জুলাই ২১, ২০২৩ ১৬:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২১ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপিকে ছাড়াই ভোটের চিন্তা আওয়ামী লীগের -প্রথম আলো
  • কিডনি বিক্রি করে প্রতারিত হয়ে নিজেই গড়ে চক্র-ইত্তেফাক
  • বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে: তথ্যমন্ত্রী-যুগান্তর
  • সোহরাওয়ার্দীতে বিএনপির তারুণ্যের সমাবেশ কাল-কালের কণ্ঠ
  • ভারতীয় সংবাদপত্রের খবর বাংলাদেশের নির্বাচন সংকটে-মানবজমিন
  • বিএনপি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে’ -ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • ‘চ্যালেঞ্জ নেওয়া লোক আমি, ’২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে’, সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকা
  • গোর্খাল্যান্ড ইস্যুতে জোর, পাহাড় নিয়ে দিল্লিতে চাপ বাড়াচ্ছেন গুরুং-সংবাদ প্রতিদিন
  • মণিপুর নিয়ে দেশজুড়ে ধিক্কার মোদী-শাহকে-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বিএনপিকে ছাড়াই ভোটের চিন্তা আওয়ামী লীগের-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ। দলটির নির্বাচনী কৌশলে বিএনপিসহ আন্দোলনকারী দলগুলোকে বিবেচনায় রাখা হচ্ছে না। সংবিধানের বিদ্যমান ব্যবস্থাতেই নির্বাচন করার পথে এগোচ্ছে তারা। তবে শেষ মুহূর্তে বিএনপি নির্বাচনে এলে করণীয় কী হবে, সেই কৌশলও ঠিক করে রেখেছে ক্ষমতাসীন দলটি। সরকার ও আওয়ামী লীগের উচ্চপর্যায়ে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। 

অন্যদিকে সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনে রয়েছে বিএনপি। দলটি এখন পর্যন্ত শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়, এই অবস্থানে অটল রয়েছে। বিএনপির এমন মনোভাব সম্পর্কে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মনে করে, বিএনপি এক দফা দাবি তুলে আলোচনার পথ বন্ধ করে দিয়েছে।

বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে: তথ্যমন্ত্রী-যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানের আলোকে। বাংলাদেশের সংবিধানে আছে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন পূর্ববর্তী সরকারের প্রধান। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন নির্বাচনকালীন সরকারপ্রধান বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ভারতীয় সংবাদপত্রের খবর বাংলাদেশের নির্বাচন সংকটে-মানবজমিনের এ শিরোনামে লেখা হয়েছে, কলকাতা থেকে প্রকাশিত দ্য স্টেটসম্যান পত্রিকা জানাচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

কিডনি বিক্রি করে প্রতারিত হয়ে নিজেই গড়ে চক্র-ইত্তেফাক

কিডনি কেনাবেচায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব বলছে, এদের দলনেতা আনিছুর রহমান নিজের কিডনি বিক্রি করে প্রতারিত হয়ে পরে একটি চক্র গড়ে তোলেন। গত বুধবার রাতে রাজধানীর ভাটারাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, আনিছুর ২০১৯ সালে ভারতে গিয়ে নিজের একটি কিডনি বিক্রি করেন। এক জন দালাল তাকে প্রলুব্ধ করেছিলেন। যারা ধরা পড়েছেন তারা হলেন আনিছুর রহমান, আরিফুল ইসলাম রাজিব, সালাউদ্দিন তুহিন, সাইফুল ইসলাম ও এনামুল হোসেন। আনিছুরের দাবি, যাকে তিনি কিডনি দিয়েছেন, তার কাছ থেকে যত টাকা নেওয়া হয়, তার চেয়ে তাকে দেওয়া হয় অনেক কম। র‍্যাবের ভাষ্য, ভারতে কিডনি প্রতিস্থাপনে রোগীদের ব্যাপক চাহিদা আছে ভেবে পরে নিজেই একটি চক্র গড়ে তোলেন আনিছুর। ভারতে যারা এই কারবারে জড়িত, তাদের সঙ্গে গড়ে তোলেন সখ্য।

