আন্তর্জাতিক স্বীকৃতি পাবে কি?
‘শুধু হিন্দুদের জন্য কৈলাসা’ নামে হঠাৎ নতুন এক রাষ্ট্রের দাবি'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৪ মার্চ শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- তিস্তায় আরো খাল খনন করবে পশ্চিমবঙ্গ, বিপর্যয়ের শঙ্কা বাংলাদেশে-কালের কণ্ঠ
- আওয়ামী লীগ একা ভোট করলে অন্যদের সামনে বিকল্প কী ?-ইত্তেফাক
- সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই, নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী- যুগান্তর
- ফুলপরীকে নির্যাতন: সানজিদাসহ ৫ ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার-প্রথম আলো
- পশ্চিমাদের রুশবিরোধী নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ আক্রান্ত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী-মানবজমিন
- মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও রাজনৈতিক দ্বিধা-বিভক্তি জাতীয় লজ্জা : বাবলা-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- বিজেপি কি ত্রিপুরায় মুখ্যমন্ত্রিত্ব থেকে মানিককে সরাবে?-আনন্দবাজার পত্রিকা
- জামিনের আবেদন খারিজ, গারদেই হোলি কাটবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিসোদিয়ার-সংবাদ প্রতিদিন
- ‘মোদী, মমতা এক বাগানের ফুল’-গণশক্তি
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
ফুলপরীকে নির্যাতন: সানজিদাসহ ৫ ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার-প্রথম আলোসহ প্রায় সব দৈনিকে প্রকাশিত এ খবরে লেখা হয়েছে, কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরীসহ পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজ দুপুর ১২টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত উপাচার্যের দপ্তরে শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালাম। সভা থেকে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে তাঁদের চূড়ান্ত বহিষ্কার করা হবে।
বহিষ্কার শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা (সেশন: ২০১৭-১৮), চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি (সেশন ২০২০-২১), আইন বিভাগের ইসরাত জাহান মিম (সেশন: ২০২০-২১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম (সেশন: ২০২০-২১) ও একই বিভাগের একই সেশনের মুয়াবিয়া জাহান। এর মধ্যে সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। অন্যরা ছাত্রলীগের কর্মী। নির্যাতনের ঘটনায় পাঁচজনকেই সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
১২ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুন। নির্যাতনের সময় তাঁকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালিগালাজ ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে এ বিষয়ে ফুলপরী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রাধ্যক্ষ ও ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দেন।
ছাত্রলীগের নির্যাতনের শিকার ফুলপরী নতুন হলে উঠছেন-প্রথম আলো
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগের নির্যাতনের শিকার ফুলপরী খাতুন হল পরিবর্তনের আবেদন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকতে চান। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শনিবারের মধ্যে ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরীকে নতুন হলে থাকার ব্যবস্থা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ফুলপুরীকে তাঁর পছন্দমতো ছাত্রী হলে আজকেই তাঁর একটি আসন বরাদ্দ দেওয়া হচ্ছে। এ জন্য শিক্ষার্থী উপদেষ্টা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। আজ থেকে ক্যাম্পাসে তাঁকে নিরাপত্তা দেওয়া হবে।
তিস্তায় আরো খাল খনন করবে পশ্চিমবঙ্গ, বিপর্যয়ের শঙ্কা বাংলাদেশে-কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, তিস্তা ব্যারেজ প্রকল্পের অধীনে আরো দুটি খাল খননের জন্য শুক্রবার প্রায় এক হাজার একর জমি দখল করেছে ভারতের পশ্চিমবঙ্গ সেচ বিভাগ। এই পদক্ষেপটি ভারতের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আরো বেশি কৃষি জমিকে সেচের আওতায় আনতে সাহায্য করলেও বাংলাদেশকে বিপর্যস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি সংকট নিরসনে এক দশকেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
অধিদপ্তরের একটি সূত্র বলেছে, ‘পরিকল্পনা অনুসারে, তিস্তা এবং জলঢাকা থেকে পানি তোলার জন্য কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা পর্যন্ত ৩২ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হবে। তিস্তার বাম তীরে আরো একটি খাল নির্মিত হবে, যার দৈর্ঘ্য হবে ১৫ কিলোমিটার হবে।’
প্রশাসনিক সূত্রে জানা গেছে, খালগুলো খনন করা হলে সেখানকার প্রায় এক লাখ কৃষক সেচের সুবিধা পাবেন। ব্যারেজটি জলপাইগুড়ি জেলার গাজলডোবায় অবস্থিত।
এদিকে ২০ বছরেরও বেশি সময় পর তিস্তা ব্যারেজ প্রকল্পের অধীনে নতুন খাল খনন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত ঢাকার দুশ্চিন্তা বাড়াতে পারে। ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে নয়াদিল্লি এবং ঢাকা তিস্তার পানি ভাগাভাগির জন্য চুক্তি করতে পারেনি।
একজন রাজনৈতিক পর্যবেক্ষক উল্লেখ করেছেন, তিস্তা প্রকল্পের আওতা বাড়িয়ে মমতা প্রমাণ করার চেষ্টা করছেন যে দেশটির উত্তরাঞ্চলের নদীর পানি দরকার।
ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশও-প্রথম আলো
দেশের ১৩টি এলাকা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভূগর্ভস্থ ফাটল বা চ্যুতি থাকার কারণে ওই কম্পন হতে পারে। সবচেয়ে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা ও সিলেটের জৈন্তাপুর এলাকা।
সব এলাকাই ঢাকা থেকে কমপক্ষে ১০০ কিলোমিটার দূরে। কিন্তু সেখানে সাত থেকে আট মাত্রার ভূমিকম্প হলে তা ঢাকায় বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক জন শিক্ষকের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন: আওয়ামী লীগ একা ভোট করলে অন্যদের সামনে বিকল্প কী ?একজোট হতে পারে অন্য দলগুলো-ইত্তেফাকে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষাবধি না এলেও নির্বাচনকে অংশগ্রহণমূলক করার সিদ্ধান্ত নিতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কীভাবে ও কোন প্রক্রিয়ায় আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করা হবে তা জনগণের সামনে এক বড় রহস্য। প্রতিটি নির্বাচনে ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণের কৃতিত্ব যেমন আওয়ামী লীগকে দিতে হয়, তেমনি নির্বাচনের পূর্বাবধি সেই কৌশল পুরোপুরি গোপন রাখার কৃতিত্বও তাদের। এই যে ‘কেউ কিছু জানে না পরিস্থিতি’, তা রাজনৈতিক অঙ্গনে অনেককে ফেলেছে মহাবিপদে।তবে আগামী নির্বাচনের কৌশল সম্পর্কে যে টুকু জানা যাচ্ছে তা হলো ‘স্বতন্ত্র’ মোড়কে ডামি ও বিদ্রোহীসহ প্রতি আসনে গড়ে ৮-১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাধ্যমে অংশগ্রহণমূলক করার কৌশলকে অগ্রাধিকার দিতে পারে আওয়ামী লীগ। যদি আওয়ামীলীগ এই ’একা’ নির্বাচন করার কৌশল অবলম্বন করে সেক্ষেত্রে অন্যদের সামনে বিকল্প কি? রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি ও প্রতিবেশ-পরিবেশে ক্ষমতাসীন আওয়ামীলীগের সেই সুযোগ ও সম্পূর্ণ সক্ষমতা রয়েছে। এককভাবে নির্বাচন করতে তাদের কোন বেগ পেতে হবে না।
এই প্রসঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের শরিকরা।রাশেদ খান মেনন বলেন, আওয়ামী লীগ অনেক অভিজ্ঞ এবং বিচক্ষণ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। তারা এখনো নির্বাচন নিয়ে আমাদের সঙ্গে কোন আলোচনা করেনি। পরিস্থিতি যদি তেমন হয় তবে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিবো
হাসানুল হক ইনু বলেন, আমি যতটুকু জানি আওয়ামী লীগ এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি আর করবে এমন সম্ভাবনাও দেখছি না। যদি আওয়ামীলীগ ’ডামি’ প্রার্থী নিয়ে একা নির্বাচন করার সিদ্ধান্ত নেয় তা হবে তাদের জন্য আত্মঘাতির কারণ।
দিলীপ বড়ুয়া বলেন,বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে এটাই বাস্তবতা।এর কোন বিকল্প নেই।আওয়ামীলীগ যদি একা নির্বাচন করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের উদ্ভব হতে পারে।
দৈনিক যুগান্তরে লেখা হয়েছে, নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘যারা বাংলাদেশকে ভালোবাসে এবং সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।’
দৈনিক মানব জমিনের খবর-রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশসহ গোটা গ্লোবাল সাউথ (বৈশ্বিক দক্ষিণ) আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যে-সব দেশ এসব নিষেধাজ্ঞা দেয়া শুরু করেছে তারা কখনো ঢাকার সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করেনি বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। অথচ এ কারণে বিশ্বজুড়ে যে-সব দেশে অর্থনৈতিক পতন ‘সবচেয়ে কঠিন আঘাত হেনেছে’ বাংলাদেশ তার অন্যতম। বুধবার জি-২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা পর দ্য হিন্দুর সঙ্গে এসব কথা বলেন তিনি।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
