জুলাই ২৬, ২০২২ ১৭:৩৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৬ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ৯৯৯ টাকার প্যাকেজে পদ্মা সেতু দেখে এসে যা বললেন পর্যটকেরা-প্রথম আলো
  • ব্যাংক খাতের অপরাধ দেশকে পঙ্গু করে দিচ্ছে: হাইকোর্ট-কালের কণ্ঠ
  • আওয়ামী লীগ নেতার মদের কারবার-বাদাম বিক্রেতা থেকে শত কোটি টাকার মালিক-মানবজমিন

  • আস্থা রাখুন, ডিগবাজি খাব না: সিইসি- যুগান্তর
  • জনগণকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান সেতুমন্ত্রীর-বাংলাদেশ  প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • বিচারব্যবস্থা ঠুনকো নয় অত! মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা নিল না হাই কোর্ট- আনন্দবাজার পত্রিকা
  • পুলিশ রাষ্ট্রের রাজা মোদি!’ রাজধানীতে আটক হওয়ার পর কটাক্ষ রাহুল গান্ধীর –আজকাল
  • কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে প্রতিহিংসা চরিতার্থ করছে মোদি সরকার, নতুন রাষ্ট্রপতিকে নালিশ বিরোধীদের-সংবাদ প্রতিদিন

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম,

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন (২৬ জুলাই)


১.আওয়ামী লীগ নেতার মদের কারবার বাদাম বিক্রেতা থেকে শত কোটি টাকার মালিক। খবরটি নিশ্চয় আপনার নজরে পড়েছে। কী বলবেন এ সম্পর্কে?
২. আবার গ্যাস সরবরাহ কমাচ্ছে রাশিয়া, নতুন সংকটে ইউরোপ। প্রশ্ন হচ্ছে রাশিয়া তেল-গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে কিনা?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

৯৯৯ টাকার প্যাকেজে পদ্মা সেতু দেখে এসে যা বললেন পর্যটকেরা-প্রথম আলো

সাত থেকে আট বছর বয়সে একবার ফেরিতে পদ্মা নদী পার হয়ে গোপালগঞ্জে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন লুৎফুর কবির। তারপর আর পদ্মা নদী পাড়ি দিয়ে কোথাও যাওয়া হয়নি। সম্প্রতি দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে পর্যটন করপোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত ট্যুরিস্ট বাসে পদ্মা সেতু ভ্রমণ করেন তিনি।প্রথম আলোকে লুৎফুর কবির বলেন, ‘পরিবারের সবাই মিলে এই প্রথম একসঙ্গে পদ্মা সেতু ভ্রমণ করলাম। আমরা খুবই উপভোগ করেছি। বাচ্চারা বেশি একসাইটেড ছিল। কারণ, বাচ্চারা এর আগে ওইভাবে এত বড় নদী দেখেনি। এত বড় নদীর ওপর সেতু, তার ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। সেটা তাদের খুব আনন্দ দিয়েছে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পর্যটন করপোরেশন ট্যুরিস্ট কোস্টারে পদ্মা সেতু ভ্রমণের উদ্যোগ নিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যায় এ কোস্টার, তারপর আবার ফিরে আসে। ২২ জুলাই (শুক্রবার) ভ্রমণ প্যাকেজের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী।

শুক্র ও শনিবার বাংলাদেশ পর্যটন করপোরেশন ট্যুরিস্ট কোস্টারে করে পদ্মা সেতু ভ্রমণ প্যাকেজটির খরচ ছিল জনপ্রতি ৯৯৯ টাকা। আগামী সপ্তাহ থেকে তা জনপ্রতি ১ হাজার ২০০ টাকা করা হচ্ছে। উদ্বোধনের দিন বিকেল চারটার পর প্রথমবারের মতো পর্যটক নিয়ে পর্যটন ভবন থেকে দুটি ট্যুরিস্ট কোস্টার পদ্মা সেতুর উদ্দেশে রওনা দেয়। প্রথম দিন কোস্টার ২টিতে মোট ৫৬ জন পদ্মা সেতু ভ্রমণ করেন। সরকারি ব্যবস্থাপনায় পদ্মা সেতু ভ্রমণে কেমন অভিজ্ঞতা হয়েছে, তা জানতে তাঁদের মধ্যে চারজনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো।