কানাডার ভিসা না পাওয়া নিয়ে ভিসির বক্তব্য হাস্যকর: রুমিন ফারহানা-যুগান্তর

ভিসা না পাওয়ায় কানাডায় যেতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ইয়র্ক ইউনিভার্সিটির এক প্রোগ্রামে যোগ দিতে গত ১৫ জুন ভিসার জন্য ঢাকার কানাডিয়ান হাইকমিশনে আবেদন করেন তিনি। কিন্তু এক মাস পার হলেও ভিসা পাননি ভিসি। তাই কানাডায় যাওয়ার উদ্যোগ বাতিল করতে হয়েছে ঢাবি ভিসিকে। বর্তমানে এ বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে।

বৃহস্পতিবার নিজস্ব ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কথা বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান কিন্তু কূটনৈতিক পাসপোর্টধারী। পদাধিকার বলে তিনি কূটনৈতিক পাসপোর্ট পান। তার পরও তার ভিসা আবেদন নাকচ করে দিয়েছে কানাডা দূতাবাস। 

রুমিন ফারহানা বলেন, ভিসা না পাওয়ার বিষয়ে ভিসি বলেছেন, যথেষ্ট সময় নিয়ে আবেদন করা হয়নি। তিন মাস সময় নাকি ভিসা পেতে লাগে। এ জন্য তার ভিসা নাকচ করে দিয়েছে। এটি খুবই হাস্যকর। রুমিন ফারহানা বলেন, সাধারণ জনগণও যদি কানাডা ভিসার জন্য আবেদন করে তা হলে কারও তিন মাস সময় লাগবে না। কারও দুই মাস লেগেছে বলে আমার মনে হয় না। তার আগেই হয়েছে। তবে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ লাগে তাদের প্রসেস করতে। কিন্তু দুই মাস না। আর কোনো কনফারেন্স হলে সপ্তাহখানেকের মধ্যে ভিসা দিয়ে দেয় দূতাবাস। 

নিজের অতীত অভিজ্ঞতা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ব্যারিস্টারি পাশ করে দেশে আসার পর আইনজীবী হিসেবেও জুনিয়র ছিলাম। তখন আমি কানাডা যাওয়ার জন্য ভিসা আবেদন করেছিলাম দূতাবাসে। মাত্র ৭ দিনের মাথায় দূতাবাস থেকে ভিসা দিয়েছিল। এটি ১৩ বছর আগের ঘটনা।

ঢাবি ভিসির প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি একজন সহজ সরল মানুষ। সহজ সরল বলছি এ জন্য যে, যখন বুদ্ধিজীবী সমাজ, শিক্ষক সমাজ, নাগরিক সমাজ যেই সরকারের বিপক্ষে যায় না কেন খুবই সোচ্চার, তারা একেবারে গর্তের নিচে চলে গেছেন। যখন মার্কিন ভিসানীতি দিলেন, সেই সময়ে তিনি আওয়াজ তুলে ছিলেন ভিসানীতির বিরুদ্ধে। ভিসানীতি নিয়ে কথা বলেছিলেন ঢাবি ভিসি।

তিনি বলেছিলেন, আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি দিয়েছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এ ভিসানীতি দেওয়া হয়েছে।

অথচ এ নিয়ে কথা বলার কথা ছিল ড. জাফর ইকবালের। কিন্তু তিনি কোনো এ বিষয়ে কথা বলেননি।    

কানাডার ভিসানীতিতে কী বলা হয়েছে, নিজের দেশের জন্য ক্ষতিকর এমন কোনো ব্যক্তিকে ভিসা দেয় না কানাডা। জঙ্গিবাদ, মানবাধিকার লঙ্ঘন জড়িত তাদের ভিসা দেবে না। তাদের আরেকটি পলিসি— তারা নিষেধাজ্ঞা দেবে না, আবারও ভিসাও দেবে না।  