বিবিসি, এনডিটিভির প্রতিবেদন-‘কৈলাসা’ নামে হঠাৎ নতুন রাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক স্বীকৃতি পাবে কি?- হঠাৎ একটি নতুন রাষ্ট্রের দাবি উঠেছে। এর নাম ইউনাইটেড স্টেট অব কৈলাসা (ইউএসকে)। এটি একটি দ্বীপ রাষ্ট্র বলে দাবি করা হচ্ছে।
বিষয়টি প্রকাশ্যে এসেছে সম্প্রতি জেনেভায় জাতিসংঘের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার সম্মেলনে এক সুন্দরী তরুণী বক্তব্য দিলে।
কপালে লম্বা লাল টিপ। মাথায় জটা চুল। তার নীচ থেকে উঁকি দিচ্ছে সোনার টিকলি। গলায় রুদ্রাক্ষের মালা। পরনে গেরুয়া শাড়ি।গত ২৪ ফেব্রুয়ারি জেনেভায় ১৯তম অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার সম্মেলনে এই বেশ নিয়েই ইংরেজিতে বক্তৃতা দিচ্ছিলেন ওই তরুণী। তখন উপস্থিত সবাই নড়েচড়ে বসেন। সবারই প্রশ্ন- কে তিনি? এ রকম সাজপোশাক কেন? কোন দেশেরই-বা প্রতিনিধি তিনি? পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের পর ওই তরুণীর পরিচয় প্রকাশ্যে আসে। আর এতেই বেশ হইচই পড়ে যায়।
স্বঘোষিত হিন্দু ধর্মগুরু নিত্যানন্দের টুইটার অ্যাকাউন্টে ওই তরুণীর ছবি পোস্ট করে পরিচয় দেওয়া হয়। বলা হয়, ওই তরুণী হচ্ছেন ‘মা বিজয়প্রিয়া নিত্যানন্দ’ এবং তিনি ‘নতুন দেশ’ কৈলাসার জাতিসংঘ প্রতিনিধি।
২০১৯ সালে নিত্যানন্দের বিরুদ্ধে ভারতে ধর্ষণ এবং অপহরণের অভিযোগে একাধিক মামলা হয়। ওই সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। পরে নিত্যানন্দ দাবি করেন, নিজের এক দেশ তৈরি করেছেন তিনি। এটির নাম ‘ইউনাইটেড স্টেট অব কৈলাসা’। সে দেশে সবাই হিন্দু ধর্মাবলম্বী। শুধু হিন্দুদের জন্যই তৈরি হয়েছে এই দেশ। সেখানে হিন্দুদের সংস্কার, ঐতিহ্যকে লালন করা হয়।
বিবিসি জানিয়েছে, ইকুয়েডরের পূর্বাঞ্চলে অবস্থিত একটি দ্বীপ কিনে নিয়েছেন নিত্যানন্দ। এটিকেই তিনি নতুন দেশ বলে দাবি করছেন। তবে এ ব্যাপারে ইকুয়েডর কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
জামিনের আবেদন খারিজ, গারদেই হোলি কাটবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিসোদিয়ার-সংবাদ প্রতিদিন
খারিজ জামিনের আবেদন। হোলির উৎসব জেলবন্দি হয়েই কাটবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। আরও দু’দিন অর্থাৎ সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকতে হবে তাঁকে। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ মার্চ। শনিবার দিল্লির বিশেষ সিবিআই দাবি করে, আবগারি দুর্নীতির তদন্তে সহযোগিতা করছেন না মণীশ সিসোদিয়া। তাঁকে আরও তিনদিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফের আইনজীবী। কার্যত সেই আবেদনে সাড়া দিয়েই সিসোদিয়াকে আরও দু’দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
বিজেপি কি ত্রিপুরায় মুখ্যমন্ত্রিত্ব থেকে মানিককে সরাবে?-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, পাঁচ বছর পরে সামান্য আসনের ব্যবধান নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি জোট। কিন্তু এখনও ত্রিপুয়ার মুখ্যমন্ত্রী নির্বাচন করেনি তারা। বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সরানো হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, বুধবার আগরতলায় পরবর্তী মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য। আর সেই কর্মসূচিতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।
গণশক্তি পত্রিকার খবরে লেখা হয়েছে, ধোপে টিকলো না পুলিশের যুক্তি। জামিন পেলেন কৌস্তভ বাগচী। ব্যাঙ্কশাল আদালতের পক্ষ থেকে জামিন দেওয়া হয়েছে কৌস্তভকে। এদিন আদালতে কৌস্তভের হয়ে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।তিনি বলেন, ‘মোদী, মমতা এক বাগানের ফুল। কংগ্রেস নেতা এবং আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেপ্তারির প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘মোদী মমতা একই বাগানের ফুল। কেন্দ্রীয় সরকার বা মোদীর বিরুদ্ধে কথা বলার জন্য কংগ্রেস নেতা পবন খেরাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে দিল্লি বিমান বন্দর থেকে। ঠিক সেই ভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার জন্য গ্রেপ্তার করা হয়েছে কৌস্তভকে।’এদিন আদালতে কৌস্তভের হয়ে সওয়াল করেন বিকাশ ভট্টাচার্য। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী বলেন, ‘‘মোদী এবং মমতার মধ্যে কোন ফারাক নেই। কেন্দ্রে ফ্যাসিস্ট সরকার চলছে। রাজ্যে স্বৈরাচরি সরকার চলছে।’’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