তাঁদের একজন লুৎফুর কবির। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তা এলাকায়। বেসরকারি চাকরির সুবাদে তিনি ঢাকার বনশ্রী এলাকায় থাকেন। লুৎফুর কবির বলেন, পদ্মা সেতু দিয়ে ভ্রমণের দিনটি প্রত্যাশার চেয়ে ভালো ছিল তাঁর পরিবারের কাছে। কারণ, সেদিন পর্যটনমন্ত্রী উপস্থিত ছিলেন। প্রথম দিনের পর্যটক হিসেবে পর্যটন ভবন থেকে ট্যুরিস্ট কোস্টার ছাড়ার সময় তাঁদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। কোস্টার ছাড়ার সময় তাঁদের হালকা নাশতাও দেওয়া হয়। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মাওয়া প্রান্ত দিয়ে তাঁদের বহনকারী কোস্টারটি পদ্মা সেতুর ওপর ওঠে। মাওয়া থেকে জাজিরা প্রান্তে যেতে তাঁদের ১২ মিনিটের মতো সময় লেগেছে। বাস একটু ধীরে গেছে, যেন সবাই নদী ও সেতু ভালো করে দেখতে পারে। পদ্মা সেতু পেরিয়ে বাস প্রথমে থামে ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশনে। সেখানে অন্যদের মতো তাঁরাও বাস থেকে নামেন ও সৌন্দর্য উপভোগ করেন। কেউ কেউ সেলফিও তোলেন।

১৫ মিনিটের মতো সেখানে অবস্থানের পর ঘাসবন নামের একটি রেস্তোরাঁয় যান সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পৌনে সাতটার দিকে। রেস্তোরাঁর পক্ষ থেকে আবার তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেখানে সবাই বিশ্রাম নেন। সবাইকে প্যাকেজের আওতায় নুডলস, চিকেন ফ্রাই ও পানীয় নাশতা হিসেবে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর তাঁরা আবার রওনা দেন। এ দিন ঢাকায় ফিরতে রাত প্রায় ১১টা বেজে যায়।

লুৎফুর কবির বলেন, ‘পর্যটন করপোরেশনের প্যাকেজটা এমন করে করা যে দিনের আলোয় পদ্মা সেতু দেখতে পেরেছি, আবার রাতেও দেখতে পেরেছি।’‘পর্যটন করপোরেশনের গাড়ি ২টি ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে চলেছে। বেসরকারি ব্যবস্থাপনায় হলে দেখা যায় জোরে গাড়ি চালায়। যেহেতু পরিবার নিয়ে গেছি, সেই জায়গায় থেকে সরকারি প্রতিষ্ঠান দায়িত্ব নিয়ে কাজ করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করেছে, এটা আমার কাছে ভালো লেগেছে’ যোগ করেন লুৎফুর কবির।

পর্যটন করপোরেশনের ট্যুরিস্ট কোস্টার দুটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি)। গাড়ির ভেতরে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে, তবে প্রথম দিন কারিগরি ত্রুটির কারণে তা ব্যবহার করতে পারেননি পর্যটকেরা। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় গাড়িতে সিসি ক্যামেরা রয়েছে, যা পর্যটন করপোরেশন থেকে নিয়ন্ত্রণ করা হয়। সেই সঙ্গে পাঁচ বছরের কম বয়সীদের কোনো খরচ দিতে হয় না।

পাঁচ বছরের কম বয়সী কন্যা ও স্ত্রীকে নিয়ে ওই কোস্টারে পদ্মা সেতু ভ্রমণ করেন ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকার আরিফুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘গাড়ির পরিবেশ চমৎকার ছিল। পর্যটকদের সবাই বন্ধুসুলভ ছিলেন। খুব মজা করতে করতে গিয়েছি ও এসেছি। সার্বিকভাবে খুব ভালো অনুভব করেছি। ’দুই বাসের সঙ্গে পর্যটন করপোরেশনের দুজন কর্মকর্তা ও এই প্রতিষ্ঠানের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের দুজন শিক্ষার্থী ছিলেন। আরিফুর রহমান বলেন, ‘আমাদের সঙ্গে যাওয়া কর্মকর্তাদের ব্যবহার খুবই বন্ধুসুলভ ছিল।’

