৩২ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই
'বাংলাদেশে 'দুই বেগমের যুদ্ধে' ভারত-চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর অনলাইন ভার্সন ও ই পেপারের বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
বাংলাদেশের শিরোনাম:
- ‘আমরা আর মামুরা স্টাইলে’ নির্বাচনের চেষ্টা করছে: রিজভী-প্রথম আলো
- ৩২ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই-ইত্তেফাক
- বাংলাদেশে 'দুই বেগমের যুদ্ধে' ভারত-চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে-মানবজমিন
- মাঠপর্যায়ে রদবদল শুরু-যুগান্তরের প্রধান শিরোনাম
- কর্মী পাচ্ছে না বিএনপি, ভাড়া করা টোকাই দিয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে: কাদের-ডেইলি স্টার বাংলা
কোলকাতার শিরোনাম:
- তিন রাজ্যে জয়ের পরেই স্পিকারের সঙ্গে সংঘাতে শুভেন্দু-আনন্দবাজার পত্রিকা
- তালপুকুরে ঘটি ডুবছে না কংগ্রেসের, ইন্ডিয়া জোটে ‘হেভিওয়েট’ মমতাই-সংবাদ প্রতিদিন
- ফাঁস রুখতে ব্যবস্থা, মাধ্যমিকে প্রশ্নপত্রে থাকবে ইউনিক নম্বর-গণশক্তি
- উত্তরপ্রদেশের পর মরুরাজ্যের মসনদেও যোগী!-আজকাল
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিকগুলো ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করেছে।
‘আমরা আর মামুরা স্টাইলে’ নির্বাচনের চেষ্টা করছে: রিজভী-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের মধ্যে দেশপ্রেম নেই। দেশ বিক্রি করে হলেও তারা ক্ষমতায় থাকতে চায় বলে অভিযোগ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ‘আমরা আর মামুরা (মামা) স্টাইলে’ নির্বাচন করতে চেষ্টা করছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল এক মাসের বেশি সময় ধরে অবরোধ ও হরতাল পালন করছে।
মনোনয়ন পত্র বাতিল সম্পর্কিত খবরে প্রথম আলো লিখেছে, ঋণখেলাপি হওয়ায় কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এখানে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে।
ইত্তেফাকের অপর একটি খবরে লেখা হয়েছে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি হলেও ৩২টি আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। আসনগুলোর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের হেভিওয়েট কয়েক জন প্রার্থীর আসন রয়েছে। ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী না থাকায় এবং ডামি প্রর্থী না দেওয়ার কারণে এসব আসনে স্বতন্ত্র প্রার্থী নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তারা। নির্বাচনে অংশগ্রহণ করা দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইসি। সংস্থাটির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী নির্বাচনে আসা নিবন্ধিত দলের সংখ্যা ২৯টি। তবে ইসির এ তালিকায় নির্বাচন বর্জনকারী একটি দলও রয়েছে। যা নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মহাসচিব নিজেই। ফলে ইসির এ তালিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।এতে আরও বলা হয়েছে, মাঠের তথ্যানুযায়ী ইউএনও-ওসিদের বদলির সিদ্ধান্ত ইসির। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সব থানার ওসিদের রদবদলে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করছে দীর্ঘদিন ধরে যারা আছে তারা (নির্বাচনে) প্রভাবিত হতে পারে। ওবায়দুল কাদের ব্ক্তব্য ছেপেছে ডেইলি স্টার বাংলা। সেখানে বলা হয়েছে, কর্মী পাচ্ছে না বিএনপি, ভাড়া করা টোকাই দিয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। আর যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থী হওয়া কাউকে দল থেকে বহিষ্কার করবে না আ.লীগ। দৈনিকটির অপর এক খবরে বলা হয়েছে, নির্বাচনের প্রাক্কালে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে চায় ক্ষমতাসীন দল। তবে নির্বাচন কমিশন বলছে, এ ধরনের সভা-সমাবেশ করতে হলে আওয়ামী লীগকে কমিশনের অনুমতি নেওয়া লাগবে।
ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন-বাংলাদেশে 'দুই বেগমের যুদ্ধে' ভারত-চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে-এটি মানবজমিনে পরিবেশিত হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জানুয়ারির নির্বাচন শুধু ওই দেশের জন্যই নয়, আরও অনেকের জন্যই গুরুত্বপূর্ণ। ভারত ও চীন সেখানে এক শিবিরে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করছে। যুক্তরাষ্ট্রকে খালেদা জিয়ার পাশে থাকতে দেখা যাচ্ছে।বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রভাব দেশটির সীমানা ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া, ভারত থেকে চীন; ০৭ জানুয়ারির নির্বাচন বেশ কয়েকটি দেশের জন্যই বড় একটি ইস্যু। (এক্ষেত্রে) জোটের ঐতিহ্যগত হিসেবগুলোও কিছুটা ঝাপসা হয়ে গেছে।ভারতের ক্ষেত্রে এটি তার নিকটবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ এক নির্বাচন। বাংলাদেশে তার কয়েক দশক পুরনো প্রভাব, ১৯৭১ সালে পাকিস্তান থেকে মুক্ত করতে যাকে সে সাহায্য করেছিল; চীন এখন তাকে চ্যালেঞ্জ করছে। এর সাথে যোগ হয়েছে নির্বাচনী প্রক্রিয়ায় মার্কিন হস্তক্ষেপ।
