চলছে উত্তেজনা; ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত
(last modified Mon, 28 Apr 2025 13:25:18 GMT )
এপ্রিল ২৮, ২০২৫ ১৯:২৫ Asia/Dhaka
  • চলছে উত্তেজনা; ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই পণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি। গতকাল রোববার ভারতের নৌবাহিনী এ পরীক্ষা চালায়।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে, তবে পাকিস্তান এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নৌবাহিনীর দেওয়া এক পোস্টে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে সফলভাবে জাহাজ বিধ্বংসী বিভিন্ন ধরনের মহড়া চালানো হয়েছে। তারা বলছে, এর মধ্য দিয়ে প্ল্যাটফর্ম, সিস্টেম ও ক্রুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি যাচাই করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ভারতের অবস্থানের পক্ষে বিশ্বনেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। গতকাল রোববার তিনি তার মাসিক রেডিও ভাষণে বলেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের রক্ত টগবগ করছে।

অবশ্য পাকিস্তানও পাল্টা হুমকি দিয়ে রেখেছে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।