জানুয়ারি ৩১, ২০২৪ ১৯:২০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩১ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশে গণতন্ত্র বিকাশে ভারতের প্রভাবে পিছুটানের অভিযোগ অস্বীকার
  • যুক্তরাষ্ট্র আবারও বললো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি-মানবজমিন
  • নতুন সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
  • বিএনপির কালো পতাকা মিছিল অবৈধ: ওবায়দুল কাদের-প্রথম আলো
  • কত হাজার কোটি টাকা আত্মসাৎ করলে আওয়ামী পরিভাষায় তা দুর্নীতি হবে: কাদেরকে রিজভী-ডেইলি স্টার বাংলা
  • জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ : রাশিয়ার রাষ্ট্রদূত-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে মুখ খুললেন মমতা, নিশানা কাকে?- আনন্দবাজার পত্রিকা
  • জ্ঞানবাপী মসজিদে পুজো করতে পারবেন হিন্দুপক্ষ, নির্দেশ আদালতের-সংবাদ প্রতিদিন
  • বিশ্বভারতীর জমি মামলায় রায় অর্মত্য সেনের পক্ষে-গণশক্তি
  • নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কী করে? : মমতা-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান তাঁর মতামত কলামের শিরোনাম করেছেন এরকম-পুলিশ কেন মঈন খানকে বাসায় পৌঁছে দিল? বিস্তারিত কলামে লেখা হয়েছে, বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানকে পুলিশ আটক করে। তবে ব্যাপারে এডিসি সালাহউদ্দিন বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, আসলে ওনার নিরাপত্তাঝুঁকি দেখা দিয়েছিল। যে কারণে আমরা তাঁকে একটু সরিয়ে নিয়েছি আরকি।’ কী ধরনের নিরাপত্তাঝুঁকি ছিল, তা জানতে চাইলে এডিসি সালাহউদ্দিন বলেন, মঈন খানের ব্যক্তিগত ও শারীরিক ঝুঁকি ছিল। পরে উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসানের ভাষ্য, মঈন খানকে কেউ আটক করেনি। তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এতে আরো লেখা হয়েছে, বাংলাদেশের পুলিশ বিরোধী দলের একজন নেতার নিরাপত্তার কথা ভেবে তাঁকে সসম্মানে বাসায় পৌঁছে দিয়েছে, এর চেয়ে আনন্দের খবর আর কী হতে পারে! এখন যদি জেলখানায় আটক নেতাদেরও একইভাবে বাসায় পৌঁছে দেওয়ার মতো রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা যায় তাহলে হয়তো অনেক কিছুই নতুনভাবে শুরু করা যাবে! তবে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কালো পতাকা মিছিল অবৈধ।

সোহরাব হাসান তার মতামত কলামে আরো লিখেছেন, সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদের কয়েকজন স্বতন্ত্র সদস্যের সঙ্গে কথা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে সংসদ সদস্যদের বেশির ভাগ ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করায় তাঁদের একজন খুব উষ্মা প্রকাশ করলেন। তাঁর ভাষ্য, রাজনীতি তো কোনো পেশা নয়। দেশসেবা। সংসার চালাতে রাজনীতিকদেরও একটি পেশা বেছে নিতে হয়। অনেকের ছোটখাটো ব্যবসাও আছে। তাই বলে অধিকাংশ সংসদ সদস্যকে ‘জনগণের রক্তচোষা’ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। আরেকজন স্বতন্ত্র সদস্য বললেন, তিনি জিতেছেন, এটা নৌকার প্রার্থী কোনোভাবে মেনে নিতে পারছেন না। নির্বাচনের তিন সপ্তাহ পরও তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে। দুজন মারা গেছেন, আহত ৭০ জন। এই হলো শান্তিপূর্ণ নির্বাচনের নমুনা।স্বতন্ত্র সদস্যদের কাছে প্রশ্ন ছিল, তাঁরা সংসদে কী ভূমিকা রাখবেন? নিজেদের স্বতন্ত্র অবস্থান ধরে রাখতে পারবেন কি না? এই প্রশ্নের উত্তর সম্ভবত তাদেরও জানা নেই। এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নতুন সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়।

যুক্তরাষ্ট্র আবারও বললো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি-মানবজমিনের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র বিকাশে ভারতের প্রভাবের কারণে যুক্তরাষ্ট্র পিছু হটেছে- এমন অভিযোগ মানতে নারাজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়- সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্ট অনুসারে, কানাডার একটি তদন্তে জানা গেছে, রাশিয়া এবং চীনের পাশাপাশি দেশটির নির্বাচনে হস্তক্ষেপ করেছে ভারত। এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। এর জবাব দেন মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, আপনি কানাডার তদন্তের বিষয়ে যে রেফারেন্স তুলেছেন, আমার কাছে এ বিষয়ে উত্তর নেই। এর উত্তর কানাডাই দিতে পারবে। বাংলাদেশে নির্বাচনের পর তৃতীয়বারের মতো ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করায় উদ্বেগ জানিয়েছেন তিনি। এক্ষেত্রে সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া অবলম্বনের আহ্বান জানান ম্যাথিউ মিলার। তার কাছে সাংবাদিক মুশফিকের প্রশ্ন ছিল- ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্ট অনুসারে, কানাডার একটি তদন্তে জানা গেছে, রাশিয়া এবং চীনের পাশাপাশি দেশটির নির্বাচনে হস্তক্ষেপ করেছে ভারত।

কত হাজার কোটি টাকা আত্মসাৎ করলে আওয়ামী পরিভাষায় তা দুর্নীতি হবে: কাদেরকে রিজভী-ডেইলি স্টার বাংলার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিশ্বব্যাপী আওয়ামী মার্কা দুর্নীতির কলঙ্ক তিলক আর কোথাও আছে বলে জানা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণকে বন্দুকের নলের মুখে দূরে ঠেলে ক্ষমতা দখলে রাখার একমাত্র লক্ষ্য গোটা দেশটাকে লুণ্ঠনের অভয়ারণ্য বানানো। আর এর ফলশ্রুতিতে দেশের সার্বিক পরিস্থিতি অরাজকতার কালো আঁধারে আচ্ছন্ন। ভয়াবহ ডলার সংকটের কারণে রপ্তানি প্রবৃদ্ধিতে ধস নেমেছে। ভোটারবিহীন সরকার কখনোই জনকল্যাণমুখী হতে পারে না মন্তব্য করে রিজভী আরও বলেন, এরা অবাধ লুণ্ঠনের যে নজির তৈরি করেছে, তা পৃথিবীতে বিরল। 'প্রভুদের সমর্থনে ডামি নির্বাচন করে অবৈধ ক্ষমতার জোরে আওয়ামী মন্ত্রীরা নিজেদেরকে এখন অখণ্ড কর্তৃত্বের অধিকারী ভাবছেন বলে তিনি মন্তব্য করেন।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে মুখ খুললেন মমতা, নিশানা কাকে? আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,  

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কর্মসূচি নিয়ে বুধবার সকালে বিহার থেকে বাংলায় প্রবেশ করেন রাহুল গান্ধী। হঠাৎ দেখা যায়, তাঁর গাড়ির পিছনের কাচ ভাঙা। তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অধীর চৌধুরী। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়ির কাচ ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, যে ঘটনা ঘটেছে, তা তিনি সমর্থন করেন না। ওই ঘটনা বাংলায় ঘটেনি বলেও জানিয়েছেন মমতা। ঘটেছে বিহারে। আর এ নিয়ে তিনি নিশানা করলেন নীতীশ কুমারের প্রশাসনের দিকে। এ সম্পর্কে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, কীভাবে ভাঙল রাহুলের গাড়ির কাচ? হামলা না কি দুর্ঘটনা? নানা ভাষা নানা মতামত কংগ্রেসের মধ্যেই।

জ্ঞানবাপী মসজিদ

এখন থেকে জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi mosque) পুজো করতে পারবেন হিন্দুপক্ষ। বুধবার মসজিদের সিল করা বেসমেন্টে বা ‘ব্যাস কা তেয়খানা’ চত্বরে দেবতার উপাসনার অনুমতি দিল বারাণসীর আদালত। বুধবার শুনানির শুরুতেই জেলা প্রশাসনকে ভক্তদের পুজোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারক। শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টকে এর জন্য একজন পূজারিকে মনোনীত করতেও বলা হয়। বারাণসী আদালতের নির্দেশ বেজায় খুশি হিন্দুপক্ষ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে জ্ঞানবাপী মসজিদের ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র রিপোর্ট। জ্ঞানবাপী চত্বরে রয়েছে বিষ্ণু, হনুমানের ভাস্কর্যও! রিপোর্টে দাবি এএসআইয়ের। তাদের পক্ষের আইনজীবী বিষ্ণু শংকর জৈন বলেন, ‘ব্যাস কা তেয়খানা’ চত্বরে ভক্তদের উপাসনার অনুমতি দিয়েছে আদালত। সাত দিনের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে জেলা প্রশাসনকে। এখন থেকে সকলেই পুজো করার অধিকার পেলেন। বিষ্ণু শংকর এই নির্দেশের সঙ্গে ১৯৮৩ সালে রামমন্দিরের দরজা খোলার আদালতের নির্দেশের তুলনা করেছেন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৩১

ট্যাগ