অক্টোবর ২১, ২০২৩ ১৫:৩৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২১অক্টোবর শনিবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের সবগুলো দৈনিকে আইনজীবীদের মহাসমাবেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। তো আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট/ সহিংস হতে পারে নির্বাচন, আসতে পারে নিষেধাজ্ঞা: মানবজমিন
  • জাতির পিতার হাত ধরে বাংলাদেশের বিচারকাঠামো গঠিত: প্রধানমন্ত্রী: দৈনিক ইত্তেফাক
  • ২৮ অক্টোবর ঘিরে বিএনপিকে মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি আওয়ামী লীগের: দৈনিক প্রথম আলো
  • ‘খালেদা জিয়ার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে, শেখ হাসিনার অধীনে কীভাবে সম্ভব’:যুগান্তর।
  • যথাসময়ে স্নাতক শেষ হচ্ছে না ১০ শতাংশ ঢাবি শিক্ষার্থীর: কালের কণ্ঠ
  • ফিলিস্তিনের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ: এ খবরটি দিয়েছে দৈনিক নয়াদিগন্ত

 

ভারতের শিরোনাম:

  • ৯ বছরে ২৫ লক্ষ কোটি টাকার ঋণ মকুব কেন্দ্রের, জানাল রিজার্ভ ব্যাঙ্ক - দৈনিক পুবের কলম
  • রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণে ‘সতর্কতা’, বিতর্কে ইউটিউব – দৈনিক সংবাদ প্রতিদিনি
  • সপ্তমীর দুপুরে শহরে ট্র্যাফিক পরিষেবা স্বাভাবিক রইল, সন্ধ্যায় ভিড় সামলাবে বাড়তি পুলিশ -আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট/ সহিংস হতে পারে নির্বাচন, আসতে পারে নিষেধাজ্ঞা:- শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহিংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। বিরোধীদের দাবি মানছে না সরকার। সঙ্গে আছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি। ফলে চীন ও ভারতের ওপর নির্ভরতা বাড়তে পারে বাংলাদেশের। গ্রুপটি ১৮ই অক্টোবর তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশ নিয়ে এক প্রতিবেদনে এ কথা বলেছে। এতে আরও বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে পদত্যাগের দাবি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার উপেক্ষা করবে বলে মনে হচ্ছে। একই সঙ্গে নির্বাচন তদারকি করার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দাবিও উপেক্ষা করবে। পক্ষান্তরে তারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অব্যাহতভাবে দমনপীড়ন চালাবে বলে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ উল্লেখ করেছে। 

এতে তারা আরও বলেছে, বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সমর্থকরা রাজপথের সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। হামলা হতে পারে দলীয় অফিস ও প্রার্থীদের ওপর। সরকারের বিরোধিতায় আরও সক্রিয় হয়ে উঠতে পারে ইসলামপন্থি গ্রুপগুলো। নির্বাচনে ভোট জালিয়াতির আশঙ্কায় সম্ভবত নির্বাচন বর্জন করবে বিরোধী দল।

জাতির পিতার হাত ধরে বাংলাদেশের বিচারকাঠামো গঠিত: প্রধানমন্ত্রী:- শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, জাতির পিতার হাত ধরে বাংলাদেশের বিচারকাঠামো গঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন,‌ ‌‌‘মানবাধিকার, ন্যায়বিচার, কৃষি, শিল্প, স্বাস্থ্য সবকিছু তিনি করে গেছেন। সমুদ্র সীমা বাড়ানোর ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারও তিনি শুরু করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৮ অক্টোবর ঘিরে বিএনপিকে মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি আওয়ামী লীগের:-শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে এই মুহূর্তে ‘সর্বোচ্চ’ গুরুত্ব দিচ্ছে সরকার ও আওয়ামী লীগ। দলটির নীতিনির্ধারকদের অনেকে তাঁদের সরকারের মেয়াদের শেষ সময়ে এসে ওই মহাসমাবেশকে বিএনপির ‘মরণ কামড়ের’ শুরু হিসেবে দেখছেন। এ জন্য বিএনপির এই সমাবেশে চাপ প্রয়োগ করে জমায়েত ছোট করা, এমনকি হতে না দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ক্ষমতাসীন দল।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ও আওয়ামী লীগ রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে যৌথ পরিকল্পনা করছে। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক দিন ধরে যে গ্রেপ্তার অভিযান শুরু করেছে, তা অব্যাহত থাকবে। বিএনপির যেসব নেতা লোক জমায়েতে ভূমিকা রাখেন এবং কর্মীদের ওপর যাঁদের প্রভার রয়েছে—এসব নেতাকে গ্রেপ্তার করা হতে পারে। অন্যদিকে ঢাকার প্রবেশমুখগুলোতে কড়া পাহারাও বসানো হবে।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ঢাকায় একটি বড় সমাবেশ করবে। এর বাইরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক পাহারার ব্যবস্থাও রাখা হতে পারে।