ব্যাংক খাতের অপরাধ দেশকে পঙ্গু করে দিচ্ছে: হাইকোর্ট-কালের কণ্ঠ

দেশের ব্যাংক খাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে এবং এই অপরাধ দেশকে পঙ্গু করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ব্যাংকের ঋণ জালিয়াতি সংক্রান্ত মামলার চার আসামির জামিন শুনানির সময় মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ থেকে এ মন্তব্য আসে। শুনানির এক পর্যাায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংক খাতে। এই খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশটা আগাবে কীভাবে? পরস্পর যোগসাজশে ভুয়া ঋণ হিসাব খোলে ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শাখা থেকে ২ লক্ষ ৩০ হাজার ঋণ নিয়ে সে টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে।

এ অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ ধারায় গত ২০ মার্চ মামলা করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী। রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়। মামলার আসামিরা হলেন- ইসলামী ব্যাংকের শবগঞ্জ শাখার বরখাস্ত এসবিআইএসও মো. ফয়েজুর রহমান, প্রাক্তন বিনিয়োগ ইনচার্জ মো. আবু বকর, ব্যবস্থাপক (অপারেশন) মো. মনিরুজ্জামান খান, ব্রাঞ্চের প্রধান মো. আফজাল হোসেন ও ব্যাংকটির কনিষ্ঠ কর্মকর্তা মনোয়ারা খাতুন ও নূর ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মো. নূর আলম। এর মধ্যে প্রাক্তন বিনিয়োগ ইনচার্জ মো. আবু বকর, ব্যবস্থাপক (অপারেশন) মো. মনিরুজ্জামান খান, ব্রাঞ্চের প্রধান মো. আফজাল হোসেন ও ব্যাংকটির কনিষ্ঠ কর্মকর্তা মনোয়ারা খাতুন আগাম জামিন চেয়ে আবেদন করেন। আদালতে এই চার আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মাহবুব মোর্শেদ। দুকের পক্ষে ছিলেন ফৌজিয়া আক্তার পপি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আস্থা রাখুন, ডিগবাজি খাব না: সিইসি- যুগান্তর

রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, আমাদের ওপর একটু আস্থা রাখুন। আস্থা রাখতে গিয়ে চোখ বন্ধ করে রাখলে হবে না। আপনাদের নজরদারি থাকতে হবে। আমরা কি আসলেই সাধু পুরুষ না ভেতরে ভেতরে অসাধু। সেই জিনিসটা আপনারা যদি নজরদারি না রাখেন, তা হলে আপনারাও আপনাদের দায়িত্ব পালন করলেন না। মঙ্গলবার নির্বাচন ভবনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপে তিনি এ প্রতিশ্রুতি দেন। সিইসি বলেন, কঠোর নজরদারিতে আমাদের রাখতে হবে। কোনো কমপ্লেইন পেয়েছেন? সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাঠান। অনেক টেলিফোন থাকবে সেই সময়। ক্যামেরা দিয়ে হয়তো আমরা অনেক সেন্টার ওয়াচ করতে পারব। আমরা প্রতিশ্রুতি যে দিচ্ছি তার কিছু মূল্য থাকা উচিত। একেবারে যে আমরা ডিগবাজি খেয়ে যাব তা তো নয়। সেটি হওয়ার কথা নয়।'

আওয়ামী লীগ নেতার মদের কারবার-বাদাম বিক্রেতা থেকে শত কোটি টাকার মালিক-মানবজমিন

শ্রীনগরের বাসিন্দা আজিজুল ইসলামের জন্ম দরিদ্র কৃষক পরিবারে। অভাবের সংসারে না খেয়েই দিন কাটতো। ক্ষুধার জ্বালায় শুরু করেন বাদাম বিক্রি। কিছুদিন আইসক্রিমও বিক্রি করেছেন। অন্যের জমিতে কাজ করে সংসারের খরচ চালাতেন। কিন্তু সিনেমার কাহিনীর মতো হঠাৎ তার জীবনের দৃশ্যপট পাল্টাতে থাকে। সবকিছু যেন রাতারাতি বদলাতে থাকে। কয়েক বছরের ভেতরে আমদানি ব্যবসা থেকে শুরু করে, বাড়ি-গাড়ি, ফ্ল্যাট-প্লট, আওয়ামী লীগের পদ-পদবি সবই  হয়েছে। বাদাম বিক্রেতা থেকে হয়ে যান শ্রীনগরের অধিপতি। 