যুক্তরাষ্ট্রের অবস্থান অবশ্য তার মিত্র ভারতকে রাশিয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী চীনের সাথে একই শিবিরে রেখেছে বলেই বিশেষজ্ঞরা বলছেন। বাংলাদেশে তাদের স্বার্থ ও আকাঙ্খার ক্ষেত্রে ভারত ও চীনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আওয়ামী লীগকে সমর্থনের ইস্যুতে তারা একই পক্ষে রয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শান্তনু মজুমদার ইন্ডিয়াটুডে ডট ইনকে বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধির নেপথ্যে বঙ্গোপসাগর অন্যতম গুরুত্বপূর্ণ এক কারণ। "তারা সবাই সামরিক, বাণিজ্যিক এবং প্রাকৃতিক সম্পদের উদ্দেশ্যে ভারত মহাসাগরের উত্তর-পূর্ব অংশে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ইচ্ছুক।"ঢাকায় কেউ কেউ মনে করেন, শেখ হাসিনা সরকারকে চাপ দিতে যুক্তরাষ্ট্র 'অবাধ ও সুষ্ঠু নির্বাচনের' ইস্যুকে ব্যবহার করছে।
এর বিপরীতে, কেউ কেউ আবার শাসক দলের পক্ষ নেওয়ার জন্য ভারতকে দায়ী করেন।
"যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্যাপক আগ্রহ দেখিয়েছে। প্রকৃতপক্ষে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের স্বার্থ-ভিত্তিক বিশ্বদর্শনের অংশ নয়, তবে অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ওয়াশিংটনের বিশেষ সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে নির্বাচনের সময়,” অনন্ত অ্যাস্পেন সেন্টার এর সিইও এবং পররাষ্ট্র নীতি বিশ্লেষক ইন্দ্রাণী বাগচী এমনটাই বলছিলেন।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত
তিন রাজ্যে জয়ের পরেই স্পিকারের সঙ্গে সংঘাতে শুভেন্দু-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে বিজেপির জয়ের রাস্তা মসৃণ হওয়ার ইঙ্গিত পেতেই আবারও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তিন রাজ্যে জয়ের গন্ধ পেতেই দেশ জুড়ে উৎসব শুরু হয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।
তালপুকুরে ঘটি ডুবছে না কংগ্রেসের, ইন্ডিয়া জোটে ‘হেভিওয়েট’ মমতাই-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, রবিবার সকালে গণনা শুরু হতে দেখা গিয়েছিল তেলেঙ্গানার পাশাপাশি ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেসই। এমনকী, রাজস্থানেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মধ্যপ্রদেশে সামান্য পিছিয়ে থাকলেও আশা ছাড়েননি সমর্থকরা। কিন্তু বেলা সামান্য গড়াতেই ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে হাত শিবিরের আশা। একমাত্র তেলেঙ্গানা ছাড়া সর্বত্রই ছবিটা চূড়ান্ত হতাশাজনক। এই পরিস্থিতিতে স্পষ্ট, বিরোধী ইন্ডিয়া জোটের ‘বড়দাদা’ হওয়ার চেষ্টা এর পর হাত শিবিরের পক্ষে করা আর সম্ভব হবে না। বরং ক্রমেই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী।প্রসঙ্গত, পাঁচ রাজ্যের নির্বাচনের কারণে ইন্ডিয়া (INDIA) জোটের কাজ যেন স্থবির হয়ে গিয়েছে গত বেশ কয়েক সপ্তাহ। আর এজন্য দায়ী কংগ্রেসই। নেতারা ভোটের প্রচারে ব্যস্ত, এই অজুহাত দিতে দেখা গিয়েছে হাত শিবিরের নেতাদের। আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা করার প্রয়োজনও বোধ করতে দেখা যায়নি তাঁদের।
দৈনিকটির অপর একটি খবরের শিরোনাম-প্রসঙ্গত, এই জয় বিজেপির সাফল্য নয়, কংগ্রেসের ব্যর্থতা, তীব্র আক্রমণ তৃণমূলের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ২০২৪-এর লোকসভা ভোটের আগে গোবলয়ে হোয়াইট ওয়াশ কংগ্রেস। ‘হার্ট অফ ইন্ডিয়া’য় ফুটল পদ্ম। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, ভালোবাসার দোকান কিংবা নরম হিন্দুত্ব কোনও কিছুই গোবলয়ের জনতার মন কাড়তে পারেনি। উলটে ‘মোদি ম্যাজিকে’ ভরসা রেখেছে তারা। আর ঠিক এখানেই কংগ্রেসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উলটোদিকে বিজেপির জয়রথ ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প দূরবিন দিয়েও খুঁজে পাওয়া ভার হয়ে দাঁড়াচ্ছে। ৪ রাজ্যের ভোটের ফলাফল সামনে আসার পরই কংগ্রেসকে তুলোধোনা করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষের কথায়, “এই জয় বিজেপির সাফল্য নয়, কংগ্রেসের ব্যর্থতা। দেশে বিজেপিকে হারানোর লড়াইতে নেতৃত্ব দেওয়ার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।”#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৩