ন্যাটো মহাসচিবের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: ক্রেমলিন
https://parstoday.ir/bn/news/event-i155100-ন্যাটো_মহাসচিবের_মন্তব্য_দায়িত্বজ্ঞানহীন_ক্রেমলিন
পার্সটুডে-ক্রেমলিনের মুখপাত্র রাশিয়ার সাথে যুদ্ধের জন্য জোটের প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো মহাসচিবের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন।
(last modified 2025-12-14T14:40:18+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২৫ ২০:৩৭ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

পার্সটুডে-ক্রেমলিনের মুখপাত্র রাশিয়ার সাথে যুদ্ধের জন্য জোটের প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো মহাসচিবের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন।

রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন: রাশিয়ার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে ন্যাটো সামরিক জোটের মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। তার বক্তব্য প্রমাণ করে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের গভীরতা সঠিকভাবে বুঝতে পারেন নি।

পেসকভ আরও বলেন: এই কথাগুলো এমন একটি প্রজন্মের প্রতিনিধির বক্তব্যের মতো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে কী ছিল তা ভুলে গেছে?

ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন তাদের কোনও বোধগম্যতা নেই এবং দুর্ভাগ্যবশত মার্ক রুট এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন নিজেও তা জানেন না।

রুট গত বৃহস্পতিবার বার্লিনে দেওয়া এক বক্তৃতায় বলেছিলেন: আমাদের পূর্বপুরুষরা যে মাত্রার যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছিলেন তার জন্য ন্যাটোকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেছেন: রাশিয়া ছিল ইউরোপীয় দেশগুলোর পরবর্তী লক্ষ্য। ক্রেমলিন বারবার ন্যাটো এবং কিছু ইউরোপীয় নেতার দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে: রাশিয়া ন্যাটো সদস্যদের উপর আক্রমণ করতে চায়। এই দাবিগুলি ইউরোপে রুশোফোবিয়া উস্কে দেওয়ার লক্ষ্যে করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন