জুলাই ০৮, ২০২৩ ২২:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৮ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • পার্শ্ববর্তী দেশ থেকে ভয়ংকর মাদক প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
  • উন্নয়নে চক্ষুশূল হয়েছি, মানবাধিকার-গণতন্ত্র ভাঁওতাবাজি: পররাষ্ট্রমন্ত্রী
  • সরকার থাকবে, বিএনপির জগাখিচুড়ি ঐক্যের পতন অনিবার্য : ওবায়দুল কাদের-দৈনিক নয়াদিগন্ত
  • ইসরায়েলি প্রযুক্তি এনে বিরোধী নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে: মির্জা ফখরুল -ইত্তেফাক
  • বাংলাদেশে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, চায় সরকার পরিবর্তন: ইরানের রাষ্ট্রীয় টিভি (অডিও সহ)’-মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • দুপুরেই নিহতের সংখ্যা দশের উপর, যদিও রাজীব জানালেন, কমিশনের খাতায় মৃতের সংখ্যা তিন!আনন্দবাজার পত্রিকা
  • ভোট হিংসায় মমতা-অভিষেককে তোপ শুভেন্দুর, দিলেন কালীঘাট যাওয়ার ডাক-সংবাদ প্রতিদিন
  • মোদি-পদবী মামলা, রাহুলের আর্জি খারিজ আদালতে–দৈনিক আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

 পার্শ্ববর্তী দেশ থেকে ভয়ংকর মাদক প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দেশে কর্মক্ষম জনসংখ্যা ৬৫ ভাগ, যা পৃথিবীর অনেক দেশেই নেই। আমরা এগিয়ে যাচ্ছি। ডিজিটাল থেকে স্মার্ট ও উন্নত দেশের দিকে যাচ্ছি। কিন্তু সম্ভাবনাময় এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, পার্শ্ববর্তী দেশ থেকে ভয়ংকর মাদক প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে।’ আজ শনিবার বেলা আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি মাদকাসক্তি চিকিৎসা ও মানসিক হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আসাদুজ্জামান খান বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। দেশ ডিজিটাল হয়েছে। তিনি স্বপ্ন দেখছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ পরিণত করতে। সেভাবেই কাজ চলছে। আমাদের উন্নয়ন কেউ আটকাতে পারবে না। যদি আমাদের যুবসমাজ মাদকের ভয়ংকর ছোবলে আটকে যায়, তাহলে বাংলাদেশের উন্নয়নের পথ হারানোর আশঙ্কা থেকে যাবে। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। তাই মাদক ব্যবসায়ীদের থেকে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে।’

 ইসরায়েলি প্রযুক্তি এনে বিরোধী নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে: মির্জা ফখরুল -ইত্তেফাক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ইসরায়েলের নজরদারি প্রযুক্তি এনে বিরোধী দলের নেতাদের ফোন হ্যাক করছে সরকার। 

শনিবার (৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, ইসরায়েলি প্রযুক্তি পেগাসাস ব্যবহার করে সরকার বিরোধী দলের নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে। বিরোধী দলকে দমনের জন্য এবং বিরোধী মতকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তারা (সরকার) এটা করছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, চায় সরকার পরিবর্তন: ইরানের রাষ্ট্রীয় টিভি (অডিও সহ)’-মানবজমিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের মতো এবার বাংলাদেশকে নিয়ে আলোচনা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও। চীন-রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির অনুষ্ঠানে ওই দুই দেশের রাজনৈতিক নেতাদের মতোই বাক্যবাণে তুলোধুনো করা হয়েছে যুক্তরাষ্ট্রকে।

শুক্রবার (০৭ জুলাই) সংবাদভিত্তিক ২৪ ঘন্টার চ্যানেল প্রেস টিভিতে প্রচারিত ভিডিও ক্লিপটির শিরোনাম ছিল 'বাংলাদেশে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র'। অনুষ্ঠানের একেবারে শুরুতেই উপস্থাপক যুক্তরাষ্ট্রকে তীব্র আক্রমণ করে বলেন, বিশ্বজুড়ে তথাকথিত গণতন্ত্রের নামে নিজের স্বার্থে সরকার পরিবর্তনের ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি সংসদে উল্লেখ করেছেন এভাবেঃ তারা গণতন্ত্র হরণের চেষ্টা করছে। (তারা) এমন একটি সরকার আনতে চাইছে যাদের গণতান্ত্রিক ভিত্তি নেই। এমনটি করা হলে তা অগণতান্ত্রিক হবে।

সরকার থাকবে, বিএনপির জগাখিচুড়ি ঐক্যের পতন অনিবার্য : ওবায়দুল কাদের-দৈনিক নয়াদিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিসহ ৩২ দলের এই জগাখিচুড়ির ঐক্যের এক দফার আন্দোলনের পতন অনিবার্য। যে লক্ষ্য নিয়ে জগাখিচুড়ির এই ঐক্য তাতে ফল আসবে অসহনীয়।

