কথাবার্তা
'স্লুইস গেটগুলো খুলে দিয়ে ভারত রাজনৈতিক অপরাধ করেছে'
-
পত্রপত্রিকার পাতার খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৩০ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- নিকলীতে দলবদ্ধ ধর্ষণে গৃহবধূর মৃত্যু, স্বামীসহ গ্রেপ্তার ৪ -মানবজমিন
- পদ্মা সেতুর আনন্দ নষ্ট করতে যে শিক্ষকদের ওপর হামলা হয়নি, তা বলা যাবে না: শিক্ষা উপমন্ত্রী-প্রথম আলো
- পদ্মা সেতুর নাট খোলার ঘটনায় আরেক যুবক গ্রেফতার-যুগান্তর
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ হাজার ঘরবাড়ি-কালের কণ্ঠ
- 'মশার উৎস খুঁজতে ড্রোনের মাধ্যমে দশ দিনব্যাপী চিরুনি অভিযান'-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, আজই শপথ দেবেন্দ্র ফড়ণবীশের!-সংবাদ প্রতিদিন
- উদ্ধবের ইস্তফার পর রাজ্যে প্রত্যাবর্তন শিন্ডের-আজকাল
- সন্ধ্যায় শপথগ্রহণ, রাজভবনে পৌঁছলেন একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফডণবীস-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ইভিএমে কেন নির্বাচন কমিশনের অগ্রাধিকার। মন্তব্য কলামে এই শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। আপনি কী বলবেন?
২. ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য সুইডেন ও ফিনল্যান্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রাশিয়া খারাপ পরিণতির হুমকি দিয়েছে। প্রশ্ন হচ্ছে- রাশিয়ার এই আপত্তি কতটা যৌক্তিক?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
স্লুইস গেটগুলো খুলে দিয়ে ভারত রাজনৈতিক অপরাধ করেছে: জাফরুল্লাহ-মানবজমিন
গজল ডোবার সব স্লুইস গেটগুলো খুলে দিয়ে ভারত রাজনৈতিক অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, অন্যায় হলো গজল ডোবার সব স্লুইস গেটগুলি আমাদেরকে না জানিয়ে অতর্কিত খুলে দেয়া। এইটা একটা রাজনৈতিক অপরাধ করেছে তারা। এটা আন্তর্জাতিক অপরাধ করেছে।' বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
বাজেট প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী যে ভুলটা করছেন আমাদের বোকা বানাচ্ছেন। একটা বাজেট করেছেন সেখানে একটা শব্দ নেই কিভাবে গণতন্ত্র আসবে। কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে। উনারা এইটা দখল করে রাখবে। প্রতিটা ক্ষেত্রে ভুল। এখানে ক্ষুদ্রখামারী-শ্রমিক তার জন্য কোন বরাদ্দ নাই।
নিকলীতে দলবদ্ধ ধর্ষণে গৃহবধূর মৃত্যু, স্বামীসহ গ্রেপ্তার ৪-মানবজমিন
কিশোরগঞ্জের নিকলীতে গণধর্ষণের শিকার হয়ে এক গৃহবধূ (১৯) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত সোমবার রাতে গণধর্ষণের ঘটনার পর মঙ্গলবার রাত ২টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল ভোরে পুলিশ অভিযান চালিয়ে স্বামী লাল চাঁন মিয়া (৩১)সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া অন্য ৩ জন হচ্ছে- রন্টু চৌকিদার (৪০), নাসিরুদ্দীন (৩৮) ও শরীফ মিয়া (৩২)। নিহত গৃহবধূ উপজেলার জারইতলা ইউনিয়নের হাফসরদিয়া গ্রামের লাল চাঁন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি রসুলপুর নয়াহাটি গ্রামে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রায় ৯ মাস আগে হাফসরদিয়া গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে লাল চাঁন মিয়ার সঙ্গে পিতৃহীন মেয়েটির বিয়ে হয়। বিয়ের পর থেকে লাল চাঁন মিয়া তার স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করানোর চেষ্টায় লিপ্ত ছিল। কিন্তু নানা কৌশলে গৃহবধূ নিজেকে রক্ষা করে আসছিল।
এ পরিস্থিতিতে সোমবার রাত ৮টার দিকে গৃহবধূ বাবার বাড়ি উত্তর রসুলপুর গ্রাম থেকে স্বামীর বাড়ি হাফসরদিয়া গ্রামে যাওয়ার উদ্দেশে রওনা হয়। পথে শাহপুর রাস্তার মোড় থেকে তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী পতিত জমিতে ৬-৭ জন মিলে রাতভর ধর্ষণ করে।
মঙ্গলবার সকালে বিবস্ত্র অবস্থায় গৃহবধূকে তারা রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা গৃহবধূকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২টার দিকে গৃহবধূর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত গৃহবধূর মামা জাহাঙ্গীর আলম বাদী হয়ে স্বামী লাল চাঁন মিয়াসহ ৭ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে গতকাল নিকলী থানায় মামলা (নং-৯) করেছেন। তাদের মধ্যে পুলিশ স্বামী লাল চাঁন মিয়া, রন্টু চৌকিদার, নাসিরুদ্দীন ও শরীফ মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে নিকলী থানার ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ জানান, গৃহবধূ মারা যাওয়ার আগে পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে গণধর্ষণের ঘটনায় জড়িত পাঁচজনের নাম জানিয়েছে। তাদের মধ্যে রনি মিয়া ছাড়া বাকি ৪ জনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। রনি মিয়াসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
জঙ্গিবাদসংক্রান্ত গ্লোবাল টেরোরিজম সূচক বাংলাদেশ ৫ বছরে ১৯ ধাপ এগিয়েছে হলি আর্টিজান হামলার ৬ বছর কাল-যুগান্তর
জঙ্গিবাদের বিরুদ্ধে নানা কার্যকর পদক্ষেপ নেওয়ায় গ্লোবাল টেরোরিজম সূচকে বেশ উন্নতি করেছে বাংলাদেশ।
জঙ্গিবাদের ঝুঁকি বিবেচনায় এই সূচকে পাঁচ বছরে ১৯ ধাপ এগিয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ছয় বছর পূর্তি হচ্ছে। ২০১৬ সালের ১ জুলাই এ ঘটনা ঘটে। ২০১৬ সালে যখন ভয়াবহ হলি আর্টিজান হামলার ঘটনা ঘটে তখন সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ২২তম। ওই হামলার পর দেশে জঙ্গি হামলার ঝুঁকি আরও বেড়ে যায়।
তাই পরের বছর ২০১৭ সালে ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের অবস্থান ছিল ২১তম। এরপর প্রতিবছর গ্লোবাল টেরোরিজম সূচকে বাংলাদেশের অবস্থার উন্নতি হয়। ২০১৮ সালে ২৫, ২০১৯ সালে ৩১, ২০২০ সালে ৩৩ এবং ২০২১ সালে ৪০তম স্থানে উঠে আসে বাংলাদেশ। ২০২২ সালে বাংলাদেশ ৪০তম স্থান ধরে রেখেছে। বাংলাদেশের স্কোর চার দশকি ৪১১। টেরোরিজম ইনডেক্স র্যাংকিং পর্যালোচনা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানায়, এই মুহূর্তে জঙ্গিবাদ বিবেচনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আফগানিস্তান।
‘বান্ধবীকে হিরোইজম দেখাতে শিক্ষককে পিটিয়ে মারে জিতু’-যুগান্তর
ঢাকার সাভারে স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতু স্কুলের বান্ধবীকে হিরোইজম দেখাতে গিয়ে তার শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা করেন বলে জানিয়েছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার ব্রিফিংয়ে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। উৎপল হত্যা মামলার প্রধান আসামি জিতুকে গাজীপুরের শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। জিতুকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে কী জানা গেল, তা নিয়ে পরের দিন ব্রিফিংয়ে আসেন র্যাবের মুখপাত্র।
'মশার উৎস খুঁজতে ড্রোনের মাধ্যমে দশ দিনব্যাপী চিরুনি অভিযান'-বাংলাদেশ প্রতিদিন
'নগরের প্রতিটি বাড়িতে প্রবেশ করে ছাদ বা বেলকনিতে মশার উৎস খুঁজে বের করা কঠিন এবং এটি অনেক সময় সাপেক্ষ কাজ। তাই অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে প্রতিটি বাড়ির ছাদে এডিসের লার্ভা আছে কিনা সেটি খুঁজে বের করা হবে এবং পাওয়া গেলে বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মশার উৎস খুঁজতে ড্রোনের মাধ্যমে আগামী শনিবার থেকে দশ দিনব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করবে উত্তর সিটি কর্পোরেশন।'বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা সেক্টর-৪ এলাকায় ড্রোনের মাধ্যমে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ- ফিরলেন বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ঠাকরে পদত্যাগ করেছেন। চলমান রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই বুধবার রাতে পদত্যাগের ঘোষণা দেন হিন্দুত্ববাদী দল শিবসেনার এ নেতা। এ খবরে বলা হয়েছে, বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি ফেসবুক পেজে লাইভ বক্তৃতা দেওয়ার সময়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন উদ্ধব ঠাকরে।
সন্ধ্যায় শপথগ্রহণ, রাজভবনে পৌঁছলেন একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফডণবীস-আনন্দবাজার পত্রিকা
একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন, ঘোষণা দিলেন ফড়ণবীস। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ‘‘হিন্দুত্বের জন্য শিন্ডেকে সমর্থন’’, বললেন ফড়ণবীস। এদিকে শিন্ডে বলেছেন, বিজেপির ১২০ জন বিধায়ক রয়েছে। তার পরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফডণবীস। ওঁর কাছে আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী, অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০