ডিসেম্বর ১৪, ২০২৩ ১৪:২৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশের দৈনিকগুলোতে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত খবরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলো তুলে ধরব। এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।  

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  •  শরিকদের অস্বস্তিকর অপেক্ষা- প্রথম আলো
  • নির্বাচন কমিশনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি : যুগান্তর
  • মোমেন-শাহরিয়ারের যুক্তরাষ্ট্র ‘ম্যানেজ’ হওয়ার বক্তব্য প্রত্যাখ্যান- মানবজমিন
  • মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের
  • এই কমিশনের অধীনে ফেয়ার ইলেকশন সম্ভব নয় প্রমাণিত : বিএনপি- নয়াদিগন্ত
  • আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন: রিজার্ভ হবে শক্তিশালী গতি পাবে অর্থনীতি- দৈনিক বাংলা

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম:

  • রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক ও’ ব্রায়েন- পূবের কলম
  • ‘ওই অংশ আমাদেরই’, ৩৭০ নিয়ে সুপ্রিম রায়ের পরই লাদাখ তোপ চিনের- সংবাদ প্রতিদিন
  • মধ্যপ্রদেশে ‌‌প্রকাশ্যে বিক্রি করা যাবে না মাংস ও ডিম, মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বড় ঘোষণা মোহন যাদবের-আজকাল

বিশ্লেষণের বিষয়

১. নতুন শিক্ষাক্রম নিয়ে আলোচনা সভা করতে দেয়নি ঢাবি প্রশাসন। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এই খবর বের হয়েছে। কী বলবেন আপনি?
২. ইসরাইল সিনওয়ারকে হত্যা করতে সক্ষম হলেও হামাস ধ্বংস হবে না বলে মনে করছেন ওয়াশিংটন ডিসির আরব সেন্টারের ‘ডাইরেক্টর অব রিসার্স’ ইমাদ হার্ব। কথাটি কতটা বাস্তব?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

শরিকদের অস্বস্তিকর অপেক্ষা- প্রথম আলো

১৪-দলীয় জোটের শরিকদের আসন ভাগাভাগির অপেক্ষা ‘অস্বস্তিতে’ রূপ নিয়েছে। সর্বশেষ গত রোববারের বৈঠকে তিন দিনের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে একটা নিশ্চয়তা দেওয়ার আশ্বাস দিয়েছিল প্রধান শরিক আওয়ামী লীগ। গতকাল বুধবার সেই সময়সীমা পেরিয়ে গেছে। কিন্তু শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি আওয়ামী লীগের।

১৪ দলের শরিকেরা বলছে, এর আগে তিনবার জোটগতভাবে ভোটে অংশ নিয়েছে তারা। অতীতেও আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ সময়ক্ষেপণ করেছে। এবার পরিস্থিতি কিছুটা জটিল। কারণ, এবার শুধু নৌকা প্রতীক পেলেই চলবে না। সমঝোতার আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা যদি প্রত্যাহার করানো না হয়, তাহলে জোটের শরিকদের বেকায়দায় পড়তে হবে। এ পরিস্থিতিতে দিন যত যাচ্ছে, শরিকদের অস্বস্তি ততই বাড়ছে।

আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, ১৪ দলের শরিকদের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান মোটামুটি পরিষ্কার। প্রথমত, বর্তমানে শরিকদের যত আসন আছে, এর চেয়ে কম দিতে হবে। কারণ, এবার জাতীয় পার্টির চাহিদা একটু বেশি। নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দলকেও আওয়ামী লীগের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এবার ভোটার উপস্থিতি বাড়াতে ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখাতে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার কৌশল নিয়েছে আওয়ামী লীগ। শরিকদের চাহিদা মেনে স্বতন্ত্র প্রার্থী সরিয়ে দেওয়ার পক্ষে নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি : যুগান্তর

নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে কথা কাটাকাটির জেরে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে।

সূত্র জানায়, কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার নাইম হাসান প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে আসেন। ১ শতাংশ ভোটারের তথ্য নিয়ে গড়মিলে তার প্রার্থিতা বাতিল করেছিল রিটানিং কর্মকর্তা।

প্রার্থিতা ফেরতের শুনানির উদ্দেশে তিনি নির্বাচন কমিশনের ফটক দিয়ে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ দুজনকে আটক করে।

মোমেন-শাহরিয়ারের যুক্তরাষ্ট্র ম্যানেজ হওয়ার বক্তব্য প্রত্যাখ্যান- মানবজমিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা দেয়া হবে কিনা এমন প্রশ্নে যুক্তরাষ্ট্র বলেছে, নিষেধাজ্ঞা দেয়ার আগে তা নিয়ে তারা আগেভাগে কোনো আলোচনা করে না। এটা তাদের দীর্ঘদিনের চর্চা। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের যুক্তরাষ্ট্র ‘ম্যানেজ’ হয়ে যাওয়ার বক্তব্য প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। একই সঙ্গে তিনি গণহারে বিরোধী দলের হাজার হাজার নেতাকে গ্রেপ্তার এবং জেলে নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন, নির্বাচন হতে হবে সব দলের অংশগ্রহণে। এ সময় কৃত্রিম বৃদ্ধিমত্তা ব্যবহার করে সরকারের প্রোপাগান্ডা যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে বলেও জানান তিনি। ম্যাথিউ মিলার উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে নির্বাচন-সংক্রান্ত ভুয়া খবরের (ডিপ ফেক নিউজ) বিষয়ে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তার কাছে জানতে চান, আসন্ন ‘ডামি ইলেকশনে’ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভুয়া খবর, ভুয়া ভিডিও ছড়িয়ে দেয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি- এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার ওই মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ‘এই অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। তাদের বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই অপশক্তি বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো।’

এই কমিশনের অধীনে ফেয়ার ইলেকশন সম্ভব নয় প্রমাণিত : বিএনপি- নয়াদিগন্ত

প্রমাণিত হয়েছে, বর্তমান নির্বাচন কমিশনের ওপর কেন সর্বজনীন অনাস্থা ও বিশ্বাসহীনতা বিরাজমান এবং সর্বাঙ্গীনভাবে পক্ষপাতদুষ্ট এই কমিশনের অধীনে কেন কোনো লেভেল প্লেয়িং ফিল্ড বা ফেয়ার ইলেকশন সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সম্প্রতি একটি নজিরবিহীন ও গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যেন ১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আগ পর্যন্ত ভোটের প্রচার ছাড়া অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি তথা সভা-সমাবেশ আয়োজনের অনুমতি না দেয়া হয়।

আরো বলা হয়েছে, ‘৭ জানুয়ারি একটি তথাকথিত নির্বাচনের নামে, ভাগ-বাটোয়ারার মাধ্যমে ডামি নির্বাচন আয়োজনের যে অপপ্রয়াস, সেটিকে পৃষ্ঠপোষকতা করতেই অথর্ব ও অযোগ্য নির্বাচন কমিশন জনবিদ্বেষী সিদ্ধান্তটি নিয়েছে। প্রকারান্তরে এটি আবারো প্রমাণিত হয়েছে যে বর্তমান নির্বাচন কমিশনের ওপর কেন সর্বজনীন অনাস্থা ও বিশ্বাসহীনতা বিরাজমান এবং সর্বাঙ্গীনভাবে পক্ষপাতদুষ্ট এই কমিশনের অধীনে কেন কোনো লেভেল প্লেয়িং ফিল্ড বা ফেয়ার ইলেকশন সম্ভব নয়।’

আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন: রিজার্ভ হবে শক্তিশালী গতি পাবে অর্থনীতি- দৈনিক বাংলা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণের দ্বিতীয় কিস্তির চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ। বর্তমান প্রেক্ষাপটে এ খবরটি দেশের অর্থনীতির জন্য খুবই স্বস্তিদায়ক। এতে একদিকে রিজার্ভের ওপর চাপ কমে আসবে, অন্যদিকে বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদনের সময় বাংলাদেশ ব্যাংক ও দেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক বলেছে, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ বিলিয়ন ডলার রিজার্ভে স্বস্তি ফেরাতে সহায়ক হবে। অর্থনীতিবিদরাও বলছেন, এর ফলে গতি ফিরবে অর্থনীতিতে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ কার্যালয়ে নির্বাহী পর্ষদের বৈঠকে ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদনের পাশাপাশি গভর্নর আবদুর রউফ তালুকদারের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া কয়েকটি উদ্যোগের প্রশংসা করে সংস্থাটি। একই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি আমলে নিয়ে সতর্কতার সঙ্গে মুদ্রানীতির রাশ টেনে ধরার পরামর্শও দিয়েছে তারা।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক ও’ ব্রায়েন- পূবের কলম

রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক ও’ ব্রায়েন। রাজ্যসভায় হাঙ্গামার জন্য অবশিষ্ট অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা দলনেতাকে। বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশন শুরু হলে, গতকাল সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন তৃণমূল নেতা ডেরেক ও’ ব্রায়েন সহ বিরোধী দলের সদস্যরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তারা। তুমুল হই-হট্টোগোল হয়। তাতেই সরাসরি ডেরেককে রাজ্যসভার কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন জগদীপ ধনকড়। সংসদের চলতি শীতকালীন অধিবেশনের বাকি কদিন আর রাজ্যসভায় ঢুকতে পারবেন না ডেরেক। সম্প্রতি ঘুষ দিয়ে প্রশ্ন কাণ্ডে সাংসদ পদ খারিজ করা হয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের।

‘ওই অংশ আমাদেরই’, ৩৭০ নিয়ে সুপ্রিম রায়ের পরই লাদাখ তোপ চিনের- সংবাদ প্রতিদিন

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ মামলায় ‘সুপ্রিম’ রায় নিয়ে সরব চিন। সরাসরি নাম না করলেও লাদাখকে নিজেদের বলে দাবি করল বেজিং। একই সঙ্গে লাদাখ নিয়ে ভারতের সিদ্ধান্তকে একতরফা ও বেআইনি বলেও তোপ দেগেছে কমিউনিস্ট দেশটি।

বুধবার সুপ্রিম কোর্টের রায় নিয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “ভারতের সুপ্রিম কোর্টের রায়ে কোনও কিছুর বদল হবে না। ভারত-চিন সীমান্তের পশ্চিমাংশ চিনেরই থাকবে।” লাদাখ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে মাও নিং বলেন, “ভারত একতরফা ও বেআইনিভাবে লাদাখকে পৃথক করেছে। চিন কখনও তথাকথিত কেন্দ্রশাসিত লাদাখ অঞ্চলকে স্বীকৃতি দেয় না।”

মধ্যপ্রদেশে ‌‌প্রকাশ্যে বিক্রি করা যাবে না মাংস ও ডিম, মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বড় ঘোষণা মোহন যাদবের- আজকাল

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মধ্যপ্রদেশে মাংস ও ডিম বিক্রি বন্ধ করে দিলেন মোহন যাদব। প্রসঙ্গত, বুধবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহন যাদব। তারপরই নিলেন এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পরই প্রথম ক্যাবিনেট বৈঠকে বসেন মোহন যাদব। আর সেখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। জানান, এবার থেকে মাংস ও ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রকাশ্যে ডিম ও মাংস বিক্রি করা যাবে না। এই নিষেধাজ্ঞার পিছনে মুখ্যমন্ত্রীর যুক্তি, খাদ্য সুরক্ষার নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রথমে জনগণের মধ্যে সচেতনতার প্রচার চালানো হবে এই পদক্ষেপ নিয়ে। তারপরই রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করা হবে। খাদ্য দপ্তর এই প্রচার চালাবে। আপাতত পুলিশ ও স্থানীয় প্রশাসন ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবধি প্রকাশ্যে মাছ–মাংস বিক্রির উপরে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকবে। অযোধ্যার পুণ্যযাত্রীদের স্বাগত জানানোর জন্যও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যে ধর্মীয় ও পাবলিক স্পেসে মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া তেন্দু পাতা যারা তোলেন, তাদের প্রতি ব্যাগ পিছু ৪ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