অক্টোবর ০২, ২০২২ ১৮:৫১ Asia/Dhaka

সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেখানকার জনগণ রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছেন। ঠিক ঐ দিনই আমরা এ সম্পর্কে কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সঙ্গে।

তবে এরইমধ্যে আনুষ্ঠানিকভাবে ঐ চারটি অঞ্চল রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে ঐ ঘটনাকে বেআইনি ঘোষণা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।

চলুন সাক্ষাৎকারটি শোনা যাক। এটি গ্রহণ ও উপস্থাপনা করেছেন গাজী আবদুর রশীদ।

 রেডিও তেহরান: অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেখানকার জনগণ রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছেন। কীভাবে দেখছেন বিষয়টিকে?

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ: দেখুন, গণভোটের রায় অনেকটা Predictable  ছিল। তবে আমি মনে করি যে এখনও এটা বার্গেইনের একটা অংশ। এখনও ডিপ্লোমেসি বা নেগোসিয়েশনের সুযোগ আছে। তবে এরইমধ্যে গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে আলাদা হওয়া দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছে। আজ (শুক্রবার) মস্কোর ঐতিহাসিক রেড স্কয়্যারে এক উৎসবমুখর পরিবেশে ওই চার অঞ্চলের নেতৃবৃন্দ রাশিয়ায় যোগদান সম্পর্কিত নথিপত্রে স্বাক্ষর করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়ার জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে তারা সবাই রাশিয়ার নাগরিক। আমরা তাদের সবাইকে রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে একীভূত করে নেয়ার ঘটনাকে বেআইনি ঘোষণা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। এদিকে জেলেনস্কিও হুশিঁয়ারী উচ্চারণ করেছেন। তবে সামিগ্রিক বিষয়ের বিবেচনায় রাশিয়ার হয়তো আরো বড় আকারে ইউক্রেনের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না।

রেডিও তেহরান: অধ্যাপক ইমতিয়াজ, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া গণভোটকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রহসন বলে মন্তব্য করেছেন। পশ্চিমারা ঐ গণভোটকে ভাঁওতাবাজি বলছে। আসলে কী তাই?

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ: দেখুন, জেলেনস্কি যে প্রহসন বলেছেন এবং পশ্চিমারা ভাঁওতাবাজি বলছেন- পুরোপুরি তেমনটি হওয়ার কথা না। কারণ বর্তমানে আমরা যে আধুনিক প্রযুক্তির মধ্যে আছি  সেখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে তা স্পষ্টকরে দেখা যায়। মানুষ জানতে পারে। আসলে পশ্চিমা মিডিয়া যেভাবে ইউক্রেন যুদ্ধটাকে দেখাতে চেয়েছে আসলে তেমনটি না সেটা বোঝা গেল।

শ্রোতা/পাঠকবন্ধুরা! আপনারা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট নিয়ে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শিগগিরিই আমাদের সাথেই থাকুন।

রেডিও তেহরান: মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে, অধ্যাপক ইমতিয়াজ, আমেরিকা বলেছে, তারা এই নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব তুলবে। কী গুরুত্ব বহন করে সম্ভাব্য এই নিন্দা প্রস্তাবের? রাশিয়া নিজেই যেখানে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ: দেখুন, আমেরিকা তাই করবে। এরইমধ্যে সেটি করেছে। সে ভালো করেই জানে এটার কোনো অর্থ নেই। কিন্তু সিমবোলিক ভ্যালু আছে।

রেডিও তেহরান:ড.ইমতিয়াজ সবশেষ যে প্রশ্নটি করব সেটি হচ্ছে- এই গণভোট থেকে কতটা লাভবান হবে মস্কে?

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ: দেখুন, মস্কো কতটা লাভবান হবে সেটা এখনই বলা মুশকিল। আমার মনে হয় না বিষয়টা লাভের।

তো অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট হওয়া নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

আর শ্রোতাবন্ধুরা! রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাতমাস পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল। এরইমধ্যে ইউক্রেনের ৪ টি অঞ্চল নিয়ে গণভোট হলো সে সম্পর্কে বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও রাজনৈতিক ভাষ্যকার অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সাক্ষাৎকার শুনলেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২

ট্যাগ