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচি আয়োজিত কর্মসূচিতে লোকসভা ভোটে দলের রণকৌশল নিয়ে বার্তা দিলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশস্থল থেকে ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী।তিনি বলেন শীঘ্রই খেলা শুরু হবে। আরও বলেন আমি চ্যালেঞ্জ নেয়া লোক। মমতা বলেন, ‘‘২০২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে। বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দেবেন সাধারণ মানুষ। মণিপুরের মহিলাদের যে ভাবে অত্যাচার করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি সরকারের লজ্জা করা উচিত।’’ পাশাপাশি দলনেত্রী আরও বলেন, ‘‘ইন্ডিয়া লড়বে। পাশে সৈনিকের মত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে তৃণমূল। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি হারলে ভারত জিতবে।’’

বিবিসির বিশ্লেষণ মণিপুরের ভিডিও: সংঘাতে ধর্ষণ কেন বারবার অস্ত্র-এতে বলা হয়েছে, সংঘাতকালে নারীদের প্রায়ই চড়া মূল্য দিতে হয়। ভারতের মণিপুর রাজ্যে দুই নারীর ওপর ভয়াবহ যৌন সহিংসতার ভিডিও চিত্র প্রকাশ্যে আসার পর বিষয়টি আবার আলোচনায়।দীর্ঘদিন ধরেই সংঘাতের সময় অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ‘ধর্ষণ’।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৭ সালে দেশভাগ, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ১৯৮৪ সালে ভারতে শিখবিরোধী দাঙ্গা, শ্রীলঙ্কার গৃহযুদ্ধ, ২০০২ সালে ভারতের গুজরাটে দাঙ্গার সময় দলবদ্ধ ধর্ষণসহ যৌন নির্যাতনের ভয়ংকর সব ঘটনা ঘটেছিল।

গণশক্তির খবরে লেখা হয়েছে, মণিপুর নিয়ে দেশজুড়ে ধিক্কার মোদী-শাহকে ‘ডেমোক্র্যাসি নয়, দেশে মোদী রাজত্বে চলছে মোবোক্র্যাসি’। মণিপুরে দুই আদিবাসী মহিলার সঙ্গে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, তার মাত্র ২৬ সেকেন্ডের একটি ভিডিও সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সংসদের ভিতরে তো বটেই, বাইরেও বিরোধীরা নরেন্দ্র মোদীর তুলোধোনা করে ছেড়েছেন এভাবেই। দেশের এই অসুস্থ, অমানবিক পরিস্থিতির জন্য মোদী সরকারই যে দায়ী, একযোগে বলেছেন দেশের তাবড়-তাবড় রাজনীতিকরা।

ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, প্রতিশোধ নিতে প্রায়ই নারীদের যৌন নির্যাতন করা হয়েছে।

গোর্খাল্যান্ড ইস্যুতে জোর, পাহাড় নিয়ে দিল্লিতে চাপ বাড়াচ্ছেন গুরুং-সংবাদ প্রতিদিন

নতুন করে ‘গোর্খাল‌্যান্ড’-এর মতো বিচ্ছিন্নতাবাদীকে সামনে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই বিজেপির টিকিটে দার্জিলিং থেকে নির্বাচিত বিধায়ক নীরজ জিম্বা গোর্খাল‌্যান্ড অথবা পাহাড়কে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি করেন। আর এবার সুযোগ বুঝে গোর্খাল‌্যান্ড ইস্যুতে দিল্লির উপর চাপ বাড়াতে শুরু করলেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। এ ব‌্যাপারে তিনি সময়সীমাও বেঁধে দিলেন।

শ্রোতা/পাঠকবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২১

ট্যাগ