জুলাই ৩০, ২০২৩ ১৬:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩০ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ঢাকার প্রবেশমুখে বিএনপি-পুলিশের সংঘর্ষে ১১ মামলা, আসামি ৫৪৭-প্রথম আলো
  • নির্বাচন কমিশনের চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রিজভী-ইত্তেফাক
  • রাষ্ট্রমন্ত্রী জানালেন আটক ৭০০, অভিযোগ না থাকলে থানা থেকেই মুক্তি-যুগান্তর
  • ‘সরকারের কাছে এতো টাকা নেই যে, গয়েশ্বরকে কিনতে পারে’-মানবজমিন
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, ঢাকায় শিশু আক্রান্তের হার বেশি-ডেইলি স্টার বাংলা
  • গতকাল মানুষ বিএনপির ভয়ংকর চেহারা দেখেছে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • ওই কুকি আসছে’, দুরন্ত বাচ্চাকে ভয় দেখাচ্ছেন মা, কুকি শিশু বলছে, ‘বড় হয়ে আমি মেইতেই মারব -আনন্দবাজার পত্রিকা
  • ‘কত রান করেছিল আপনার ছেলে?’ পরিবারতন্ত্র নিয়ে শাহকে পালটা দিলেন স্ট্যালিনের ছেলে-সংবাদ প্রতিদিন
  • নিজেদের গর্তে হোঁচট খেলেন প্রধানমন্ত্রী-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

শুরুতে রাজনীতির খবর। প্রথম আলো পত্রিকার শিরোনাম-ঢাকার প্রবেশমুখে বিএনপি-পুলিশের সংঘর্ষে ১১ মামলা, আসামি ৫৪৭। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ঢাকার প্রবেশমুখে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজধানীর ৭ থানায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৫৪৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের বেশির ভাগই বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা–কর্মী।এসব মামলায় মোট গ্রেপ্তার ১৪৯ জন।বিস্ফোরক উদ্ধার, বাস পোড়ানো, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় এসব মামলা করা হয়েছে। মামলাগুলোর বাদী পুলিশ।

প্রথম আলো, ইত্তেফাক যুগান্তরসহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে, চ্ট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনের বিষয়টি। দৈনিকগুলো লিখেছে, এক কেন্দ্রে গোপন কক্ষে ঢুকে 'ভোটারদের তদারক' করছেন এক নারী।প্রথম আলোর মতামত কলামের শিরোনাম এরকম, আপনি জানেন কি একটি উপনির্বাচনে ভোট হচ্ছে?

‘সরকারের কাছে এতো টাকা নেই যে, গয়েশ্বরকে কিনতে পারে’-মানবজমিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গোয়েন্দা সংস্থা ডিবির কার্যালয়ে সংস্থাটির পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয়েছিল, তা তিনি খাননি। ডিবিপ্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং সৌজন্যতা রক্ষায় হারুনের জন্য বাসা থেকে নিয়ে আসা খাবার থেকে ভাতসহ হালকা সবজি ও রুই মাছের একটি টুকরা খান তিনি।তবে আপ্যায়ন করে সেটার ছবিসহ ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য কর্মকাণ্ড বলে  মন্তব্য করেন গয়েশ্বর।

 যারা এ কাজটি করেছে তা অত্যন্ত নিম্নরুচির পরিচায়ক মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন,  একধরনের তামাশাপূর্ণ নাটক। এতে কি সরকার প্রমাণ করতে চায় যে আমরা হা-ভাতে? ভিক্ষা করে খাই? গ্রামের ভাষায় বলা হয় ‘খাইয়ে খোটা দেয়া’।তিনি আরও বলেন, সরকারের কোনো প্রলোভন গয়েশ্বরকে কিনতে পারবে না। সরকারের কাছে এতো টাকা নেই যে, গয়েশ্বরকে কিনতে পারে।সরকার গ্রেপ্তার করতে পারে, এমনকি প্রাণও নিতে পারে- এই শক্তি সরকারের রয়েছে। কিন্তু গয়েশ্বরকে কিনতে পারবে না।