খালেদা জিয়ার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে, শেখ হাসিনার অধীনে কীভাবে সম্ভব- শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, দ্বাদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে নেতাদের কথার লড়াই। বিভিন্ন টেলিভিশনের টকশোতে হাজির হয়ে নিজ নিজ দলের পক্ষে কথা বলে অবস্থান জানান দিচ্ছেন নেতারা।

শুক্রবার বেসরকারি একটি টেলিভিশনে টকশোর আয়োজন করা হয়। সেখানে অংশ নেন আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

টকশোর একপর্যায়ে শামীম ওসমানকে উদ্দেশে করে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, খালেদা জিয়া বিএনপির প্রধান, তার অধীনে সুষ্ঠু নির্বাচন না হলে আজকের আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার অধীনে কীভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব। পরে শামীম ওসমান বিএনপির নেতা আব্দুস সালামের কাছে প্রশ্ন ছুড়ে দেন— আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার শুনবে না; বিএনপি তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না। এর মধ্যেখানে কীভাবে সমাধান হতে পারে?

যথাসময়ে স্নাতক শেষ হচ্ছে না ১০ শতাংশ ঢাবি শিক্ষার্থীর: শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ শতাংশের বেশি শিক্ষার্থী চার বছরে স্নাতক শেষ করতে পারছেন না। অনুষদভেদে এই হার ১০ থেকে ২০ শতাংশ। তবে বিজ্ঞানবিষয়ক অনুষদগুলোতে তা ২০ থেকে ৪৭ শতাংশ। গত চার শিক্ষাবর্ষের যথাসময়ে স্নাতক শেষ করতে পারেননি এমন শিক্ষার্থীর সংখ্যার গড় প্রায় ৯৭৩। অর্থাৎ প্রতি শিক্ষাবর্ষে ঢাবিতে গড়ে ৯৭৩ জন শিক্ষার্থী যথাসময়ে স্নাতক শেষ করতে পারেননি।

ফিলিস্তিনের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ:- শীর্ষক আলাদা দুটি খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, ইসরাইলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এর আগে গত বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরাইলি দখলদার বাহিনীর সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

শ্রোতাবন্ধুরা এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।

৯ বছরে ২৫ লক্ষ কোটি টাকার ঋণ মকুব কেন্দ্রের, জানাল রিজার্ভ ব্যাঙ্ক-শীর্ষক খবরে দৈনিক পুবের কলম লিখেছে, বিলিয়ন বিলিয়ন ঋণ নিয়ে শোধ না দিয়েই বিদেশে পালিয়ে যাচ্ছে শিল্পপতিরা। আবার নির্দিষ্ট কয়েকজন শিল্পপতি-বন্ধুদের ঋণখেলাফি ঘোষণা না করে মকুব করে দেওয়া হচ্ছে। আর মাত্র কয়েক হাজার টাকা দেনার দায়ে আত্মহত্যা করছেন দেশের শত শত কৃষক, দরিদ্র পরিবারের মানুষ। ২০১৪ সালের পর থেকে এটাই ‘স্বাভাবিক’ হয়ে উঠেছে দেশে। বাংলার মমতা সরকার একশো দিনের কাজের টাকা পাচ্ছে না, অথচ একের পর এক ঋণ মকুব করে দিচ্ছে কেন্দ্র। এ যেন খয়রাতির সরকার।

রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণে সতর্কতা, বিতর্কে ইউটিউব–শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিনি লিখেছে, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বক্তৃতায় সতর্কবার্তা! এমন পদক্ষেপ করায় ইউটিউবকে তুলোধনা করল কংগ্রেস। সংস্থাটি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ‘হাতের পুতুল’ বলেই সমালোচনায় মুখর হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। ঘটনার সূত্রপাত সম্প্রতি। ভোটমুখী রাজ্য তেলেঙ্গানায় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর দেওয়া বক্তৃতার একটি ভিডিওয় ইউটিউব ইন্ডিয়া ‘দর্শকের বিচক্ষণতা’ বিষয়ক সতর্কবার্তা দিয়েছে। যাতে বলা হয়েছে, ‘নিম্নলিখিত বিষয়বস্তুতে আত্মহত্যা বা আত্মক্ষতির মতো বিষয় থাকতে পারে।’ যা নিয়ে তেলেবেগুনে জ্বলে উঠেছে কংগ্রেস।

সপ্তমীর দুপুরে শহরে ট্র্যাফিক পরিষেবা স্বাভাবিক রইল, সন্ধ্যায় ভিড় সামলাবে বাড়তি পুলিশশীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, সপ্তমীর সকাল থেকে দুপুর পর্যন্ত কলকাতার ট্র্যাফিক পরিষেবা মোটের উপর স্বাভাবিক থাকল। তবে শনিবার সকাল থেকে মেট্রো বন্ধ থাকার কারণে কাজে বেরিয়ে অসুবিধায় পড়তে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীদের কেউ কেউ। সন্ধ্যায় ঠাকুর দেখার ভিড় আরও বাড়তে পারে, এমনটা ধরে নিয়েই তার মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