ওবায়দুল কাদের বলেন, সরকার যেমন আছে তেমনই থাকবে। একটা ঢেউও তো জাগাতে পারেনি। তাদের আন্দোলনে নেতা কে? ক্যাপ্টেন ছাড়া কি জাহাজ চলবে? এই জগাখিচুড়ি ঐক্যে দফায় দফায় পরিবর্তন। এই ৩২ দল টিকবে কিনা তার গ্যারান্টি নেই। আগে তো ছিল ৫৪ দল। এই জগাখিচুড়ি ঐক্যের পতন অনিবার্য। শনিবার (৮ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

 উন্নয়নে চক্ষুশূল হয়েছি, মানবাধিকার-গণতন্ত্র ভাঁওতাবাজি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দ্রুত উন্নয়নের কারণে আমরা অনেকের চক্ষুশূল হয়ে গেছি। মানবাধিকার, গণতন্ত্র, গুম এগুলা সব ভাঁওতাবাজি বলেও মন্তব্য করেছেন তিনি। 

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টকে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন দেশেই মানুষ হারিয়ে যায়, আবার ফিরে আসে। তারা বলে আমাদের দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়। অথচ আয়নায় নিজেদের চেহারা দেখে না। ড. মোমেন বলেন, আমাদের রন্ধ্রে রন্ধ্রে গণতন্ত্র ও মানবাধিকার রয়েছে। পৃথিবীর কোনো দেশে এত মানুষ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য জীবন দেয়নি। বিদেশিদের এটা জানা উচিত।  তিনি আরও বলেন, বিদেশি রাষ্ট্রদূতরা দেশে আসেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে। কিন্তু অনেক সময় তারা এমন সব কথা বলেন, যা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল।

 এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

 দুপুরেই নিহতের সংখ্যা দশের উপর, যদিও রাজীব জানালেন, কমিশনের খাতায় মৃতের সংখ্যা তিন!

মনোনয়ন পর্ব থেকে শুরু হয়েছে। শনিবার, ভোটের দিনেও রাজ্যের ছ’জেলায় হিংসার জেরে প্রাণহানির অভিযোগ উঠেছে। যদিও সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ জানিয়েছেন, ভোটের দিন রাজ্যে তিন জনের মৃত্যু হয়েছে। অশান্তির দায়িত্ব তিনি ঠেলেছেন রাজ্য পুলিশের উপর। স্পষ্টই জানিয়েছেন, রাজ্যে আইনশৃঙ্খলা রাজ্য পুলিশের বিষয়। নির্বাচন কমিশনের কাজ ‘ব্যবস্থাপনা’। সেই কাজ তারা করে গিয়েছে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন এসপি এবং জেলাশাসককে। নিজের তাগিদে পুলিশ তদন্ত করবে। গ্রেফতার করবে।

শনিবার রাজ্যের ছয় জেলায় হিংসার জেরে প্রাণহানি হয়েছে। শুধু মুর্শিদাবাদেই শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পাঁচ জন মারা গিয়েছেন। যদিও নির্বাচন কমিশনার রাজীব জানিয়েছেন, শনিবার রাজ্যে মৃত্যু হয়েছে তিন জনের। আর এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দায়িত্ব ঠেলেছেন পুলিশের উপর। তিনি বলেন, ‘‘এটা তো অপরাধ। অপরাধের বিরুদ্ধে পুলিশ মামলা করবে, তদন্ত করবে। আশা করি, পুলিশ তাড়াতাড়ি ব্যবস্থা করবে।’’

ভোট হিংসায় মমতা-অভিষেককে তোপ শুভেন্দুর, দিলেন কালীঘাট যাওয়ার ডাক-সংবাদ প্রতিদিন

ভোটের সকাল থেকেই উত্তাল গোটা বাংলা। সকালেই টুইটে রাজ্যকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। ভোট দিতে গিয়েও শাসকদলের একহাত নিলেন। কালীঘাট যাওয়ার ডাক দিলেন তিনি। শনিবার অর্থাৎ ভোটের সকাল থেকেই অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক মৃত্যু ঘটেছে। এদিন ভোট দেওয়ার পর এই সব নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে চোর বলে কটাক্ষ করেন তিনি। বলেন, “কোর্টের অর্ডার ওরা মানেনি। সিভিক ব্যবহার করা হয়েছে ভোটে। এছাড়াও আদালতের কোনও নির্দেশই মানা হয়নি। কোথাও কেন্দ্রীয় বাহিনী নেই।” গুলি ও ভোট লুট নিয়ে বলেন, “এর থেকে মুক্তির পথ গণ অভ্যুত্থান। চলো কালীঘাট। প্রথম কয়েকজনকে মরতে হবে। আমি থাকব। আমার লক্ষ্য বাংলাকে বাঁচানো। তাঁর জন্য যা প্রয়োজন করব।” তিনি আরও বলেন, “কার্ড নিয়ে গিয়ে তৃণমূল যা খুশি তাই করছে। খুন করো, ধর্ষণ করো, মমতা বন্দ্যোপাধ্যায় তো আছে।” মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর চ্যালেঞ্জ ছুঁড়ে শুভেন্দু ৩৫৬ বা নির্বাচনের সময় ৩৫৫ ধারা জারির কথা বলেন। শুভেন্দুর দাবি, এটা না হলে রাজ্য শান্ত হবে না।#

ট্যাগ