গতকাল মানুষ বিএনপির ভয়ংকর চেহারা দেখেছে : প্রধানমন্ত্রী

 আন্দোলনের নামে দেশে ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি যাতে কেউ ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করে বাংলাদেশের ক্ষতি করতে না পারে।’গতকাল (শনিবার) বেশ কয়েকটি বাসে বিএনপির অগ্নিসংযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের চরিত্র আপনারা ভালো করেই জানেন, এরা সন্ত্রাসী।

ক্টোবরে তফসিল, ডিসেম্বরের শেষে হতে পারে ভোট: সিইসি-ইত্তেফাক

বিস্তারিত খবরে লেখা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবরে ও ডিসেম্বরের শেষের দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।রোববার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।তিনি বলেন, এটি তো আমাদের রোডম্যাপে বলে দেওয়াই আছে যে, ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তফসিল আজকে করলাম না কালকে করলাম ওইটা তো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ নির্বাচনটা কবে হচ্ছে।

রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনে চায়ের আমন্ত্রণ জানানো হয়েছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

‘কত রান করেছিল আপনার ছেলে?’ পরিবারতন্ত্র নিয়ে শাহকে পালটা দিলেন স্ট্যালিনের ছেলে-সংবাদ প্রতিদিন

তামিলনাড়ুতে (Tamil Nadu) গিয়ে বরাবরের মতো মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin) এবং ডিএমকে (DMK) জোটকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পালটা দিলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন (Undhayanidhi Stalin)। প্রশ্ন তুললেন, কীসের ভিত্তিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে বসেছেন অমিত শাহর ছেলে জয় শাহ? “কত রান করেছিলেন আপনার ছেলে?”

ওই কুকি আসছে’, দুরন্ত বাচ্চাকে ভয় দেখাচ্ছেন মা, কুকি শিশু বলছে, ‘বড় হয়ে আমি মেইতেই মারব -আনন্দবাজার পত্রিকা

জাতিতে জাতিতে, ধর্মে-ধর্মে দ্বন্দ্ব মণিপুরে নতুন নয়। এ আগে মেইতেই-মুসলমান, মেইতেই-নাগা, নাগা-কুকি, অথবা মেইতেই-কুকি সংঘর্ষের নজির রয়েছে। কিন্তু পরিস্থিতি এতটা খারাপ হয়নি।এক অলিখিত ‘পার্টিশন’ দেখে এলাম। চূড়াচাঁদপুর বা মোরে-র মতো পাহাড়ি, কুকি অধ্যুষিত অঞ্চল থেকে পালিয়ে এসেছেন মেইতেইরা। আশ্রয় নিয়েছেন ইম্ফল উপত্যকার ত্রাণ শিবিরে। অন্য দিকে, ইম্ফলে থাকতেন যে সব কুকি, তাঁদের ঠাঁই হয়েছে উত্তর-দক্ষিণের পাহাড়ি এলাকার ত্রাণ শিবিরে। রাজ্য জুড়ে প্রায় সাড়ে তিনশো ‘রিলিফ ক্যাম্প’।

নিজেদের গর্তে হোঁচট খেলেন প্রধানমন্ত্রী-গণশক্তি

জাতীয় শিক্ষা নীতির তিন বছর পূর্তি হলো। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়ে নিজেরদের গর্তেই হোঁচট খেলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, "নয়া শিক্ষা নীতি দেশের প্রতিটা ভাষাকে গুরুত্ব পাচ্ছে। এই ভাষা নিয়ে যারা রাজনীতি করে হিংসা ছড়ায় তাদের মুখ আজ বন্ধ।"

কারা ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে হিংসা ছড়ায়? প্রধানমন্ত্রী ভুলে গেলেন। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান কাদের স্লোগান?

তাঁর দলের।

বিভিন্ন রাজ্যে ভাষার ভিত্তিতে মানুষে মানুষের ভাগ করার কাজ চালিয়ে যাচ্ছে বিজেপি।পশ্চিমবঙ্গে রাজবংশী, আদিবাসীদের ভাষার ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে বিজেপি। গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে এই চক্রান্ত চলছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৩০

ট্যাগ