শ’ শ’ কোটি টাকার মালিক এই ব্যক্তি বাগিয়ে নিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের পদবি। জমি দখল, অস্ত্র প্রদর্শন, অবৈধভাবে আমদানি ব্যবসা, মাদক ব্যবসাসহ সবই করতেন।

তবে গত শনিবার যেন তার ত্রাসের রাজত্বে আঘাত হানে র‌্যাব। বের হয়ে আসে থলের বেড়াল। প্রকাশ হয় তার অন্ধকার জগতের নানা কাহিনী। সেই অন্ধকার জগতের নায়কের নাম আজিজুল ইসলাম। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। আওয়ামী লীগের টিকিটে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দ্বিতীয় মেয়াদে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই কন্টেইনার ভর্তি শুল্ক ফাঁকি দেয়া ৩৭ হাজার বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে নাজমুল ও সাইফুল নামের দু’জনকে গ্রেপ্তার করে। র‌্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের কাছ থেকে তারা জানতে পারেন এই চালানটি আজিুজল ইসলাম নামের এক ব্যক্তির কাছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের যাওয়ার কথা ছিল। আজিজুলের পক্ষ থেকে তার ছেলে আব্দুল আহাদ ও আশিক শ্রীনগরের একটি ওয়ারহাউজে চালানটি রিসিভ করবে। তাদের এই তথ্যমতে র‌্যাব সদস্যরা ওয়ারহাউজে যান। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। সেখান থেকে জানা যায় ঢাকার ওয়ারীতে তাদের একটি ১২ তলা বাড়ি আছে। ওই বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে তল্লাশি চালিয়ে কোটি টাকার ওপরে দেশি-বিদেশি মুদ্রা পায় র‌্যাব।  রাতভর পিতা-পুত্র ৩ জনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় র‌্যাব। পরে গতকাল ঢাকা বিমানবন্দর থেকে আজিজুলের ছেলে আহাদকে গ্রেপ্তার করা হয়। আহাদের তথ্যমতে ঘটনা জানাজানির পর তার বাবা আজিজুল ও ভাই দুবাই পালিয়ে গেছেন। 

জনগণকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান সেতুমন্ত্রীর-বাংলাদেশ  প্রতিদিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে বাংলাদেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার আগেভাগে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য জনগণকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, বর্তমান সংকট বৈশ্বিক। বাংলাদেশ যেন এই অভিঘাতে জর্জরিত না হয় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বর্তমান সরকার আসন্ন সংকট মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে কোনও সংকটই মোকাবিলা করা কঠিন নয়। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আসুন সকলেই দায়িত্বশীল হই; মিতব্যয়ী এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হই’- বলেন কাদের।

এসময় বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘যারা তাদের শাসনামলে হাওয়া ভবন, খোয়াব ভবন খুলে পাহাড় সমান দুর্নীতি আর লুটপাটে আকণ্ঠ নিমজ্জিত ছিল; দেশের মানুষের কল্যাণে বাস্তবায়িত মেগাপ্রকল্পগুলো তাদের গাত্রদাহের সৃষ্টি করবে সেটাই স্বাভাবিক।’

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

বিচারব্যবস্থা ঠুনকো নয় অত! মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা নিল না হাই কোর্ট- আনন্দবাজার পত্রিকা

এসএসসি ‘দুর্নীতি’র তদন্তে ধৃত অর্পিতাকে তোলা হল ব্যাঙ্কশাল কোর্টে।টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাট থেকে দুই বস্তায় মোট সাড়ে ২২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাওয়া গিয়েছে দেড় কেজি সোনা, লক্ষাধিক টাকার বিদেশি মুদ্রা।টাকার উৎস নিয়ে ‘চুপ’ অর্পিতা শনিবার সন্ধ্যায় অর্পিতাকে বাড়ি থেকে বার করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। বাড়ি থেকে বেরোনোর সময় অর্পিতা দাবি করেন, ‘‘আমি কোনও অন্যায় করিনি। বিজেপির চাল। আমাকে ফাঁসানো হয়েছে।’’

