মার্চ ১৭, ২০২৪ ১৯:০৪ Asia/Dhaka
  • একনজরে ১৭ মার্চ প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৭ মার্চ সোমবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে পরিবারের আবেদন-মানবজমিন
  • বিশেষ ছাড়েও কক্সবাজারে পর্যটক নেই, খাবার নিয়ে দুর্ভোগ-প্রথম আলো
  • ৫ টাকায় মই দিয়ে মহাসড়কের ডিভাইডার পার, ভিডিও ভাইরাল-যুগান্তর
  • আগামী বছরে ট্রেনের ৮০০ বগি আসবে : রেলমন্ত্র,  ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে যাচ্ছে ট্রেনের ভাড়া: প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর-বাংলাদেশ প্রতিদিন

 

ভারতের শিরোনাম:

  • ‘মানসিকভাবে এখনও প্রস্তুত, লড়তে চাই অভিষেকের বিরুদ্ধেই, জানিয়ে দিলেন নওশাদ–সংবাদ প্রতিদিন।
  • শুক্রে ভোট, বুধে রামনবমী, দিল্লিবাড়ির লড়াইয়ের মুখে নতুন করে উঠবে মন্দির হাওয়া? প্রস্তুতি রাজ্যে-আনন্দবাজার পত্রিকা।
  • গুজরাতের হস্টেলে নামায পড়ার সময় বিদেশী পড়ুয়াদের ওপর হামলা, আহত ৫-দৈনিক পূবের কলম। 

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

১. অবন্তিকার আত্মহত্যায় সহপাঠী ও সহকারী প্রক্টরের খণ্ডিত সংশ্লিষ্টতা রয়েছে: ডিএমপি। তোলপাড় সৃষ্টি করা এই ঘটনা সম্পর্কে কী বলবেন আপনি?

২. 'মানবতার নামে' রাফাহ আক্রমণের পরিকল্পনা প্রত্যাহার করুন। ইসরাইলের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরাইল কী এই আহ্বানে সাড়া দেবে? জি ধন্যবাদ জনাব শিরাজুল ইসলাম।

অডিও শুনতে এখান ক্লিক করুন:

এবারে কোলকাতার দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।  

গুজরাতের হস্টেলে নামায পড়ার সময় বিদেশী পড়ুয়াদের ওপর হামলা, আহত ৫শীর্ষক খবরে দৈনিক পূবের কলম পত্রিকা লিখেছে, হস্টেলে নাময পড়ার সময় বিদেশী পড়ুয়াদের ওপর হামলা। গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের এক হস্টেলে। হামলায় পাঁচজন বিদেশি পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মূলত আফগানিস্তান, শ্রীলঙ্কা,  তুর্কমেনিস্তান ও আফ্রিকার দেশগুলো থেকে এদেশে পড়তে এসেছেন ওই যুবকরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। সংশ্লিষ্ট ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।সোশাল মিডিয়ায় হামলার পরে ক্ষতিগ্রস্ত বাইক, ভাঙা ল্যাপটপের ছড়িয়ে ছিটিয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে।

শুক্রে ভোট, বুধে রামনবমী, দিল্লিবাড়ির লড়াইয়ের মুখে নতুন করে উঠবে মন্দির হাওয়া? প্রস্তুতি রাজ্যে -শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, দেশের দীর্ঘতম ভোট পর্ব শুরু হচ্ছে ১৯ এপ্রিল শুক্রবার। তার ঠিক দু’দিন আগে রামনবমী। এপ্রিলের ১৭ তারিখ, বুধবার প্রতি বারের মতো ভোট-বছরেও কি একই ভাবে রামনবমী পালিত হবে?

বিশ্ব হিন্দু পরিষদ বলছে, ভোটের সঙ্গে রামনবমী পালনের যোগাযোগ নেই। ফলে একই ভাবে বা আরও বেশি করে ওই তিথি পালন করবেন রাজ্যের রামভক্তেরা। বিজেপি বরাবরই বলে, রামনবমীতে দল কোনও কর্মসূচি নেয় না। দলের নেতা কর্মীরা ‘রামভক্ত’ হিসাবেই অন্য সংগঠনের মিছিলে যোগ দেন। এ বারেও তেমনটাই বলছে। অন্য দিকে, এই প্রথম বার রামনবমীতে সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে তৃণমূলের বক্তব্য, ধর্মের সঙ্গে রাজনীতি মেলানোর কোনও চেষ্টাই নেই দলের।

এদিকে, বিজেপি তথা সঙ্ঘ পরিবারের দীর্ঘ দিনের স্বপ্নপূরণ হয়েছে গত জানুয়ারি মাসে। ২২ জানুয়ারি নতুন মন্দিরে রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার অনেক আগে থেকেই অযোধ্যাকে ঘিরে আবেগ তৈরি করতে নানা প্রচার কর্মসূচি নিয়েছে পরিষদ।

শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

পার্সটুডে/রেজওয়ান হোসেন১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