উভয়পক্ষের মধ্যেই মনোবল, সরঞ্জাম এবং পুনরায় রসদ সরবরাহের অসামাঞ্জস্যতা দেখা গেছে।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই একটি অঞ্চল দখলে নিতে হলে বিরোধী সৈন্যের সংখ্যা তিনগুণ বেশি প্রয়োজন হয়। আর যদি সেটা শহুরে পরিবেশ সেক্ষেত্রে সৈন্য সংখ্যা আরও বেশি লাগে। জ্যাক ওয়াটলিংক বলেন, দেখা যাচ্ছে যেখানে রাশিয়ানদের অস্ত্রশস্ত্রের যথেষ্ট মজুদ নেই, সেখানে তারা সত্যিই দুর্বল হয়ে পড়ছে। তবে খুব শিগগিরই রুশ বাহিনীর কাছে মারিউপোল নগরীর পতন হবে বলেও জানান তিনি।

এরপরই রাশিয়ান বাহিনী ডোনবাস অঞ্চলে ইউক্রেনীয় সেনা ইউনিটগুলোকে ‘চারপাশে ঘিরে ধরতে শুরু করবে’ বলেও জানান জ্যাক ওয়াটলিং। তিনি বলেন, সেখানে (ডোনবাসে) ইউক্রেনের অন্যতম সেরা কিছু ইউনিট রয়েছে, যারা দীর্ঘ দিন ধরে ওই অঞ্চলে লড়াই করছে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে মঙ্গলবার ৩৪তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এই সময়ে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেন।

বিচারব্যবস্থা, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার!’ বিরোধীদের বৈঠক চেয়ে চিঠি মমতার-দৈনিক আনন্দবাজার পত্রিকা

দেশের সব বিরোধী নেতা এবং অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকে বসার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার দেশের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হানছে। আর সেই কাজে মোদীর সহায় ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে লেলিয়ে দিয়ে বিরোধী স্বর নির্মূল করতে চাইছে বিজেপি সরকার। এই পরিস্থিতিতে দেশের অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতাদের বৈঠকে বসার আহ্বান জানালেন তিনি। চিঠিতে মমতা লিখেছেন, ‘আমি সকলের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমরা একজোট হয়ে একটি বৈঠকে বসি। সময়ের দাবি মেনে এই অত্যাচারী সরকারের সমস্ত প্রগতিশীল শক্তিকে জোট বাঁধতে হবে।’

ইডিকে জানালেন, ‘‌ব্যক্তিগত কারণ’‌,‌ কয়লা পাচার-‌কাণ্ডে হাজিরা এড়ালেন অভিষেক-আজকাল

কয়লা পাচার-‌কাণ্ডে ইডির দপ্তরে হাজিরা দিলেন না অভিষেক ব্যানার্জি। অভিষেকের আইনজীবী ইডি দপ্তরে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না। উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লিতে ইডির দপ্তরে দ্বিতীয়বার জেরার মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। দীর্ঘ সাড়ে আট ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তবে তাঁর স্ত্রী ওই দিন হাজিরা দেননি। এদিকে ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক-রুজিরা। তাঁদের হয়ে সোমবার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির কাছে ওই মামলার উল্লেখ করে দ্রুত শুনানির আর্জি  জানান। তবে বিবেচনা করে দেখা হবে বলে জানা হলেও কবে শুনানি হবে তা জানানো হয়নি। সেক্ষেত্রে অভিষেকের সমন বহাল রয়েছে। তবে আজ ব্যক্তিগত কারণে হাজিরা দিলেন না অভিষেক। এদিকে গরুপাচার-‌কাণ্ডে এদিন ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল। রক্ষাকবচ পেলেন না বীরভূমের তৃণমূল সভাপতি। সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

ইউক্রেন যুদ্ধের আবহে ভারতে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী! তুঙ্গে জল্পনা-সংবাদ প্রতিদিন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহেই ভারত সফরে আসতে পারেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। সূত্রের খবর, মার্চের ৩১ তারিখ নয়াদিল্লি পৌঁছতে পারেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে, ওইদিনই ভারতে আসছেন ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাসও।

সূত্রের খবর, এপ্রিলের ১ তারিখ নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বসতে পারেন সের্গেই লাভরভ। মনে করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধ ও মস্কোর উপর চাপানো আর্থিক নিষেধাজ্ঞার বিষয় নিয়ে আলোচনা হতে পারে দু’জনের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কম দামে রাশিয়া থেকে আরও অপরিশোধিত তেল কিনতে চায় ভারত (India)। কিন্তু মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জেরে ডলারে টাকা মেটাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে নয়াদিল্লিকে। তাই লাভরভের সফরকালে ‘রুপি-রুবল’ লেনদেনের একটি কাঠামো গড়ে তোলা নিয়েও আলোচনা হবে।

তাৎপর্যপূর্ণ ভাবে, মার্চের ৩০ ও ৩১ তারিখ চিনে যাচ্ছেন রুশ বিদেশমন্ত্রী। সেখানে আফগানিস্তানের পড়শি দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকে অংশ নেবে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রবল চাপে রয়েছে ভারত। একদিকে ভারতকে পাশে পেতে মোদি সরকারের উপর চাপ বাড়াতে ভারতে আসছেন ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাস। অন্যদিকে, লাভরভও পুরোন বন্ধুত্বের দাবি নিয়ে দিল্লি আসছেন।#

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।