অস্ট্রেলিয়ার সৈকতে গুলিতে নিহত ১২; ইরানের নিন্দা
https://parstoday.ir/bn/news/event-i155102-অস্ট্রেলিয়ার_সৈকতে_গুলিতে_নিহত_১২_ইরানের_নিন্দা
পার্সটুডে- অস্ট্রেলিয়ার সিডনিতে হামলার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে সহিংস আক্রমনের নিন্দা জানাচ্ছি। মানুষ হত্যার ঘটনা যেখানেই ঘটুক তা নিন্দনীয় ও প্রত্যাখ্যাত।
(last modified 2025-12-14T14:47:58+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২৫ ২১:০৫ Asia/Dhaka
  • হামলার শিকার একজনকে নিয়ে যাওয়া হচ্ছে
    হামলার শিকার একজনকে নিয়ে যাওয়া হচ্ছে

পার্সটুডে- অস্ট্রেলিয়ার সিডনিতে হামলার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে সহিংস আক্রমনের নিন্দা জানাচ্ছি। মানুষ হত্যার ঘটনা যেখানেই ঘটুক তা নিন্দনীয় ও প্রত্যাখ্যাত।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
অস্ট্রেলিয়ার সিডনিতে জনাকীর্ণ এক সমুদ্রসৈকতে গুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েক জন। সন্দেহভাজন হামলাকারীদের একজন নিহত হয়েছেন, আরেকজন আহত হয়েছে বলে জানা গেছে।

সিডনির বন্ডাই সৈকতে স্থানীয় সময় আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ জানিয়েছে।

বন্দুকধারীদের গুলিতে আহত ২৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে এবিসি নিউজ।

এবিসি নিউজ আরও জানিয়েছে, সন্ধ্যায় সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্রসৈকতে গুলির শব্দ ছড়িয়ে পড়ে। এ সময় সৈকতের উত্তর দিক থেকে শত শত মানুষ দৌড়ে পালাতে শুরু করেন। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ধারণ করা এবং এবিসি নিউজের যাচাই করা একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।