ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১৮:২৮ Asia/Dhaka
  • চোখে-মুখে আঠা লাগিয়ে হাত-পা বেঁধে গৃহবধূকে গণধর্ষণ!

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৪ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • বেনামি ঋণের চাপে’ এনআরবি ব্যাংক এমডির পদত্যাগ-প্রথম আলো
  • ড. ইউনূসের বিচারের গতি অস্বাভাবিক: মিলার-ইত্তেফাক
  • ‘বিশ্ববিদ্যালয়গুলোকে যৌন আনন্দের উৎসবে পরিণত করেছে ছাত্রলীগ’-মানবজমিন
  • বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ নাগরিককে ফেরত পাঠানো হবে কাল-ডেইলি স্টার বাংলা
  • 'বাংলাদেশে ১৬ বছরে বৈধ-সুষ্ঠু নির্বাচন হয়নি' নতুন নির্বাচন চান অস্ট্রেলিয়ার এমপি-যুগান্তরের শিরোনাম

কোলকাতার শিরোনাম:

  • স্ত্রীর মুন্ডু কেটে বেঞ্চে রেখে ‘বিশ্রাম’ যুবকের! পটাশপুরের এই দৃশ্য দেখে শিহরিত গোটা রাজ্য।।-আনন্দবাজার পত্রিকা
  • বিলকিস মামলায় সরকারকে ‘কুমন্তব্য’!-সংবাদ প্রতিদিন
  • রাজস্থান থেকে রাজ্যসভার মনোনয়ন জমা দিলেন সোনিয়া গান্ধী -গণশক্তি
  • কৃষক নেতাদের আলোচনার প্রস্তাব দিলেন অনুরাগ ঠাকুর-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

পাকিস্তানের চেয়ে বাংলাদেশে ভালো নির্বাচন হয়েছে বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী-প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন, পাকিস্তানের চেয়ে বাংলাদেশে অনেক ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে দুটি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখনো তাদের (পাকিস্তান) মধ্যে সংকট ও হানাহানি চলছে।

দৈনিকটির অপর এক মামলা মকদ্দমা বিষয়ক খবরে লেখা হয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন পেয়েছেন।

নৃশংস গণধর্ষণ

কারও মস্তিষ্ক বিকৃত না হলে এমন নৃশংস কাজ করতে পারে না: চিকিৎসক-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে,খুলনার পাইকগাছায় এক গৃহবধূর (৪৫) চোখে-মুখে আঠা লাগিয়ে এবং হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে নিশ্চিত হয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। সব ধরনের নমুনা সংগ্রহ করে রেখেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় খুলনা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ফরিদ-উজ-জামান বলেন, কারও মস্তিষ্ক চরমতম বিকৃত না হলে এমন নৃশংস কাজ করতে পারে না। অনেকের মধ্যে ‘সাইকোপ্যাথ’ সুপ্ত অবস্থায় থাকে। কোনো না কোনো সময় সেটি ভয়ংকর হয়ে ওঠে। এ ক্ষেত্রে এমনটি হয়েছে কি না, বা তখনকার পরিস্থিতি ধর্ষণকারীদের এমন নির্যাতন করতে উৎসাহিত করেছে কি না, তা জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, রাজধানীর ডেমরা থানা এলাকায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা এক মামলায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ড. ইউনূসের বিচারের গতি অস্বাভাবিক: মিলার-দৈনিক ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলায় অস্বাভাবিক গতিতে বিচার করা হয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

যুগান্তরের খবরে লেখা হয়েছে, অস্ট্রেলিয়ার এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড বলেছেন, বাংলাদেশে গত ১৬ বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। অস্ট্রেলিয়ার উচিত, বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো। সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্‌স পার্লামেন্টে উত্থাপিত 'নোটিশ অফ মোশনে' দেশটির গ্রিনস দলের এমপি এ আহ্বান জানান। প্রসঙ্গত, এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি 'এটি কোনো সত্যিকারের নির্বাচন নয়' মন্তব্য করে বলেছিলেন, "বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

‘বিশ্ববিদ্যালয়গুলোকে যৌন আনন্দের উৎসবে পরিণত করেছে ছাত্রলীগ’-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে মারা হচ্ছে। আর গতকাল নাকি বাংলাদেশের তিনটি ছাগল ভেতরে গেছে বিএসএফ ধরে সেগুলো ফেরত দিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের জনগণ ও সার্বভৌমত্বের প্রতি তামাশা করা।গত ৭ জানুয়ারি একতরফা ডামি নির্বাচনের পর বাংলাদেশ আজ চরম অন্ধকারে নিপতিত। আর্থিক ও সামাজিক খাতে এক ভয়াবহ নৈরাজ্য চলছে। বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে। বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

গণশক্তি, আনন্দবাজার পত্রিকাসহ বেশ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে, কৃষক বিক্ষোভে উত্তাল হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির সীমান্ত। প্রতিবাদীদের রুখতে ফের ড্রোন থেকে টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করেছে হরিয়ানার পুলিশ। আম্বালা থেকে কৃষকদের এগুতে দেওয়া যাবে না, বিজেপি সরকারের এই মনোভাব স্পষ্ট। দিল্লিতে বুধবার আরও কড়া হয়েছে ঘেরাটোপ। অন্নদাতাদের আটকাতে দুর্গ সাজাচ্ছে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার। এরপরও তাঁদের দমিয়ে রাখা যায়নি। মধ্য রাতের বিরতির পর বুধবার সকালে ফের ‘দিল্লি চলো’ অভিযান শুরু করেছে কৃষকরা। এদিকে এবার কৃষক নেতাদের আলোচনায় প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিলেন,  ক্ষমতায় গেলে আন্দোলনরত কৃষকদের দাবি বাস্তবায়ন করা হবে। এটাই দলের প্রথম প্রতিশ্রুতি।

মানুষ কতটা পাশবিক হতে পারে! আনন্দবাজার পত্রিকার একটি খবরে লেখা হয়েছে, পারিবারিক অশান্তির জেরে কাটারি দিয়ে স্ত্রীর ধড় থেকে মাথা আলাদা করে দিলেন স্বামী! তার পর সেই মুন্ডু হাতে নিয়ে চিৎকার করলেন। মুন্ডু বেঞ্চে রেখে পাশে বসলেনও। বুধবার এমন দৃশ্যে শিহরিত পূর্ব মেদিনীপুরের পটাশপুর। গোটা রাজ্যও।

বিলকিস মামলায় সরকারকে ‘কুমন্তব্য’! সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বিলকিস বানো (Bilkis Bano) মামলার সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘খারাপ’ মন্তব্য করা হয়েছে।"বিলকিসের ধর্ষকদের মুক্তি দিতে 'জালিয়াতি' করেছে গুজরাট", মামলার রায়ে তোপ দেগেছিল সুপ্রিম কোর্ট।্র

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৪

ট্যাগ