পত্র পত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা, সংঘাতে জড়াচ্ছে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশ
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৫ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন এবং আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।
বাংলাদেশের শিরোনাম:
- ভারত সফরে গেলে প্রধানমন্ত্রী সবসময় দিয়ে এসেছেন, কিছুই আনতে পারেননি: ফখরুল-মানবজমিন
- ইসি কাউকে ধরে–বেঁধে ভোটে আনবে না: সিইসি/ টালবাহানা না করে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান কাদেরের-দৈনিক প্রথম আলো
- সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা, সংঘাতে জড়াচ্ছে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশ * তৃণমূলের সংঘাত চলে আসতে পারে রাজধানীতে–যুগান্তর।
- দুর্গাপূজায় ভারতে যাচ্ছে আড়াই হাজার টন ইলিশ-কালের কণ্ঠ
- ২১ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার-নয়াদিগন্ত
- ভারতের শিরোনাম:
- রক্ষাকবচ অভিষেকের, বিদেশে যাওয়ার অনুমতিতে বাধা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট- দৈনিক কলম
- ‘কেউ ১০০% নিয়ন্ত্রণ করতে পারে না, ভগবানও নয়’, নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর - সংবাদ প্রতিদিন
- ফোর্ট উইলিয়ামে অনুপ্রবেশের চেষ্টা, সেনাকর্মী সেজে ঢুকতে চাওয়া যুবককে হাতেনাতে ধরলেন রক্ষীরা -আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।
ভারত সফরে গেলে প্রধানমন্ত্রী সবসময় দিয়ে এসেছেন, কিছুই আনতে পারেননি: ফখরুল - শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, ভারত সফরে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দিয়ে এসেছেন, কিছুই আনতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কিছু বলতে চাই না। কারণ আমাদের অভিজ্ঞতা এত তিক্ত, হতাশ হওয়ার মতো। প্রত্যেকবার দেখেছি অত্যন্ত হতাশার সঙ্গে, নিরাশার সঙ্গে; প্রধানমন্ত্রী ভারতকে দিয়ে এসেছেন কিন্তু নিয়ে আসেননি। বিএনপি মহাসচিব বলেন, আমরা প্রত্যেকবার আশা করেছি যে এবার হয়তো প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু নিয়ে আসবেন। দেখেছি তিনি প্রতিবার দিয়ে আসেন কিছু আনেন না। সুতরাং আগে আসুক ঘুরে কি আনেন দেখি তারপর মন্তব্য করব।
ইসি কাউকে ধরে–বেঁধে ভোটে আনবে না: সিইসি – শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সক্রিয় অংশগ্রহণমূলক ভোট চায়। তবে কাউকে ধরে–বেঁধে নির্বাচনে আনবে না ইসি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইসির পক্ষ থেকে সবার প্রতি আহ্বান থাকবে।
এদিকে, টালবাহানা না করে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিরোধী দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য মাঠ খালি করতে হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এ ধরনের বক্তব্যকে হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার বলে অভিহিত করেন ওবায়দুল কাদের।
সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা, সংঘাতে জড়াচ্ছে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশ: - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘাতময় হয়ে উঠেছে রাজনীতি। সারা দেশে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। কর্মসূচিতে প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সংঘর্ষে জড়াচ্ছে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ। এসব কর্মসূচিতে বাধার পাশাপাশি নেতাকর্মীদের বাড়িঘর এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানেও চালানো হচ্ছে হামলা। রেহাই পাচ্ছেন না কেন্দ্রীয় নেতারাও। যেখানে হামলা সেখানেই হচ্ছে মামলা। চলছে গ্রেফতারও। পাশাপাশি প্রায় প্রতিদিনই রাজনৈতিক বাহাসে জড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। সেখানে থাকছে রাজপথ দখল ও পালটা দখলের হুঁশিয়ারি। বিদ্যমান পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা-সামনের দিনগুলোতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তৃণমূলে ছড়িয়ে পড়া সংঘাত চলে আসতে পারে রাজধানীতে।
দুর্গাপূজায় ভারতে যাচ্ছে আড়াই হাজার টন ইলিশ –শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে মোট দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। আবার সরকার প্রয়োজন মনে করলে রপ্তানির এই আদেশ যেকোনো সময় বন্ধও করতে পারবে বলে অনুমোদনের শর্তে বলা হয়েছে।
২১ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার -শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময়ে ২১ দিন দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। তিনি বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।
শ্রোতাবন্ধুরা এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।
রক্ষাকবচ অভিষেকের, বিদেশে যাওয়ার অনুমতিতে বাধা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট-–শীর্ষক খবরে দৈনিক কলম লিখেছে, সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে যাওয়ার অনুমতিসহ তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। ফলে কয়লাপাচার কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে অনেকটাই স্বস্তি পেলেন অভিষেক। এই মামলায় ইডির তরফ থেকে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
‘কেউ ১০০% নিয়ন্ত্রণ করতে পারে না, ভগবানও নয়’, নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর -শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের কীর্তি প্রকাশ্যে আসতেই তৃণমূল সরকার প্রশ্নের মুখে। দুর্নীতির অভিযোগে বিদ্ধ হচ্ছেন একের পর এক নেতা। এসবের মাঝেই ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “কারও ১০০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। তবে কতটা লোভী হব, সেটা নিজেকে ঠিক করতে হবে।” এসবের পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে বিঁধলেন সিপিএমকেও। বলেন, “অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি ১০০ শতাংশ নিয়ন্ত্রণ করতে পারেন? আমি বলব, কেউ পারে না। ভগবানও পারেন না। হাতের পাঁচটা আঙুল কোনওদিনও সমান হয় না।”
ফোর্ট উইলিয়ামে অনুপ্রবেশের চেষ্টা, সেনাকর্মী সেজে ঢুকতে চাওয়া যুবককে হাতেনাতে ধরলেন রক্ষীরা –শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, ছদ্মবেশে ফোর্ট উইলিয়ামে ঢুকতে গিয়ে রক্ষীদের হাতে ধরা পড়ে গেলেন এক যুবক। কালনার বাসিন্দা ওই যুবকের নাম পলাশ বাগ। পুলিশ জানিয়েছে, ওই যুবক নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু দ্বাররক্ষীরা তাঁর জাল পরিচয়পত্রটি ধরে ফেলে। ওই যুবকের বিরুদ্ধে ফোর্ট উইলিয়ামে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতারও করা হয়েছে তাঁকে।
শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।