রবিবার সকালে আবারও তাঁকে জোকার ওই হাসপাতালে নিয়ে যায় ইডি। আইনের প্রতি তাঁর আস্থা রয়েছে বলে মন্তব্য করেন অর্পিতা। এদিকে, দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, পার্থ কেন এসএসকেএম হাসপাতালে? আপত্তি তুলে হাই কোর্টে ইডি।শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা নিয়ে ব্যাঙ্কশাল আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সংবাদ প্রতিদিন লিখেছে, দ্রুত শেষ হোক তদন্ত, ইডির কাছে নির্দিষ্ট সময়সীমার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)বলেন, ”একমাস, দু’মাসের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে। দোষীদের খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে তৃণমূলও দলীয়ভাবে নিজেদের কাজ করতে পারবে।

পুলিশ রাষ্ট্রের রাজা মোদি!’ রাজধানীতে আটক হওয়ার পর কটাক্ষ রাহুল গান্ধীর –আজকাল

রাহুল গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ।

মঙ্গলবার রাজধানীর রাস্তায় প্রতিবাদে বসে পড়েছিলেন তিনি। তাঁর সঙ্গেই ছিলেন আরও বহু কংগ্রেস নেতা-কর্মী। পুলিশের সঙ্গে প্রায় মিনিট তিরিশের বাদানুবাদের পর রাহুলকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। সেখানে আগে থেকে আটক হওয়া কংগ্রেস সাংসদরাও ছিলেন। আটক হয়ে কংগ্রেস নেতার প্রতিক্রিয়া, ‘ভারত একটা পুলিশ রাষ্ট্র, মোদি এক রাজা।’সংসদের কাছেই উচ্চ নিরাপত্তা সম্পন্ন রাজপথে বসে মূল্যবৃদ্ধি, জিএসটি সহ একাধিক ইস্যু নিয়ে সোচ্চার হন রাহুল গান্ধী। একই সময়ে ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছিল সোনিয়া গান্ধীর। সোনিয়ার সঙ্গেই এসেছিলেন রাহুল, ছিলেন প্রিয়াঙ্কাও। ওখান থেকেই শহরের অন্য দিকে প্রতিবাদে যোগ দেন রাহুল। রাজ্যসভায় বিরোধী দলনেত্রী মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমরা পুলিশের কথামতোই প্রতিবাদ প্রদর্শন করেছি। এসব বিরোধীদের কণ্ঠরোধ করতে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের ষড়যন্ত্র। আমরা ভয় পাই না, প্রতিবাদ চলতে থাকবে।’  

কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে প্রতিহিংসা চরিতার্থ করছে মোদি সরকার, নতুন রাষ্ট্রপতিকে নালিশ বিরোধীদের-সংবাদ প্রতিদিন

দেশের নতুন রাষ্ট্রপতি (President of India) দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) অভিনন্দন জানালেন বিরোধী সাংসদরা। তবে সেই সঙ্গেই সেই চিঠিতে মূল্যবৃদ্ধি ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে জিএসটি (GST) বৃদ্ধি নিয়ে আলোচনায় সরকারের অনমনীয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। পাশাপাশি অভিযোগ জানিয়েছেন, মোদি সরকার বিরোধীদের প্রতি প্রতিহিংসাবশতই কেন্দ্রীয় সংস্থাগুলির ক্ষমতার অপব্যবহার করছে।

সোমবার সকালে দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। তিনিই দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। মঙ্গলবারই তাঁকে চিঠি লিখলেন বিরোধীরা। চিঠির শুরুতেই রাষ্ট্রপতিকে সহৃদয় অভিনন্দন ও শুভেচ্ছা জানান তাঁরা। কিন্তু এরপরই লেখা হয়েছে, ”অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে সংসদের বাদল অধিবেশন বাধাপ্রাপ্ত হচ্ছে সরকারের অনমনীয় জেদের জন্য। মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে জিএসটির বিষয়ে কোনও আলোচনাই চাইছে না সরকার।”#

পার্সটুডে/বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