তাজিকিস্তানে ৬টি দাবা পদক এবং জর্ডানে ৬জন বক্সিং ফাইনালিস্ট
(last modified Mon, 28 Apr 2025 13:55:22 GMT )
এপ্রিল ২৮, ২০২৫ ১৯:৫৫ Asia/Dhaka
  • পশ্চিম এশীয় বয়সভিত্তিক প্রতিযোগিতায় ইরানের দাবাড়ু দল
    পশ্চিম এশীয় বয়সভিত্তিক প্রতিযোগিতায় ইরানের দাবাড়ু দল

পার্সটুডে-পশ্চিম এশীয় ব্লিটজ দাবা টুর্নামেন্টে ইরানি দাবা খেলোয়াড়রা ২টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক জিতেছেন।

পার্সটুডে জানিয়েছে, তাজিকিস্তানে আয়োজিত পশ্চিম এশীয় বয়স-ভিত্তিক প্রতিযোগিতায় ব্লিটজ বিভাগে ইরানি দাবা দল ২টি স্বর্ণপদক, ২টি রৌপ্যপদক এবং ২টি ব্রোঞ্জ পদক জিতেছে। এই প্রতিযোগিতাগুলোতে, ছেলেদের অনূর্ধ্ব-১২ বয়স বিভাগে রামতিন কাকাভান্দ এবং অনূর্ধ্ব-১৬ বিভাগে মোহাম্মদ হোসেন দারভিশি স্বর্ণপদক জিতেছেন। অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে আয়হান রাহবার এবং অনূর্ধ্ব-৮ গ্রুপে কিয়াশা মাহবুবিও রৌপ্য পদক জিতেছেন। মেয়েদের বিভাগে, অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে সাইনা কাওসারি এবং অনূর্ধ্ব-১৪ দলে তারানেহ তাগিজাদেহ ব্রোঞ্জ পদক জিতেছেন।

 

 এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইরানি জুনিয়র এবং কিশোর বক্সারদের উজ্জ্বল বিজয়

অপরদিকে, ৬ জন ইরানি জাতীয় ক্রীড়াবিদ এশিয়ান জুনিয়র ও যুব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন এবং ইরানি খেলোয়াড়রা ৫টি ব্রোঞ্জ পদক জিতেছেন। জর্দানের আয়োজনে ১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে এশিয়ান জুনিয়র এবং ইয়ুথ বক্সিং চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার জুনিয়র বিভাগে, ইরানি ক্রীড়াবিদরা ৩ টি ব্রোঞ্জ পদক জিতেছেন এবং একজন খেলোয়াড় প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। এই টুর্নামেন্টে জাতীয় যুব দলের ৬ জন বক্সার অংশগ্রহণ করেছেন।#

 

ইরানের নির্বাচিত ফুটবল দল আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় জয়লাভ করেছে

এছাড়াও, ইরানের নির্বাচিত বিশ্ববিদ্যালয় ফুটবল দল ২৬তম আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় ইরানি দল চেক দলের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়ে স্বর্ণপদক জিতে নেয়। উল্লেখ্য, প্রতিযোগিতায় বাস্কেটবল, ভলিবল, ফুটবল এবং ফুটসালের চারটি ডিসিপ্লিন পুরুষ ও মহিলাদের জন্য দুটি বিভাগে অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতায় জার্মানি, বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ড, কসোভো, সার্বিয়া, আলবেনিয়া, চেক প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া এবং ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের ৯০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিলেন।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।