আইএইএ'র মহাপরিচালকের বক্তব্যের ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া
বাস্তবতা তুলে ধরা এবং দোষী পক্ষগুলোকে মোকাবেলারওপর গুরুত্বারোপ
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র 'ইসমায়িল বাকায়ি'
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের 'বাক্য এবং বিবৃতি' পুনরাবৃত্তির সমালোচনা করেছেন।
তিনি জোর দিয়ে বেলেছেন: এই পদ্ধতি তথ্য পরিবর্তন করে না এবং ইরানের পরিবর্তে পরিস্থিতির সৃষ্টিকারী পক্ষগুলোকে মোকাবেলা করা উচিত।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র 'ইসমায়িল বাকায়ি' রোববার সাংবাদিকদের সাথে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আরও বলেন: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি, ক্রমাগত এমন কিছু মামলা, বাক্য এবং বিবৃতি পুনরাবৃত্তি করছেন যা বিদ্যমান বাস্তবতাকে পরিবর্তন করবে না; গ্রোসির উচিত ইরানকে বারবার সম্বোধন করার পরিবর্তে এই পরিস্থিতি সৃষ্টিকারী পক্ষগুলোকে সম্বোধন করা।
পার্সটুডে আরও জানায়, তেহরান এবং বৈরুতের মধ্যে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে, বাকায়ি লেবাননে নতুন ইরানি রাষ্ট্রদূতকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে বাধা থাকার খবর অস্বীকার করেছেন এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শক্তিশালী সম্পর্কের ওপর জোর দিয়ে আশা প্রকাশ করেন যে নতুন রাষ্ট্রদূত মোতায়েন করার প্রক্রিয়াটি তার স্বাভাবিক পথে এগিয়ে যাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবানন সরকারকে 'ইহুদিবাদী ইসরাইলের বাড়াবাড়ির হুমকির' বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেনেজুয়েলার সরকার বিরোধী একজন ব্যক্তির ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগের প্রতিক্রিয়াও জানিয়েছেন। তিনি এই দাবিগুলোকে মূল্যহীন বলে মনে করছেন। বাকায়ি এই বিবৃতিগুলোকে নোবেল শান্তি পুরষ্কার প্রদানকারী পক্ষগুলোকে সন্তুষ্ট করার প্রচেষ্টা হিসাবে মন্তব্য করেছেন।
গাজা সংক্রান্ত আন্তর্জাতিক আদালতের উপদেষ্টা মতামতের কথা উল্লেখ করে, বাকায়ি ইহুদিবাদী ইসরাইলের কর্মকাণ্ডকে "নির্লজ্জ গণহত্যা" বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন এই মতামত আবারও এই শাসনের দ্বারা সংঘটিত অপরাধ এবং সেগুলো বন্ধ করার জন্য সমস্ত সরকারের দায়িত্বের ওপর জোর দেয়।
চীন থেকে ইরানগামী একটি পণ্যবাহী জাহাজে মার্কিন হামলার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের প্রতিক্রিয়ায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন: তেহরান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় আছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিবেদন পায় নি।#
পার্সটুডে/এনএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন